Tuesday, January 15, 2013

আজমিরীগঞ্জে মালয়েশিয়া গমনেচ্ছুদের নিবন্ধন ফরম অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

আবু হেনা, আজমিরীগঞ্জ ॥

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন অফিসে ইউনিয়ন ভিত্তিক অনলাইন নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। আগামী ১৮ জানুয়ারী পর্যন- অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে। মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন- পৌরসভা সদর  ইউনিয়নে প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, বদলপুর ইউনিয়নে সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান, জলসুখায় উপ-সহকারী প্রকৌশলী মোছাদ্দেক আলী, কাকাইলছেওয়ে এটিইও সোহেল রানা,  শিবপাশায় ইউনিয়ন প্রকল্প কর্মকর্তা (প্রজীব) আকবর আলী। নিবন্ধন কার্যক্রম শুরুর আগে থেকেই উপজেলা পরিষদের -সেন্টারে উদ্যোক্তা গৌতম রায় বি.এম..টির অনলাইনের পাতা ফরম প্রিন্ট করে ব্যক্তিগত তথ্যের জন্য এক পাতাসহ মোট চার পাতা ফরম ৬০ টাকা করে শ্রমিকদের নিকট বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আরও জানা যায়, -সেন্টারের উদ্যোক্তা গৌতম রায় প্রতিটি ফরমের শীর্ষে নিজ হাতে সিরিয়াল নম্বর লিখে শ্রমিকদের উক্ত সিরিয়ালের ফরম ছাড়া কোন ফরম অনলাইনে নিবন্ধন হবে না বলে জানিয়ে দেন। পৌর এলাকার আজিমনগর গ্রামের সোহাগ, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, মোছাদ্দেক আলী মিলন মিয়া স্বাক্ষরিত এরকম একটি অভিযোগ গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে।

Monday, January 14, 2013

বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জে শিক্ষাক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে ॥ এমপি মজিদ খান

তোফায়েল রেজা সোহেল, বানিয়াচঙ্গ থেকে ॥ 
এমপি এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জে বর্তমান সরকারের চার বছরে শিক্ষাক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে। তাই শিক্ষকসহ সংশি¬ষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। গতকাল সোমবার সন্ধ্যায় এমপি এডভোকেট আব্দুল মজিদ খানের বাসভবনে জেলা কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাকে দেয়া অভিনন্দন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করায় সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি আব্দুল মজিদ খানকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি াজমূল হক, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বানিয়াচঙ্গের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার দাশ, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, শিক্ষক আবু ছালেহ তালুকদার, আব্দুর রফিক, শফিকুল ইসলাম খান, মিজানুর রহমান, রুশমীন বেগম, সেমিনা আক্তার, আবু সাইদ প্রমূখ।

Sunday, January 13, 2013

আজমিরীগঞ্জের কাটা গাং নদীতে বাঁধ নির্মাণ করায় বোরো ফসলে অনিশ্চয়তা

আজমিরীগঞ্জ :

আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগের পাশের কাটা নদীতে বাঁধ নির্মাণ করায় দুই উপজেলার এক হাজার ২০০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার প্রায় দুই হাজার কৃষক। চলতি বছরে বোরো ফসল ফলাতে পারবেন কি না এ নিয়ে তাঁদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমবাগ গ্রামের এক কিলোমিটার দূরে অবস্থিত কাটা গাং নামে পরিচিত নদীতে একটি প্রভাবশালী মহল তাদের ব্যক্তিগত স্বার্থে বাঁধ নির্মাণ করেছে। ফলে বানিয়াচঙ্গ উপজেলার কয়েকটি হাওর ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ও নোয়াগড়ের কৃষকদের প্রায় এক হাজার ২০০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে বর্তমান ভরা বোরো মৌসুমেও কৃষকরা তাঁদের জমিতে চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছেন। স্থানীয় কৃষকরা জানান, ওই নদীতে বাঁধ নির্মাণের ফলে উত্তরের হাওর এলাকার জমিগুলোতে অতিরিক্ত পানি জমে আছে। আর এ বাঁধ ভেঙে না দিলে জমির পানি নিষ্কাশন হবে না। ফলে জমিতে কোনো ধরনের কাজও করা যাবে না।
সরেজমিন এলাকা ঘুরে দেখা যায়, এ এলাকার কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা ও অনিশ্চয়তা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, আজমিরীগঞ্জের স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নলিউর রহমান নলি, বিএনপি নেতা আজিজুর রহমান, বানিয়াচঙ্গের মোতাক্কিন বিশ্বাসসহ আরো কয়েকজন প্রভাবশালী নেতা নিজেদের ধানের প্রজেক্টের জমিতে পানি সেচ দিতে কাটা গাং নদীতে বাঁধ নির্মাণ করেছেন। কিন্তু প্রচণ্ড দাপটের ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে কথাও বলতে সাহস পাচ্ছেন না। তাঁরা আরো জানান, অন্যান্য বছর পৌষ মাসের শুরুতেই তাঁরা জমিতে কাজ শুরু করতেন। এ বছর এখন পর্যন্ত ধান রোপণ দূরের কথা, ধানের জমিই তৈরি করা সম্ভব হয়নি। ফলে রোপণে বিলম্ব হলে জ্যৈষ্ঠ মাসের শেষে ধান কাটতে হবে। আর জ্যৈষ্ঠ মাসের শেষে প্রতি বছরই বর্ষার পানিতে পাকা ধান তলিয়ে যায়। ফলে চলতি বছরের বোরো ফসল নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই ভুক্তভোগী কৃষকরা অবিলম্বে ওই বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেন, 'নদীতে বাঁধ নির্মাণ বেআইনি কাজ। তবে সমস্যাটি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই সমাধান করা সহজ। এ বিষয়ে আমি যোগাযোগ করব। এর পরও যদি সমাধান না হয় তবে আইনানুগভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Wednesday, January 9, 2013

অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েছেন জলসুখা ইউপি চেয়ারম্যান --হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

আজমিরীগঞ্জ:

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউপি চেয়ারম্যান ইছাক চৌধুরী দিলু মিয়া ও তার পরিষদের মেম্বার লিবাছ মিয়া, লুৎফুর রহমান, শাহজাহান মিয়া ও আব্দুল আহাদ বক্কা’র বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত, মহিলা মেম্বারের শ্লীলতাহানি, জুয়া খেলা এবং মদ-গাঁজা বিক্রি থেকে মাসোহারা আদায় ও ভিজিএফ এর চাল দুঃস্থদের না দিয়ে মাছ ও হাঁসের খামারে দেয়াসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ করেছেন একই পরিষদের নির্বাচিত ৩ মহিলা মেম্বার। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন একই ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লক্ষ্মীরানী দেবনাথ। বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য রাজিয়া সুলতানা ও মাসুক বিবি।লিখিত বক্তব্যে তারা বলেন, ইউপি নির্বাচনের পর থেকে অদ্যাবধি চেয়ারম্যান ইছাক চৌধুরী দিলু মিয়া মাসিক ও বিশেষ সভা আনুষ্ঠানিকভাবে না করে তার মনগড়ামতো করছেন। চেয়ারম্যান বিগত দেড় বছরে মাসিক সভার কথা বলে বিভিন্ন ছল-ছাতুরীর মাধ্যমে মহিলা সদস্যদের কাছ থেকে দস্তখত আদায় করেন। পরবর্তীতে চেয়ারম্যান অফিসে সভায় গেলে তিনি জানান, সভায় আর কোন মেম্বারতো এখনো আসেনি। আগামী মাসে সভা করা হবে। একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায় ১৬/১৭ মাস যাবত সংরক্ষিত নারী সদস্যদের কাছ থেকে প্রতারণা করে দস্তখত আদায় করে নানা অপকর্ম করছেন। পরিষদের ১২ সদস্যের কারো সাথে একত্রে কোন পরিচিতি সভা পর্যন্ত হয়নি। বিচার, স্থানীয় সরকার, অর্থ, উন্নয়নসহ পরিষদের ১৩টি স্ট্যান্ডিং কমিটি গঠনের জন্য বরাদ্দকৃত ৩৬ হাজার ৪শ টাকা সভা না করেই আত্মসাত করেন চেয়ারম্যান দিলু। পরিষদের শুরু থেকে চেয়ারম্যান দিলু মিয়া ও তার মনোনীত কয়েকজন মেম্বার ৩০৩ জন কার্ডধারী দুঃস্থ মহিলা মা-শিশুর ভিজিডি চাল-গম ৩০ কেজির পরিবর্তে ১৫/২০ কেজি এবং বিভিন্ন সময়ে ভিজিএফ এর ১ হাজার দুঃস্থ নারী-পুরুষের মাঝে ১০ কেজির পরিবর্তে ৫/৬ কেজি করে বিতরণ করেছেন।
তারা জানান, ৪নং ওয়ার্ডের মেম্বার লিবাছ মিয়া ও ৭নং ওয়ার্ডের মেম্বার লুৎফুর এলাকায় মদ ও গাঁজা বিক্রি ও জুয়া খেলাসহ বিভিন্ন অপকর্মের গডফাদার হিসেবে পরিচিত। তারা মহিলা সদস্যা লক্ষ্মী রানীকে কু-প্রস্তাব দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ নিয়ে চেয়ারম্যান দিলু মিয়ার কাছে বিচার প্রার্থী হলে তিনি মেম্বারদের কথামতো চলতে বলেন।বিগত ঈদুল ফিতর ও ঈদুল আযহা সহ কয়েকদফা ওয়ার্ডের চাল বিতরণকালে পরিষদের মেম্বার শাহজাহান, আব্দুল আহাদ বক্কা ও লুৎফুর মহিলা সদস্যা মাসুক বিবিকে চেয়ারম্যান অফিস থেকে ঘাড় ধরে বের করে দেন। এ বিষয়ে তারা আইনেরও আশ্রয় নিয়েছেন।রাজিয়া সুলতানা, লক্ষ্মীরানী দেবনাথ, মাসুক বিবি জানান, ১শ দিনের কর্মসৃজন কর্মসূচি দ্বারা রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে কোন রকমের পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই সুমদয় টাকা আত্মসাত করেন। ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট দেয়া চেয়ারম্যানের একটি নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ৩ নারী সদস্যা জানান, ৯নং ওয়ার্ডের মেম্বার ও ভাটি অঞ্চলের কুখ্যাত ত্রাস, মহিলা সদস্য মাসুক বিবির স্বামী ইদু মিয়াসহ ৭/৮টি খুনের আসামী শাহজাহান মিয়া ভিজিডি ও ভিজিএফ’র চাল দরিদ্রদের মাঝে বন্টন না করে তার পরিচালিত বিভিন্ন জলমহাল ও হাঁসের খামারের খাবার হিসেবে ব্যবহার করেন।  চেয়ারম্যান ও তার সিন্ডিকেটের মেম্বারগণ ওয়ার্ড কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও ৩ নারী সদস্যকে বাদ দিয়েই ২০১৩ ও ২০১৪ সালের জন্য ভিজিডির ৩০৩ জন দুঃস্থ নারী-পুরুষের তালিকা তৈরী করছেন।  তারা জানান, চেয়ারম্যান ও তার সিন্ডিকেটের মেম্বারদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর সংরক্ষিত আসনের ৩ মহিলা সদস্যা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এদিকে অভিযোগ দাখিলের পর মহিলা মেম্বারদের খুন, শ্লীলতাহানী ও তাদের আত্মীয়-স্বজনদের হয়রানী করবে বলে তারা হুমকি-ধামকি দেয়। অন্যদিকে তারা মান-সম্মান, ইজ্জত ও প্রাণের ভয়ে গত ২৫ ডিসেম্বর আজমিরিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। মহিলা সদস্য রাজিয়া সুলতানা, লক্ষ্মীরানী দেবনাথ, মাসুক বিবি জানান জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যান ও তার পরিষদের কয়েকজন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর স্বদেশ নামে একটি ভুয়া এনজিও সংস্থার কর্মীকে দিয়ে মহিলা সদস্যা রাজিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায়। কিন্তু স্বদেশ নামে ভুয়া সংস্থাটি ইতিমধ্যে জলসুখাসহ বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে সাধারণ মানুষদের। যেখানে ভুয়া সংস্থার সদস্য হিসেবে বক্কা মেম্বারের মেয়ে ও পুত্রবধূ এবং তাদের আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া উচিত সেখানে ভুয়া অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিগত ইউপি নির্বাচনের পর চেয়ারম্যান ইছাক ও তার পরিষদের সদস্য লিবাস জলসুখা গ্রামে এ্যান্ডিং নামে ভারতের আসাম রাজ্যের একটি জুয়া খেলা শুরু করে। ১০ টাকা ধরলে ৭০০ টাকা পাওয়া যাবে-এ জুয়া খেলায় গ্রামের নারী-পুরুষ থেকে বিভিন্ন বয়সী লোককে প্রলুব্ধ করতে থাকে। এতে করে ২/৩ জন লাভবান হলেও হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়। এমনকি কিছুদিন আগে জুয়া খেলায় সর্বশান্ত হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ এর পুত্র আকিক আত্মহত্যা করে। আর এ জুয়া খেলার প্রতিবাদ জানাতে গিয়েও ৩ মহিলা সদস্যকে গালাগাল খেতে হয়।মহিলা মেম্বারদেরকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দের প্রকল্প বাস্তবায়ন কমিটি তিন ভাগের এক ভাগ সরকারি নীতিমালা থাকলেও অদ্যাবধি তাদেরকে এক টন গমের একটি করে টিআর প্রকল্প ছাড়া আর কোন প্রকল্প বাস্তবায়ন কমিটি সভাপতি করা হয় নাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীরানী দেবনাথ জানান, তার বাড়ির সামনে একটি প্রকল্প বাস্তবায়ন করছে অন্য ওয়ার্ডের পুরুষ সদস্যরা। তারা জানান, এলাকার অবহেলিত নারী ও সাধারণ জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক উন্নয়নসহ সকল পর্যায়ের সেবা থেকে ৩ মহিলা সদস্য বঞ্চিত। তারা স্থানীয় সরকারের নীতিমালা মেনে জনগণের সেবা করতে চায় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি দুর্নীতিবাজ চেয়ারম্যান ইছাক চৌধুরী দিলু ও তার পরিষদের মেম্বার লিবাছ মিয়া, লুৎফুর রহমান, শাহজাহান ও বক্কা’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে তারা দাবি তুলে ধরেন।

Sunday, January 6, 2013

আজমিরীগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জে ছাত্রদল কর্মীকে মারধোরের ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ছাত্রদল নেতা আশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আশিক চক্রবর্তী নামে এক ছাত্র পৌর ছাত্রদলে যোগদান করে। বিষয়টি সহজে মেনে নেয়নি পৌর ছাত্রলীগ। গতকাল দুপুরে আশিক চক্রবর্তী মধ্যবাজার দিয়ে যাওয়ার সময় কোন কারণ ছাড়াই পৌর ছাত্রলীগের রকি ও সৌরভ তাকে ধরে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারপিট করা হয়। মারপিট শেষে আশিককে রাস্তায় ফেলে দেয়া হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশিককে মারধোরের বিষয়টি ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে বিকেলে ছাত্রদল নেতাকর্মীরা বাজারে জড়ো হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাজারে এলে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Saturday, January 5, 2013

আজমিরীগঞ্জে খড়ের গাদায় আগুন!

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর কান্দা গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ঘরদাইর গ্রামের নুর ইসলাম জানান, গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। তার মা কমলা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে খড়ের গাদায় আগুন দেখতে পান। ওই সময় তিনি ৪/৫জন যুবকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।  কমলা বেগমের শোর চিৎকারে তার ছেলেসহ আশেপাশের লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পূর্বে গত বৃহস্পতিবার নুর ইসলামের আলুর বীজতলা কে বা কারা নষ্ট করে দেয়। এছাড়া গত ১০দিন পূর্বে একই গ্রামের দীন ইসলামের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।

Wednesday, January 2, 2013

আজমিরীগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

আজমিরীগঞ্জে :

জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নিঃশর্ত মুক্তি এবং  ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের জুয়েল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ সকল নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গত ৩০ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায়  আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শিবপাশা বাজারে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবপাশা ইউনিয়ন সভাপতি আলী রহমান, সহ সভাপতি ছুরুনুর চৌধুরী, বিএনপি নেতা আব্দুল হান্নান, সামছুল আলম, উপজেলা যুবদলের সভাপতি মাসুদ পারভেজ, যুবদল নেতা ডাঃ মজিবুর রহমান, ডাঃ ছাদেকুল আমিন চৌধুরী, ইফতেখার চৌধুরী ইফতি, মাহমুদুল হাসান লিটন, ইয়াকুব আলী, আকিকুল চৌধুরী, ছাত্রদল নেতা মাসুম চৌধুরী, তানিম চৌধুরী, আল আমিন, শাহ আলম, এনামুল হক, শাহীন, আলমগীর, সাহেল প্রমূখ। মানব বন্ধনে বক্তারা অনতিবিলম্বে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুক্তির দাবী জানান। একই সাথে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কদের ভূইয়া জুয়েল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।