Monday, January 14, 2013

বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জে শিক্ষাক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে ॥ এমপি মজিদ খান

তোফায়েল রেজা সোহেল, বানিয়াচঙ্গ থেকে ॥ 
এমপি এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জে বর্তমান সরকারের চার বছরে শিক্ষাক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে। তাই শিক্ষকসহ সংশি¬ষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। গতকাল সোমবার সন্ধ্যায় এমপি এডভোকেট আব্দুল মজিদ খানের বাসভবনে জেলা কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাকে দেয়া অভিনন্দন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করায় সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি আব্দুল মজিদ খানকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি াজমূল হক, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বানিয়াচঙ্গের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার দাশ, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, শিক্ষক আবু ছালেহ তালুকদার, আব্দুর রফিক, শফিকুল ইসলাম খান, মিজানুর রহমান, রুশমীন বেগম, সেমিনা আক্তার, আবু সাইদ প্রমূখ।

No comments:

Post a Comment