Sunday, January 6, 2013

আজমিরীগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জে ছাত্রদল কর্মীকে মারধোরের ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ছাত্রদল নেতা আশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আশিক চক্রবর্তী নামে এক ছাত্র পৌর ছাত্রদলে যোগদান করে। বিষয়টি সহজে মেনে নেয়নি পৌর ছাত্রলীগ। গতকাল দুপুরে আশিক চক্রবর্তী মধ্যবাজার দিয়ে যাওয়ার সময় কোন কারণ ছাড়াই পৌর ছাত্রলীগের রকি ও সৌরভ তাকে ধরে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারপিট করা হয়। মারপিট শেষে আশিককে রাস্তায় ফেলে দেয়া হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশিককে মারধোরের বিষয়টি ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে বিকেলে ছাত্রদল নেতাকর্মীরা বাজারে জড়ো হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাজারে এলে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

No comments:

Post a Comment