আজমিরীগঞ্জে :
জাতীয়তাবাদী দল বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নিঃশর্ত মুক্তি এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ সকল নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গত ৩০ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শিবপাশা বাজারে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবপাশা ইউনিয়ন সভাপতি আলী রহমান, সহ সভাপতি ছুরুনুর চৌধুরী, বিএনপি নেতা আব্দুল হান্নান, সামছুল আলম, উপজেলা যুবদলের সভাপতি মাসুদ পারভেজ, যুবদল নেতা ডাঃ মজিবুর রহমান, ডাঃ ছাদেকুল আমিন চৌধুরী, ইফতেখার চৌধুরী ইফতি, মাহমুদুল হাসান লিটন, ইয়াকুব আলী, আকিকুল চৌধুরী, ছাত্রদল নেতা মাসুম চৌধুরী, তানিম চৌধুরী, আল আমিন, শাহ আলম, এনামুল হক, শাহীন, আলমগীর, সাহেল প্রমূখ। মানব বন্ধনে বক্তারা অনতিবিলম্বে বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুলের মুক্তির দাবী জানান। একই সাথে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
No comments:
Post a Comment