আবু হেনা, আজমিরীগঞ্জ ॥
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন অফিসে ইউনিয়ন ভিত্তিক অনলাইন নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। আগামী ১৮ জানুয়ারী পর্যন- অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে। মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন- পৌরসভা ও সদর ইউনিয়নে প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, বদলপুর ইউনিয়নে সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান, জলসুখায় উপ-সহকারী প্রকৌশলী মোছাদ্দেক আলী, কাকাইলছেওয়ে এটিইও সোহেল রানা, শিবপাশায় ইউনিয়ন প্রকল্প কর্মকর্তা (প্রজীব) আকবর আলী। নিবন্ধন কার্যক্রম শুরুর আগে থেকেই উপজেলা পরিষদের ই-সেন্টারে উদ্যোক্তা গৌতম রায় বি.এম.ই.টির অনলাইনের ৩ পাতা ফরম প্রিন্ট করে ব্যক্তিগত তথ্যের জন্য এক পাতাসহ মোট চার পাতা ফরম ৬০ টাকা করে শ্রমিকদের নিকট বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আরও জানা যায়, ই-সেন্টারের উদ্যোক্তা গৌতম রায় প্রতিটি ফরমের শীর্ষে নিজ হাতে সিরিয়াল নম্বর লিখে শ্রমিকদের উক্ত সিরিয়ালের ফরম ছাড়া কোন ফরম অনলাইনে নিবন্ধন হবে না বলে জানিয়ে দেন। পৌর এলাকার আজিমনগর গ্রামের সোহাগ, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, মোছাদ্দেক আলী ও মিলন মিয়া স্বাক্ষরিত এরকম একটি অভিযোগ গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে।
No comments:
Post a Comment