Wednesday, October 31, 2012

বিথঙ্গলে দু’দলের সংঘর্ষে মহিলাসহ আহত ১০ জন

স্টাফ রিপোর্টার ॥
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট
বানিয়াচঙ্গের বিথঙ্গল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুদলের সংঘর্ষে মহিলাসহ অন- ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস'ায় আব্দুল হেকিম (৭০), ফজল মিয়া (৫০), রেজিয়া খাতুন (৩০), ফারদিননেসা (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের রমজান মিয়া আব্দুল আজিজের মাঝে দীর্ঘদিন ধরে বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উল্লেখিতরা আহত হয়।


বাংলাদেশ সময়:11:00AM,01,11.২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর   

আজমিরীগঞ্জে ছোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোঃ কুহিন, আজমিরীগঞ্জ ॥
আজমিরীগঞ্জে দিন দুপুরে প্রকাশ্যে মদ পান করে মাতলামী করার সময় লিটার ছোলাই মদসহ  জহুর মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টায় আজমিরীগঞ্জ শরীফনগর এলাকার মৃত মহরম আলীর পুত্র মাদক ব্যবসায়ী জহুর মিয়া ঋষিবাড়ির সামনে মদপান করে প্রকাশ্যে মাতলামী করতে থাকে। সময় আশপাশের লোকজন  ঘটনাটি পুলিশকে অবহিত করলে আজমিরীগঞ্জ থানার এস আই কামাল তাকে উল্লেখিত মদসহ আটক করে থানায় নিয়ে আসেন।

বাংলাদেশ সময়:11:00AM,01,11.২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর   

Tuesday, October 30, 2012

প্রতিশ্রুতির ফুলঝুড়ি..মহাজোট সরকারের ৪ চার বছর। আজমিরীগঞ্জের বছিরা নদীর ব্রীজ নির্মান হবে কবে।নেতার অভাব নেই। উন্নয়নের অভাব


স্টাফ রিপোর্ট:
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট:

উপজেলার কাকাইলছেও আনন্দপুর এলাকার বছিরা নদী

বর্তমান আ:লীগের সভাপতি মিছবাহ উদ্দীন ভুইয়া.বিএনপির সভাপিত মহিবুর রহমান সওদাগর. জাতীয় পার্টী সাধারণ সম্পাদক কাপ্তান সারোয়া। এদের সবার বাড়ী আনন্দপুর।  এতো বড় বড়  রাঘব বয়াল থাকা সত্বেও উন্নয়নের লেশ মাত্র নেই। আনন্দপুর মানুষের প্রানের দাবী বছীরা নদীতে ব্রীজ। নেতার অভাব নেই উন্নয়নের অভাব রয়েছে নেতাদের এলাকায়। স্বাধীনতার পর একের এক সরকার বদলি হলেও হবিগঞ্জের ভাটি অঞ্জল আজমিরীগঞ্জ উপজেলা বদলিনি উন্নয়নের চেহারা। উপজেলার কাকাইলছেও আনন্দপুর এলাকার বছিরা নদীতে দীর্ঘ ৪০বছরেও ব্রীজ নির্মান হয়নি। ফলে আজমিরীগঞ্জসহ ভাটি এলাকার আশপাশের উপজেলার হাজার হাজার মানুষের দূর্ভোগ ছায়ার মত লেগেই আছে। এ নদী দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারবার হচ্ছ। বিশেষ স্কুল-মাদ্রাসা-কলেজগামী ছাত্রছত্রী ও শিক্ষকদের সীমাহিন দূর্ভোগ পোহাচ্ছে।বর্ষা মৌসুমে কোমলমুতি শিশূদের নদী পারাপারের ভয়ে পড়ালেখা বন্ধ হয়ে যায়। মাঝে মধ্যে ঘটছে হতাহতের ঘটনা। এছাড়াও  কৃষকদের হচ্ছে আর্থিক ক্ষতি। এই দূর্ভোগ  লাঘবের জন্য আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের মাননীয় সাংসদ বলেছিলেন অচীরেই আজমিরীগঞ্জের বছীরা নদী ব্রীজ নির্মান হবে।প্রতিশ্রুতির ফুলঝুড়ি ফূল ঝুড়িতেই রয়ে গেল। কাজের কাজ কিছুই হয়নি। সূত্র জানায়,বছীরা নদীতে ব্রীজ নির্মানের জন্য ৪বার দরপত্রের আহ্বান করা হয়েছিল। কিন্ত রহস্য জনক কারনে দরপত্র হয়ে বাতিল হয়ে যায়। এলাকার অভিঞ্জ মহল বছীরা নদী ব্রীজ নির্মান না হওয়াকে গ্রাম্য রাজনিধিকে দায়ী করছেন। ব্রজীটি তৈরী হলে উপজেলার কাকাইলেছও ঐতিহ্যবাহী বাজারটি আরো জমজমাট হতো। এখন ভুক্তভোগীদের দাবী বছীরা নদীতে ব্রীজ নির্মান।


বাংলাদেশ সময়: 4:00AM ঘণ্টা, অক্টোবর  31, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর   

Monday, October 29, 2012

প্রয়োজনীয় বিদ্যালয় এবং শিক্ষকের অভাব, অসচেতনতা,যোগাযোগ ব্যবস্থায় অবনতিসহ নানা কারনে আজমিরিগঞ্জ শিক্ষা ক্ষেত্রে মারাত্বক ভাবে পিছিয়ে পড়েছে

শিহাব আল মাহমুদ,নিউজ এডিটর
আমাদের আজমিরীগঞ্জ২৪.কম

প্রয়োজনীয় বিদ্যালয় এবং শিক্ষকের অভাব, অসচেতনতা,যোগাযোগ ব্যবস্থায় অবনতিসহ নানা কারনে আজমিরিগঞ্জ শিক্ষা ক্ষেত্রে মারাত্বক ভাবে পিছিয়ে পড়েছে।২শ ২৩ দশমিক ৯৮ বর্কিলোমিটার আয়তনের ৯৯হাজার ২শ ৪০ জন জনগনের মধ্যে শিক্ষার হার মাত্র ৩৬ দশমিক ৩০%। কলেজ মাত্র দুটি। উচ্চ বিদ্যালয় ৫টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৫টি। বেসরকারি রেজি: প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬ টি। দাখিল মাদ্রাসা ২টি। এবতেদায়ী ১০টি। কিন্ডারগার্ডেন ৩টি। ক্বওমী মাদ্রাসা ৫টি। এ সমস্ত অধিকাংশ বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নেই। হাজী আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ে শরিরচর্চার শিক্ষকের পদ দীর্ঘ দিন ধরে রয়েছে শূন্য। রসুলপৃর দক্ষিণ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছে মাত্র দু’জন। কাকাইলছেও মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩শ ছাত্র-ছাত্রীর বিপরীতে শিক্ষক মাত্র ৩জন। । এলাকায় অনেক বিত্ত শালী আছেন, তারা এখনও মনে করেন পড়ালেখা করে আর কি হবে? কেউ কেউ আছেন এসএসসি কিংবা এইচএসসি পর্যন্ত পড়িয়ে ‘ক্ষেমা’ দেন। এলাকাবাসী অনেকেই পড়াশুনায় ছাত্রছাত্রীদের তদারকি নেন না। বৈশাখ জৈষ্ঠ এবং কার্তিক মাসে আজমিরিগঞ্জের গ্রামাঞ্চলের ছাত্র-ছ্ত্রাীরা হাওরের কাজে ব্যস্ত থাকে। এ সময় তাদের পড়া শোনায় তাদের বিরাট ব্যাঘাত সৃষ্টি হয়।আজমিরিগঞ্জের যোগযোগ ব্যবস্থা খারাপ বলে অনেক ছাত্র শিক্ষক ঠিকমতে স্কুলে উপস্থিত হতে পারেন না। বর্ষা কালে ঢেউয়ের কারনে ছোট ছোট ছাত্রদের জন্য ভয়ের কারন হয়ে দাড়ায়। আর হেমন্ত কালে অনেক স্কুলে হাটা ছাড়া যাওয়া যায় না। অন্য দিকে, অনেক স্কুলে শিক্ষকগণ পাঠদানের বদলে স্কুলেই প্রাইভেট পড়ানোর কাজে ব্যস্ত থাকেন বলে অভিভাবক গণ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: 4:00PM ঘণ্টা, অক্টোবর  29, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর



Sunday, October 28, 2012

আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক তৎপরতা ঝিমিয়ে পড়েছে।কেন্দ্রীয় কর্মসূচীও সঠিকভাবে পালন হচ্ছেনা।সাধারণ নেতাকর্মীরা অনেকটা হতাশ।

এএন নিউজ রিপোর্ট
আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক তৎপরতা ঝিমিয়ে পড়েছে। বর্তমান কমিটির সভাপতি মুহিবুর রহমান সওদাগর আমেরিকায়,সাধারণ গোলাম ফারুখ পৌর সভার চেয়ারম্যান এবং অন্যান্য  পদের নেতাগণ বিভিন্ন পেশায় জড়িত হওয়ার কারনে দলের প্রতি তাদের হাতে সময় নেই বলে জানান সাধারণ নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীও সঠিকভাবে পালন হচ্ছেনা। ফলে সাধারণ নেতাকর্মীরা অনেকটা হতাশ। হরতালসহ কেন্দ্রীয় কর্মসূচী পালনে আজমিরীগঞ্জে অনেকটাই ঢিমতালে। অন্যান্য উপজেলা মধ্যে আজমিরীগঞ্জে কোন কর্মসূচীই পালন দেখা যায়নি। এদিকে বিএনপির সহযোগী সংগঠন গুলির মধ্যে চরম চাপা কুন্দল বিরাজ করছে। যুবদল.ছাত্রদলের রয়েছে কুন্দল। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন সভাপতি মহিবুর রহমান সওদাগর আমেরিকায় এবং সাধারণ সম্পাদক গোলামসহ পৌর চেয়ারম্যান হওয়ার কারনে দল নিয়ে তাদের চিন্তা একেবারেই নেই। ফলে সাধারণ নেতাকর্মীমের মধ্যে হতাশা বিরাজ করছে। গত ৩বছরে লক্ষ্য করা গেছে বিএনপির সাংঘঠনিক কার্যক্রম  ও তৎপরতা একেবারেই ঘুমিয়ে পড়েছে।

বাংলাদেশ সময়:১১:৩০am ২৯ অক্টোবর ২০১২
সম্পাদনা--শিহাব আল মাহমুদ.নিউজ এডিটর



পাখি শুণ্য আজমিরীগঞ্জের হাওরগুলো -‘নীল আকাশের ডানা ঝাপটায় না সূতোহীন ঘূড়ি’


জুনাইদ আল হাবিব
আমাদের আজমিরীগঞ্জ২৪ ডট কম

বিকালের আকাশের রং যেন সময়ে সময়ে পাল্টায়। নীল আকাশকে শুভ্র করে তোলে সাদা বক। আবার ক্ষনিক পরেই লেনজা হাসের নীল রং চারিদিকে ছড়িয়ে পড়ে। বাদামী রং ছড়ায় গঙ্গা কবুতর। আরও হরেক রকমের পাখির ডানা ঝাপটানোর শব্দ-এক বাদ্যের তাল মেনে চলে। মাঘ মাসে এই হচ্ছে দেশের বৃহত্তর হাওর অঞ্চল আজমিরীগঞ্জ,মিঠাইমন,ইটনার হাওর এলাকার দৃশ্য। কিন্ত এদৃশ্য এখনও আর চোখে পড়ে না। হবিগঞ্জের পশ্চিম হাওর এলাকায় খাল-বিল ছিল পাখিরদের উৎসব নগরী। হরেক রকেরম পাখি দলে দলে বিভক্ত হয়ে উড়তো। দল ছাড়া হতোনা কেউ। এক দল আরেক দলকে অতিক্রম করতো। কখনও গোল আবাও কখনও লম্বা হয়ে শারি বদ্ধভাবে। আবারও কখনও যুদ্ধ বিমানের মতই দেখা যেত। দূর থেকে দেখলে মনে হতো নদীর কচুরিপেনা জানান এলাকার মুরুব্বীগণ। স্থানীয় আরও জানান,শীতে অতিথি পাখিদের অভয়ান্য ছিল আজমিরীগঞ্জ উপজেলা, জুরবিল,চিংড়ি ও কাকাইলছেও আলহাজ্ব নূরুল হক্ব ভূইয়ার বিশাল পুকুর জুরে। শীতের শুরুতে পাখিদের আগমন শুরু হতো। কিছু পাখির নাম জানতে চাইলে জেলে আব্দুল্লাহ হেসে বলে কয়টা পাখির নাম বলবো? বলে শেষ করা যাবে না। যেমন, লেনজাহাসঁ, পিংহাস,বালিহাস,কাইম,গঙ্গা,কবুতর,কালাকোড়া, পিয়ারী, মৌলবী, মাথায়টোপ, দুবড়া,খাউড়ি, বৌড়াল, রানেরকৌড়া, বৈদর, আমডাক, ওড়া, পদ্মাকৌড়ী, গাংচিল, জলকুক্কুট, ফরালিসহ আরও অনেক অনেক বলে আব্দুল্লাহ যা আজমিরীগঞ্জসহ ভাটি এলাকার হাওর গুলোতে অভয়ারণ্য ছিল। ইদানিং এলাকার বেশীর ভাগ জলাশয় পানিহীন ও অবাধ দখল অন্যদিকে পাখি শিকারের মহোৎসবে আগের মতো হরেক রকমের পাখি আর দেখা যায় না। শীত বিকেলের নীল আকাশে ডানা ঝাপটায় না সূতোহীন ঘুড়িগুলো।

বাংলাদেশ সময়:১১:৩০am ২৯ অক্টোবর ২০১২
সম্পাদনা--শিহাব আল মাহমুদ.নিউজ এডিটর



হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

এএএন নিউজ রিপোর্ট:-
হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে প্রতিপক্ষের ফিকলের আঘাতে শফিক মিয়া (৩৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ তিনি মারা যান। শফিক মিয়া আউশপাড়া গ্রামের আকল মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আউশপাড়া গ্রামের ছমেদ মিয়ার ছেলে জিতু মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল।এরই জের ধরে রোববার সকালে জিতু মিয়া ও তার লোকজন শফিক মিয়ার ওপর হামলা চালায়। এক পর্যায়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে শফিক মিয়া আহত হন। এ সময় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক  জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Saturday, October 27, 2012

আজমিরীগহ্জের শিবপাশায় এক যুবকের লাশ উদ্ধার


সঞ্জীব রায় চক্রবর্তী
ষ্টাফ করেসপন্ডেন্ট
আমাদের আজমিরীগঞ্জ২৪ডটকম
আজ ২৭ অক্টোবর আজমিরীগহ্জের শিবপাশায় ফারুক আহমেদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্দার করেছে শিবপাশা পুলিশ ফাড়ী। সে উপজেলার শিবপাশা ইউনিয়নের অন্তর গ্রামের আনু মিয়ার পুত্র। একটি সূত্র জানায়.এই দিন রাতে কে বা কাহারা ফারুক মিয়াকে মেরে রাসতায় ফেলে রেখে যায়। শিবপাশা পুলিশ খরর পেয়ে ফারুকের লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে বলা হয় নিহত ফারুকের শরিরে বিভিন্ন স্থানে আঘাতের চিহূ পাওয়া গেচে। তবে বিশেষ সূত্র জানা এই খুন হওয়ার মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে।




বাংলাদেশ সময়: 3:০০pm ঘণ্টা, অক্টোবর  27, 2012

সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

Friday, October 26, 2012

সারা দেশে ঈদুল আযহা উদযাপিত---বিপুল উৎসাহে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে আজমিরীগঞ্জেও পালিত ঈদুল আযহা


আজমিরীগহ্জের শরীফপুর আনন্দপুর ঈদগাহ মাঠে নামাজ
 পূর্বে বয়ান করছেন মাওলানা আব্দুল কাইয়ূম

এএএন ২৪ ডট কম রিপোর্ট আজমিরীগঞ্জ-----
আজ ২৭ অক্টোবর শনিবার উদযাপন হয়েছে পবি্ত্র ঈদুল ইযহা। বিপুল উৎসাহে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালিত ঈদুল আযহা। আজমিরীগঞ্জের ৪টি ইউনিয়নে প্রায় ৫০টারও বেশী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজনৈতিক নেতাগন্‌ আনন্দপুর আজমিরীগঞ্জ ঈদগা ময়দানে নামাজ আদায় করেন। অন্যন্যা চেয়ে এবারের ঈদে ছিল আনন্দ ভর পুর। নামাজ আদায়ের পর ব্যস্ত পরে নিজ নিজ পশুকে আল্লাহর রাস্তায় কোরবানী করতে। এদিকে উপজেলার আনন্দপুর.শরীফপুর মাঠে মাওলানা আব্দুল কাইয়ূম।তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন। দোয়া শেষে সব বয়সের মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
ঢাকা---
সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ-উল আজহার প্রথম জামাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।ঈদ-উল আজহার এ প্রথম জামাতে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে ২ রাকাত ওয়াজিব নামাজ আদায করেন।দোয়া শুরু আগে জামাতের ইমাম মাওলানা মিজানুর রহমান মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র ত্যাগের উদেদেশ্যে যেন কুরবানি করা হয়। এই কুরবানি মাধ্যমে প্রতিটি মানুষ যেন তার পশুবৃত্তিকে কুরবানি করে দেয়।তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সব ধর্মের অধিকার সংরক্ষণ করে। এ ধর্ম অন্য ধর্মের ওপর আঘাত কিংবা যেকোনা ধরনের অশান্তি ও বিশৃঙ্খলাকে সমর্থন করেনা। এসময় তিনি মুসলিম উম্মাহ ও জাতিকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করার আহ্বান জানান।পরে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন। দোয়া শেষে সব বয়সের মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।অপরদিকে, প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হওয়ার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি সকাল আটটায়, তৃতীয়টি সকাল নয়টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চমটি অনুষ্ঠিত হবে বেলা ১১টায়।

মধ্যপাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত,আজ শনিবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল আযহা

শিহাব আল মাহমুদ,নিউজ এডিটর
আমাদের আজমিরীগঞ্জ২৪.কম
বিপুল উৎসাহে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে মধ্যপাচ্যসহ বিভিন্ন দেশে ২৬ অক্টোবর শুক্রবার পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত হয়েছে । আজ ২৭ অক্টোবর বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। প্রবাসীদের ইদের আনন্দ ভাগ করতে নামাজের পরপরই স্বাজনদের ফোন করে অনেকেই। লক্ষ্য করা গেছে প্রবাসী বাংঙ্গালিরা কয়েকজন মিলে পশু কোরবানী দিয়েছে।এছাড়া প্রবাসীরা ফোনে বাংলাদেশে ফোন করে স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।মহান আল্লাহতায়ালার নির্দেশে হযরত ইব্রাহীম (আ:) এর ত্যাগের মহিমায় চির ভাস্বর পবিত্র ঈদ-উল আযহা। হেমন্তের চমৎকার আবহাওয়ায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকার একাধিক মসজিদ আর কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করা হয়। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউয়র্কের অন্যতম বৃহ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মুনাজাতে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ-জাতির মঙ্গল ও সমৃদ্ধি এবং দেশে-দেশে নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের রক্ষায় মহান আল্লাহতায়ালার রহমত ও বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: 12:00AM ঘণ্টা, অক্টোবর  27, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
 

Thursday, October 25, 2012

মধ্যমাচ্য আজ.কাল শনিবার বাংলাদেশে পালিত হবে ঈদুল ইযহা। সারা দেশের মত ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত আজমিরীগঞ্জের মানুষ

ষ্টাফ করেসপন্ডেন্ট
আমাদের আজমিরীগঞ্জ২৪ডটকম
আজ শুত্রুবার মধ্যপাচ্যে পালিত হবে পবিত্র ঈদুল আযহাকাল শনিবার পালিত হবে বাংলাদেশসহ বিম্বের বিভিন্ন দেশে প্রস্তুতিপর্ব প্রায় শেষ সম্পন্ন হয়েছে পশু ক্রয় পবিত্র হজও পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার এখন অপেক্ষা কেবল রাতটুকু পোহানোর ভোর হলেই ১০ জিলহজ, পবিত্র ঈদুল আজহামহান আল্লাহ তাআলার উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় সব ঈদুল আজহা উদ্যাপন করবে ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন প্রায় চার হাজার বছর আগে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (.) তাঁর ছেলে হজরত ইসমাইল (.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায় হজরত ইব্রাহিম (.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেশাওয়াল মাসের চাঁদ ওঠা নিয়ে ঈদুল ফিতরের দিন নির্ধারিত হয় কারণে একেবারে রোজার শেষাবধি ঈদের দিনটি নিয়ে একরকমের অনিশ্চয়তা থাকে তবে ঈদুল আজহা যেহেতু জিলহজ মাসের ১০ তারিখেই নির্ধারিত, তাই জিলহজের চাঁদ ওঠার পর হাতে বেশ খানিকটা সময় নিয়েই লোকে ঈদের প্রস্তুতি নিতে পারেন
বাংলাদেশ সময়: 3:00AM ঘণ্টা, অক্টোবর  26, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

চল্লিম বছর পিছিয়ে পড়েছে ভাটি বাংলার রাজধানী আজমিরীগঞ্জ-প্রতিশ্রুতি নয় পরিবর্তন চায় ভূক্তভোগি সাধারণ মানুষ

শিহাব আল মাহমুদ.নিউজ এডিটর
আমাদের আজমিরীগঞ্জ২৪ডটকম
আজমিরীগঞ্জউপজেলাটি.বানিয়াচং.শাল্লা.ইটনা.মিঠামঈন এই চারটি পাশ্ববর্তী উপজেলার মধ্যস্থানে উপস্থিত। এই চারটি  চারটি ইউনিয়নকে ঘীরে ভাটি এলাকার  জন্য আজমিরীগঞ্জ একটি ঐতিহ্যবাহী বানিজ্যক রাজধানী নামে খ্যাত।বিভিন্ন পেশার পাশাপাশি কৃষি খাতে রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। উক্ত উপজেলার অধিকাংশ মানুষ প্রয়োজনের জন্য আজমিরীগঞ্জ আসে। বিশেষ করে আদালত হওয়াতে মানুষের ভীর পূর্বেথেকে  অনেকটাই বেশী। কিন্তু স্বাধীনতার পর অধ্যবতি পর্যন্ত কোন উন্নয়ন হয়নি। এলাকার অভিজ্ঞ মহল বলেন,আজমিরীগঞ্জে উন্নয়ন না হয় ৪০ বছর পিছিয়ে রয়েছ। তাদের ধারনা আজমিরীগঞ্জের বহুল আলোচিত শরীফ উদ্দিন রাস্তাটিসহ উপজেলার সড়ক উন্নয়ন হলে বানিয়াচং.শাল্লা,মিঠামঈন,বানিয়াচং একাংশের মানুষের সুবিদা হতো এবং এর পাশাপাশি উক্ত উপজেলার মানুষের বানিজ্যক কেন্ত্র হিসাবে গড়ে উঠতো। আজমিরীগঞ্জের সদর বাজার থেকে উপজেলার সাথে কোন গ্রামরই সুষ্ঠ যোগযোগ ব্যবস্থা গড়ে উঠেনি।ভাটি এলাকার সব সর্ববুহত গরুর হাট বসে আজমিরীগঞ্জ বাজারে। সিলটে.দিরাই,বানিয়াচং.মিঠামইন,কিশোরগঞ্জ, অষ্টগ্রাম,সহ দূর দূরাস্তা থেকে এসে থাকে ক্রেতা বিক্রেতারা।উপজলার  রয়েছে কালনী,ভেড়ামেহানামত বড় নদী। যে নদী প্রতিদিন হাজার হাজার নৌকার পাশাপাশি,বালুর ষ্টিমান,লঞ্ছে যাতাযাত হয়ে থাকে।  এদিকে বছীরা নদীতে ব্রীজ নির্মান না হওয়া দূর্ভোক রযেছে সীমাহীন। এখন উপজেলাবাসীর একটাই দাবী আজমিরীগঞ্জের সড়ক উন্নয়ন।

বাংলাদেশ সময়: 1:23PM ঘণ্টা, অক্টোবর  25, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

Wednesday, October 24, 2012

আজমিরীগঞ্জ অবহেলিত। যোগাযোগ, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা সর্ব ক্ষেত্রে নানা সমস্যায় জর্জরিত গ্রাম গুলো।

এএএন ২৪ ডট কম রিপোর্ট

আমাদের আজমিরীগঞ্জ২৪ ডট কম


আজমিরীগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিমে একেবারে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার সীমান্তবর্তী গ্রাম গুলো চির অবহেলিত। যোগাযোগ, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা সর্ব ক্ষেত্রে নানা সমস্যায় জর্জরিত গ্রাম গুলো। প্রায় ১০ হাজার লোক অধ্যুষিত গ্রাম গুলো হল আলীপুর,মাহতাবপুর,রসুলপুর, কামালপুর, রাহেলা, নিশ্চিন্তপুর ও গাজীপুর। যোগাযাগ: সরেজমিনের গ্রাম গুলো ঘুরে দেখা গেছে, ক্ষেতের আইল বাদে কোন রাস্তা নেই চলা চলের জন্য। কোমলমতি ছাত্রছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ে যায় ক্ষেত কিংবা আইলের উপর দিয়ে। এই গ্রাম গুলোতে কোথাও এক কিলোমিটার পাকা রাস্তা নেই। মাহতাবপুর গ্রামের চর্তুদিকে ফসলের ক্ষেত। কামালপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার কামালপুর গ্রামে যাওয়ার সুষ্ট একটি রাস্তা নেই। উপজেলা সদর থেকে কামালপুর কিংবা আলী মাহতাবপুর আসা যাওয়া করতে প্রায় অর্তেক দিন চলে যায়। ডাইরিয়া কিংবা ডেলিভারী রোগিদের হাসপাতালে যেতে যেতেই প্রাণ উষ্ঠাগত হয়ে পরে। পলো কিংবা দরজার কাট দিয়ে রোগিদের নিতে হয় স্থানীয় হাসপাতালে। স্যানিটেশন: উল্লেখিত গ্রাম গুলোতে স্যানিটারী ল্যাট্রিন নেই বললেই চলে। খোলা কিংবা জুলন্ত পায়খানা ব্যবহার করা হয়। মাহতাবপুর গ্রামে খোলা পায়খানা সারা গ্রামেই চরিয়ে পরতে দেখা যায়। আবার পাশের পুকুর গুলোতে আসে নর্দমা। সেই পানিকেই ব্যবহার করতে দেখা যায়।  ফসলহানী: প্রতি বছর উল্লেখিত গ্রাম গুলোর বোরো ফসল আগাম বন্যায় তলিয়ে যায়। বিশেষ করে মাহতাবপুর, আলীপুর, কামালপুর, নিশ্চিন্তপুর অবস্থা খুবই খারাপ। গত বছর মাহতাবপুর, আলীপুর, কামালপুর, নিশ্চিন্তপুর গ্রাম গুলোর অধিকাংশ ফসল আগাম বন্যার পানিতে তলিয়ে যায়। চিকিৎসা: গ্রাম গুলোতে কোন হাসপাতাল কিংবা ক্লিনিক নেই। ৪/৫ কিলোমিটার দূরে কাকাইলছেওয়ে রয়েছে হাসপাতাল। ৮/১০ কিলোমিটার দূরে রয়েছে আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ কমপ্লেক্স। অনুন্নত যোগাযোগের কারনে কোন মূমর্ষ রোগিদের পৌছানো যায় না ।শিক্ষা: আলীপুর, গাজীপুর, নিশ্চিন্তপুর গ্রামে কোন সরকারি কিংবা বেসরকারি রেজি: প্রাথমিক বিদ্যালয় নেই। এজন্য অনেক শিশু পড়াশুনা করেন না বলে জানান,গাজীপুর গ্রামের হারুন মিয়া (২৫)। আশেপাশে নেই কোথাও কোন উচ্চ বিদ্যালয়।  এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাহতাবপুরের রাস্তা নির্মানের জন্য জনগণের সহযোগীতা পাওয়া যায়না। পাওয়া যায় না মাটি এবং জায়গা। স্যানিটারী ল্যাট্রিন বরাদ্দ দিলেও গ্রামবাসি ব্যবহার করেনা। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিতোষ হাজরার সাথে এব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এলাকাবাসীর দূর্ভোগের কথা স্বীকার করে বলেন,নিশ্চিন্তপুর গ্রামে প্রাইমারি স্কুল হবে। এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেও সফল হতে পারছিনা। তিনি এও বলেছেন,সরকারিভাবে এলাকার জন্য যে বরাদ্দ আসে তার বাইরে কিছু করা সম্ভব হয়না।  তবে এলাকাবাসীর বড় সমস্যা হাওরের আগাম বন্যা থেকে ফসল রক্ষা করা। আমি এব্যাপারে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আর্থিকভাবে এই গ্রাম গুলোর মানুষ সচ্ছল হলে জীবন যাত্রারমান অনেকটাই পরির্বতন হবে বলে মনে করি। এলাকার সংসদ সদস্য এড.আব্দুল মজিদ খানের সাথে মোবাইল ফোনে  যোগাযোগ করা হলে তিনি  জানান,কামালপুর বাজার থেকে এক কিলোমিটার দূর কামালপুর গ্রামে যাওয়ার জন্য তিন লাখ টাকা চলতি বছর বরাদ্দ দিয়েছি রাস্তা নির্মানের জন্য। কামালপুর ও মাহতাবপুর বাধ নির্মানের জন্য ১১টন গম দিয়েছি। তিনি আরও জানান, কামালপুরে আরও একটি প্রাইমারি স্কুল হবে। মাহতাবপুর ও রসুলপুর উন্নয়নের জন্য কাজ করা হবে। তবে বিচ্ছিন্ন এলাকা বলে কাংখিত উন্নয়ন হয়তো হবে না।

বাংলাদেশ সময়: 3:০০pm ঘণ্টা, অক্টোবর  29, 2012

সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

আল্লাহর সন্তুষ্টিই একমাত্র কাম্য :আজ বৃহস্পতিবার পবিত্র হজ--‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দানের আকাশ বাতাস।

এএএন নিউজ রিপোর্ট:-

madina
আজ বৃহস্পতিবার পবিত্র হজ। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম হলো হজ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ অর্থাত্ ‘হে আল্লাহ, আমি হাজির তোমার দরবারে’ ধ্বনিতে মুখরিত এখন সমগ্র আরাফাত ময়দান। পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে এসে জড়ো হয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা ৩৫ লাখেরও বেশি হাজী। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য সব ধরনের সাজসজ্জামুক্ত হয়ে কেবলমাত্র দু’প্রস্ত সেলাইবিহীন সাদা কাপড়ে আচ্ছাদিত হয়ে ‘ইহরাম’ বেঁধেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলমানরা। বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে মদিনায় ৮ দিন অবস্থান করে মসজিদে নববীতে সমবেত হাজীরা ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এরপর সবাই মক্কার পথে মদিনা ত্যাগ করেছেন। আজ ভোরে মিনা থেকে ১০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে পৌঁছেছেন হাজীরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দানের আকাশ বাতাস। হজ পালনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জাতি ও ভাষাভাষি লাখ লাখ মুসলমান আল্লাহর দরবারে হাজির হয়ে শুধু ইবাদতই করেন না,অনুভব করতে পারেন কীভাবে মন থেকে হিংসা-বিদ্বেষ মুছে ফেলে, পারস্পরিক শত্রুতা-দুশমনি ভুলে গিয়ে একে অন্যের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন।আজকের বাংলাদেশে হজের শিক্ষা অনুধাবন করা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা খুবই জরুরি। ব্যক্তি ও সমাজ জীবনে যেভাবে দ্বন্দ্ব-বিরোধের বিস্তার ঘটেছে, বিশৃঙ্খলা ও সাংঘর্ষিক অবস্থা জাতীয় জীবনকে অনিশ্চিত করে তুলেছে, সেখানে হজের শিক্ষা উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাতে পারে। আজ পারিবারিক জীবন থেকে সর্বত্র বৈষম্য ও স্বার্থপরতা যেভাবে উত্কট হয়ে উঠেছে তা থেকে মুক্তি পেতে হলেও এর বিকল্প নেই। আসুন আমরা সবাই স্মরণ করি সেই মহান ধ্বনি—‘হাজির, হাজির, আল্লাহ হাজির। তোমার দুয়ারে এসেছি, তোমার ডাকে সাড়া দেয়ার জন্য। আমার সবকিছুই তোমার কাছে সমর্পণ করতে এসেছি।’ এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, নেই কোনো লক্ষ্য। পৃথিবীর ক্ষুদ্র স্বার্থে নয়, কেবল মহান আল্লাহর সন্তুষ্টিই সবার কাম্য। এমন বিশ্বাস নিয়েই আমরা প্রত্যেকে প্রকৃত মুসলমানে পরিণত হতে পারি। এটাই হজের শিক্ষা।
 
বাংলাদেশ সময়: 3:15AM ঘণ্টা, অক্টোবর  24, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

আজমিরীগঞ্জে বিয়ে বাড়ির খাবার খেয়ে শতাধিক অসুস্থ

আবুল খায়ের মাহদী.আজমিরীগঞ্জ:-
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামে বুধবার বিকেলে বিয়ে বাড়ির খাবার খেয়ে বরসহ শতাধিক শিশু ও নারী-পরুষ অসুস্থ হয়ে পড়েছেন।অসুস্থদের মধ্যে বর সনজু মিয়া (২৮), বরযাত্রী মুসলেহ উদ্দিন মাস্টার (৬০), ওয়াহিদ মিয়া (৬০), গিয়াস উদ্দিন (৪৫), জিয়া উদ্দিন (৩৫), কুয়েতুজ্জামান (৩৫), আব্দুল আজিজ (৬৫), খোকন মিয়াসহ (৪০) অন্তত ৩০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এছাড়া অসুস্থ অন্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ভাটিপাড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে সনজু মিয়ার (২৮) সঙ্গে বুধবার বিকেল ৩টায় একই উপজেলার যশকেশরী গ্রামের বড়হাটি এলাকার জসীম উদ্দিনের মেয়ে সীমা আক্তারের বিয়ে হয়।এ বিয়ের খাবার খেয়ে বাড়িতে আসার পথে বরসহ যাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের সবাই মাথা ব্যথায় আক্রাস্ত হন ও ঘন ঘন বমি করেন।

বাংলাদেশ সময়: 3:15AM ঘণ্টা, অক্টোবর  24, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর