Sunday, October 28, 2012

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

এএএন নিউজ রিপোর্ট:-
হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে প্রতিপক্ষের ফিকলের আঘাতে শফিক মিয়া (৩৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ তিনি মারা যান। শফিক মিয়া আউশপাড়া গ্রামের আকল মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আউশপাড়া গ্রামের ছমেদ মিয়ার ছেলে জিতু মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল।এরই জের ধরে রোববার সকালে জিতু মিয়া ও তার লোকজন শফিক মিয়ার ওপর হামলা চালায়। এক পর্যায়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে শফিক মিয়া আহত হন। এ সময় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক  জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

No comments:

Post a Comment