আজমিরীগহ্জের শরীফপুর আনন্দপুর ঈদগাহ মাঠে নামাজ পূর্বে বয়ান করছেন মাওলানা আব্দুল কাইয়ূম |
এএএন ২৪ ডট কম রিপোর্ট আজমিরীগঞ্জ-----
আজ ২৭ অক্টোবর শনিবার উদযাপন হয়েছে পবি্ত্র ঈদুল ইযহা। বিপুল উৎসাহে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালিত ঈদুল আযহা। আজমিরীগঞ্জের ৪টি ইউনিয়নে প্রায় ৫০টারও বেশী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজনৈতিক নেতাগন্ আনন্দপুর আজমিরীগঞ্জ ঈদগা ময়দানে নামাজ আদায় করেন। অন্যন্যা চেয়ে এবারের ঈদে ছিল আনন্দ ভর পুর। নামাজ আদায়ের পর ব্যস্ত পরে নিজ নিজ পশুকে আল্লাহর রাস্তায় কোরবানী করতে। এদিকে উপজেলার আনন্দপুর.শরীফপুর মাঠে মাওলানা আব্দুল কাইয়ূম।তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন। দোয়া শেষে সব বয়সের মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
আজ ২৭ অক্টোবর শনিবার উদযাপন হয়েছে পবি্ত্র ঈদুল ইযহা। বিপুল উৎসাহে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালিত ঈদুল আযহা। আজমিরীগঞ্জের ৪টি ইউনিয়নে প্রায় ৫০টারও বেশী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজনৈতিক নেতাগন্ আনন্দপুর আজমিরীগঞ্জ ঈদগা ময়দানে নামাজ আদায় করেন। অন্যন্যা চেয়ে এবারের ঈদে ছিল আনন্দ ভর পুর। নামাজ আদায়ের পর ব্যস্ত পরে নিজ নিজ পশুকে আল্লাহর রাস্তায় কোরবানী করতে। এদিকে উপজেলার আনন্দপুর.শরীফপুর মাঠে মাওলানা আব্দুল কাইয়ূম।তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন। দোয়া শেষে সব বয়সের মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
ঢাকা---
সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ-উল আজহার প্রথম জামাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।ঈদ-উল আজহার এ প্রথম জামাতে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে ২ রাকাত ওয়াজিব নামাজ আদায করেন।দোয়া শুরু আগে জামাতের ইমাম মাওলানা মিজানুর রহমান মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র ত্যাগের উদেদেশ্যে যেন কুরবানি করা হয়। এই কুরবানি মাধ্যমে প্রতিটি মানুষ যেন তার পশুবৃত্তিকে কুরবানি করে দেয়।তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সব ধর্মের অধিকার সংরক্ষণ করে। এ ধর্ম অন্য ধর্মের ওপর আঘাত কিংবা যেকোনা ধরনের অশান্তি ও বিশৃঙ্খলাকে সমর্থন করেনা। এসময় তিনি মুসলিম উম্মাহ ও জাতিকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করার আহ্বান জানান।পরে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন। দোয়া শেষে সব বয়সের মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।অপরদিকে, প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হওয়ার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি সকাল আটটায়, তৃতীয়টি সকাল নয়টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চমটি অনুষ্ঠিত হবে বেলা ১১টায়।
No comments:
Post a Comment