আমাদের আজমিরীগঞ্জ২৪.কম
প্রয়োজনীয় বিদ্যালয় এবং শিক্ষকের অভাব, অসচেতনতা,যোগাযোগ ব্যবস্থায় অবনতিসহ নানা কারনে আজমিরিগঞ্জ শিক্ষা ক্ষেত্রে মারাত্বক ভাবে পিছিয়ে পড়েছে।২শ ২৩ দশমিক ৯৮ বর্কিলোমিটার আয়তনের ৯৯হাজার ২শ ৪০ জন জনগনের মধ্যে শিক্ষার হার মাত্র ৩৬ দশমিক ৩০%। কলেজ মাত্র দুটি। উচ্চ বিদ্যালয় ৫টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৫টি। বেসরকারি রেজি: প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬ টি। দাখিল মাদ্রাসা ২টি। এবতেদায়ী ১০টি। কিন্ডারগার্ডেন ৩টি। ক্বওমী মাদ্রাসা ৫টি। এ সমস্ত অধিকাংশ বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নেই। হাজী আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ে শরিরচর্চার শিক্ষকের পদ দীর্ঘ দিন ধরে রয়েছে শূন্য। রসুলপৃর দক্ষিণ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছে মাত্র দু’জন। কাকাইলছেও মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩শ ছাত্র-ছাত্রীর বিপরীতে শিক্ষক মাত্র ৩জন। । এলাকায় অনেক বিত্ত শালী আছেন, তারা এখনও মনে করেন পড়ালেখা করে আর কি হবে? কেউ কেউ আছেন এসএসসি কিংবা এইচএসসি পর্যন্ত পড়িয়ে ‘ক্ষেমা’ দেন। এলাকাবাসী অনেকেই পড়াশুনায় ছাত্রছাত্রীদের তদারকি নেন না। বৈশাখ জৈষ্ঠ এবং কার্তিক মাসে আজমিরিগঞ্জের গ্রামাঞ্চলের ছাত্র-ছ্ত্রাীরা হাওরের কাজে ব্যস্ত থাকে। এ সময় তাদের পড়া শোনায় তাদের বিরাট ব্যাঘাত সৃষ্টি হয়।আজমিরিগঞ্জের যোগযোগ ব্যবস্থা খারাপ বলে অনেক ছাত্র শিক্ষক ঠিকমতে স্কুলে উপস্থিত হতে পারেন না। বর্ষা কালে ঢেউয়ের কারনে ছোট ছোট ছাত্রদের জন্য ভয়ের কারন হয়ে দাড়ায়। আর হেমন্ত কালে অনেক স্কুলে হাটা ছাড়া যাওয়া যায় না। অন্য দিকে, অনেক স্কুলে শিক্ষকগণ পাঠদানের বদলে স্কুলেই প্রাইভেট পড়ানোর কাজে ব্যস্ত থাকেন বলে অভিভাবক গণ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: 4:00PM ঘণ্টা, অক্টোবর 29, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
No comments:
Post a Comment