Thursday, October 25, 2012

চল্লিম বছর পিছিয়ে পড়েছে ভাটি বাংলার রাজধানী আজমিরীগঞ্জ-প্রতিশ্রুতি নয় পরিবর্তন চায় ভূক্তভোগি সাধারণ মানুষ

শিহাব আল মাহমুদ.নিউজ এডিটর
আমাদের আজমিরীগঞ্জ২৪ডটকম
আজমিরীগঞ্জউপজেলাটি.বানিয়াচং.শাল্লা.ইটনা.মিঠামঈন এই চারটি পাশ্ববর্তী উপজেলার মধ্যস্থানে উপস্থিত। এই চারটি  চারটি ইউনিয়নকে ঘীরে ভাটি এলাকার  জন্য আজমিরীগঞ্জ একটি ঐতিহ্যবাহী বানিজ্যক রাজধানী নামে খ্যাত।বিভিন্ন পেশার পাশাপাশি কৃষি খাতে রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। উক্ত উপজেলার অধিকাংশ মানুষ প্রয়োজনের জন্য আজমিরীগঞ্জ আসে। বিশেষ করে আদালত হওয়াতে মানুষের ভীর পূর্বেথেকে  অনেকটাই বেশী। কিন্তু স্বাধীনতার পর অধ্যবতি পর্যন্ত কোন উন্নয়ন হয়নি। এলাকার অভিজ্ঞ মহল বলেন,আজমিরীগঞ্জে উন্নয়ন না হয় ৪০ বছর পিছিয়ে রয়েছ। তাদের ধারনা আজমিরীগঞ্জের বহুল আলোচিত শরীফ উদ্দিন রাস্তাটিসহ উপজেলার সড়ক উন্নয়ন হলে বানিয়াচং.শাল্লা,মিঠামঈন,বানিয়াচং একাংশের মানুষের সুবিদা হতো এবং এর পাশাপাশি উক্ত উপজেলার মানুষের বানিজ্যক কেন্ত্র হিসাবে গড়ে উঠতো। আজমিরীগঞ্জের সদর বাজার থেকে উপজেলার সাথে কোন গ্রামরই সুষ্ঠ যোগযোগ ব্যবস্থা গড়ে উঠেনি।ভাটি এলাকার সব সর্ববুহত গরুর হাট বসে আজমিরীগঞ্জ বাজারে। সিলটে.দিরাই,বানিয়াচং.মিঠামইন,কিশোরগঞ্জ, অষ্টগ্রাম,সহ দূর দূরাস্তা থেকে এসে থাকে ক্রেতা বিক্রেতারা।উপজলার  রয়েছে কালনী,ভেড়ামেহানামত বড় নদী। যে নদী প্রতিদিন হাজার হাজার নৌকার পাশাপাশি,বালুর ষ্টিমান,লঞ্ছে যাতাযাত হয়ে থাকে।  এদিকে বছীরা নদীতে ব্রীজ নির্মান না হওয়া দূর্ভোক রযেছে সীমাহীন। এখন উপজেলাবাসীর একটাই দাবী আজমিরীগঞ্জের সড়ক উন্নয়ন।

বাংলাদেশ সময়: 1:23PM ঘণ্টা, অক্টোবর  25, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

1 comment:

  1. বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৩ তারিখে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আগামী ১০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ওয়েবসাইট (http://ntrca.teletalk.com.bd) -এ অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে। .

    bangle blog
    How to get google adsense approval easily?,
    google adsense help
    top ptc site

    ReplyDelete