স্টাফ রিপোর্ট:
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট:
উপজেলার কাকাইলছেও আনন্দপুর এলাকার বছিরা নদী |
বর্তমান আ:লীগের সভাপতি মিছবাহ উদ্দীন ভুইয়া.বিএনপির সভাপিত মহিবুর রহমান সওদাগর. জাতীয় পার্টী সাধারণ সম্পাদক কাপ্তান সারোয়া। এদের সবার বাড়ী আনন্দপুর। এতো বড় বড় রাঘব বয়াল থাকা সত্বেও উন্নয়নের লেশ মাত্র নেই। আনন্দপুর মানুষের প্রানের দাবী বছীরা নদীতে ব্রীজ। নেতার অভাব নেই উন্নয়নের অভাব রয়েছে নেতাদের এলাকায়। স্বাধীনতার পর একের এক সরকার বদলি হলেও হবিগঞ্জের ভাটি অঞ্জল আজমিরীগঞ্জ উপজেলা বদলিনি উন্নয়নের চেহারা। উপজেলার কাকাইলছেও আনন্দপুর এলাকার বছিরা নদীতে দীর্ঘ ৪০বছরেও ব্রীজ নির্মান হয়নি। ফলে আজমিরীগঞ্জসহ ভাটি এলাকার আশপাশের উপজেলার হাজার হাজার মানুষের দূর্ভোগ ছায়ার মত লেগেই আছে। এ নদী দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারবার হচ্ছ। বিশেষ স্কুল-মাদ্রাসা-কলেজগামী ছাত্রছত্রী ও শিক্ষকদের সীমাহিন দূর্ভোগ পোহাচ্ছে।বর্ষা মৌসুমে কোমলমুতি শিশূদের নদী পারাপারের ভয়ে পড়ালেখা বন্ধ হয়ে যায়। মাঝে মধ্যে ঘটছে হতাহতের ঘটনা। এছাড়াও কৃষকদের হচ্ছে আর্থিক ক্ষতি। এই দূর্ভোগ লাঘবের জন্য আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের মাননীয় সাংসদ বলেছিলেন অচীরেই আজমিরীগঞ্জের বছীরা নদী ব্রীজ নির্মান হবে।প্রতিশ্রুতির ফুলঝুড়ি ফূল ঝুড়িতেই রয়ে গেল। কাজের কাজ কিছুই হয়নি। সূত্র জানায়,বছীরা নদীতে ব্রীজ নির্মানের জন্য ৪বার দরপত্রের আহ্বান করা হয়েছিল। কিন্ত রহস্য জনক কারনে দরপত্র হয়ে বাতিল হয়ে যায়। এলাকার অভিঞ্জ মহল বছীরা নদী ব্রীজ নির্মান না হওয়াকে গ্রাম্য রাজনিধিকে দায়ী করছেন। ব্রজীটি তৈরী হলে উপজেলার কাকাইলেছও ঐতিহ্যবাহী বাজারটি আরো জমজমাট হতো। এখন ভুক্তভোগীদের দাবী বছীরা নদীতে ব্রীজ নির্মান।
বাংলাদেশ সময়: 4:00AM ঘণ্টা, অক্টোবর 31, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
No comments:
Post a Comment