হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামে বুধবার বিকেলে বিয়ে বাড়ির খাবার খেয়ে বরসহ শতাধিক শিশু ও নারী-পরুষ অসুস্থ হয়ে পড়েছেন।অসুস্থদের মধ্যে বর সনজু মিয়া (২৮), বরযাত্রী মুসলেহ উদ্দিন মাস্টার (৬০), ওয়াহিদ মিয়া (৬০), গিয়াস উদ্দিন (৪৫), জিয়া উদ্দিন (৩৫), কুয়েতুজ্জামান (৩৫), আব্দুল আজিজ (৬৫), খোকন মিয়াসহ (৪০) অন্তত ৩০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এছাড়া অসুস্থ অন্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ভাটিপাড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে সনজু মিয়ার (২৮) সঙ্গে বুধবার বিকেল ৩টায় একই উপজেলার যশকেশরী গ্রামের বড়হাটি এলাকার জসীম উদ্দিনের মেয়ে সীমা আক্তারের বিয়ে হয়।এ বিয়ের খাবার খেয়ে বাড়িতে আসার পথে বরসহ যাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের সবাই মাথা ব্যথায় আক্রাস্ত হন ও ঘন ঘন বমি করেন।
বাংলাদেশ সময়: 3:15AM ঘণ্টা, অক্টোবর 24, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
No comments:
Post a Comment