Wednesday, October 24, 2012

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

এএএন নিউজ রিপোর্ট:-
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট উজানপাড়া গ্রামে সোমবার সকালে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আজমিরীগঞ্জ থানা পুলিশ ৫ রাউন্ড টিয়ার শেল ও ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ৫ জনের অতিরিক্ত জনসমাগম বন্ধে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন ওই এলাকায় ১২৭ ধারা জারি করেছে।আহতদের মধ্যে গুরুতর সুরত আলী (৫০), শাবান মিয়া (৪৫), খেলনা বেগম (৩০) ও নজরুল ইসলামকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরাট উজানপাড়া গ্রামের সাবেক মেম্বর নুরুল ইসলাম (৪৫) গংদের সঙ্গে একই এলাকার ইসমাইল হোসেন (৪০) গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এরই জের ধরে সোমবার সকাল ১১টায় দু’পক্ষের লোকজন টেঁটা, বল্লম ও লাটিসোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের লোকজন একে অপরের অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়মুর বখত চৌধুরী  জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

No comments:

Post a Comment