Thursday, October 25, 2012

মধ্যমাচ্য আজ.কাল শনিবার বাংলাদেশে পালিত হবে ঈদুল ইযহা। সারা দেশের মত ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত আজমিরীগঞ্জের মানুষ

ষ্টাফ করেসপন্ডেন্ট
আমাদের আজমিরীগঞ্জ২৪ডটকম
আজ শুত্রুবার মধ্যপাচ্যে পালিত হবে পবিত্র ঈদুল আযহাকাল শনিবার পালিত হবে বাংলাদেশসহ বিম্বের বিভিন্ন দেশে প্রস্তুতিপর্ব প্রায় শেষ সম্পন্ন হয়েছে পশু ক্রয় পবিত্র হজও পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার এখন অপেক্ষা কেবল রাতটুকু পোহানোর ভোর হলেই ১০ জিলহজ, পবিত্র ঈদুল আজহামহান আল্লাহ তাআলার উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় সব ঈদুল আজহা উদ্যাপন করবে ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন প্রায় চার হাজার বছর আগে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (.) তাঁর ছেলে হজরত ইসমাইল (.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায় হজরত ইব্রাহিম (.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেশাওয়াল মাসের চাঁদ ওঠা নিয়ে ঈদুল ফিতরের দিন নির্ধারিত হয় কারণে একেবারে রোজার শেষাবধি ঈদের দিনটি নিয়ে একরকমের অনিশ্চয়তা থাকে তবে ঈদুল আজহা যেহেতু জিলহজ মাসের ১০ তারিখেই নির্ধারিত, তাই জিলহজের চাঁদ ওঠার পর হাতে বেশ খানিকটা সময় নিয়েই লোকে ঈদের প্রস্তুতি নিতে পারেন
বাংলাদেশ সময়: 3:00AM ঘণ্টা, অক্টোবর  26, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

No comments:

Post a Comment