স্টাফ রিপোর্টার ॥
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট
বানিয়াচঙ্গের বিথঙ্গল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন-ত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস'ায় আব্দুল হেকিম (৭০), ফজল মিয়া (৫০), রেজিয়া খাতুন (৩০), ফারদিননেসা (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের রমজান মিয়া ও আব্দুল আজিজের মাঝে দীর্ঘদিন ধরে বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উল্লেখিতরা আহত হয়।
বাংলাদেশ সময়:11:00AM,01,11.২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
No comments:
Post a Comment