Wednesday, October 31, 2012

বিথঙ্গলে দু’দলের সংঘর্ষে মহিলাসহ আহত ১০ জন

স্টাফ রিপোর্টার ॥
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট
বানিয়াচঙ্গের বিথঙ্গল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুদলের সংঘর্ষে মহিলাসহ অন- ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস'ায় আব্দুল হেকিম (৭০), ফজল মিয়া (৫০), রেজিয়া খাতুন (৩০), ফারদিননেসা (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের রমজান মিয়া আব্দুল আজিজের মাঝে দীর্ঘদিন ধরে বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উল্লেখিতরা আহত হয়।


বাংলাদেশ সময়:11:00AM,01,11.২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর   

No comments:

Post a Comment