এএন নিউজ রিপোর্ট
আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক তৎপরতা ঝিমিয়ে পড়েছে। বর্তমান কমিটির সভাপতি মুহিবুর রহমান সওদাগর আমেরিকায়,সাধারণ গোলাম ফারুখ পৌর সভার চেয়ারম্যান এবং অন্যান্য পদের নেতাগণ বিভিন্ন পেশায় জড়িত হওয়ার কারনে দলের প্রতি তাদের হাতে সময় নেই বলে জানান সাধারণ নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীও সঠিকভাবে পালন হচ্ছেনা। ফলে সাধারণ নেতাকর্মীরা অনেকটা হতাশ। হরতালসহ কেন্দ্রীয় কর্মসূচী পালনে আজমিরীগঞ্জে অনেকটাই ঢিমতালে। অন্যান্য উপজেলা মধ্যে আজমিরীগঞ্জে কোন কর্মসূচীই পালন দেখা যায়নি। এদিকে বিএনপির সহযোগী সংগঠন গুলির মধ্যে চরম চাপা কুন্দল বিরাজ করছে। যুবদল.ছাত্রদলের রয়েছে কুন্দল। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন সভাপতি মহিবুর রহমান সওদাগর আমেরিকায় এবং সাধারণ সম্পাদক গোলামসহ পৌর চেয়ারম্যান হওয়ার কারনে দল নিয়ে তাদের চিন্তা একেবারেই নেই। ফলে সাধারণ নেতাকর্মীমের মধ্যে হতাশা বিরাজ করছে। গত ৩বছরে লক্ষ্য করা গেছে বিএনপির সাংঘঠনিক কার্যক্রম ও তৎপরতা একেবারেই ঘুমিয়ে পড়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক তৎপরতা ঝিমিয়ে পড়েছে। বর্তমান কমিটির সভাপতি মুহিবুর রহমান সওদাগর আমেরিকায়,সাধারণ গোলাম ফারুখ পৌর সভার চেয়ারম্যান এবং অন্যান্য পদের নেতাগণ বিভিন্ন পেশায় জড়িত হওয়ার কারনে দলের প্রতি তাদের হাতে সময় নেই বলে জানান সাধারণ নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীও সঠিকভাবে পালন হচ্ছেনা। ফলে সাধারণ নেতাকর্মীরা অনেকটা হতাশ। হরতালসহ কেন্দ্রীয় কর্মসূচী পালনে আজমিরীগঞ্জে অনেকটাই ঢিমতালে। অন্যান্য উপজেলা মধ্যে আজমিরীগঞ্জে কোন কর্মসূচীই পালন দেখা যায়নি। এদিকে বিএনপির সহযোগী সংগঠন গুলির মধ্যে চরম চাপা কুন্দল বিরাজ করছে। যুবদল.ছাত্রদলের রয়েছে কুন্দল। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন সভাপতি মহিবুর রহমান সওদাগর আমেরিকায় এবং সাধারণ সম্পাদক গোলামসহ পৌর চেয়ারম্যান হওয়ার কারনে দল নিয়ে তাদের চিন্তা একেবারেই নেই। ফলে সাধারণ নেতাকর্মীমের মধ্যে হতাশা বিরাজ করছে। গত ৩বছরে লক্ষ্য করা গেছে বিএনপির সাংঘঠনিক কার্যক্রম ও তৎপরতা একেবারেই ঘুমিয়ে পড়েছে।
বাংলাদেশ সময়:১১:৩০am ২৯ অক্টোবর ২০১২
সম্পাদনা--শিহাব আল মাহমুদ.নিউজ এডিটর
সম্পাদনা--শিহাব আল মাহমুদ.নিউজ এডিটর
No comments:
Post a Comment