মোঃ কুহিন, আজমিরীগঞ্জ ॥
আজমিরীগঞ্জে দিন দুপুরে প্রকাশ্যে মদ পান করে মাতলামী করার সময় ১ লিটার ছোলাই মদসহ জহুর মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টায় আজমিরীগঞ্জ শরীফনগর এলাকার মৃত মহরম আলীর পুত্র মাদক ব্যবসায়ী জহুর মিয়া ঋষিবাড়ির সামনে মদপান করে প্রকাশ্যে মাতলামী করতে থাকে। এ সময় আশপাশের লোকজন ঘটনাটি পুলিশকে অবহিত করলে আজমিরীগঞ্জ থানার এস আই কামাল তাকে উল্লেখিত মদসহ আটক করে থানায় নিয়ে আসেন।
বাংলাদেশ সময়:11:00AM,01,11.২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
No comments:
Post a Comment