আমাদের আজমিরীগঞ্জ২৪.কম
বিপুল উৎসাহে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে মধ্যপাচ্যসহ বিভিন্ন দেশে ২৬ অক্টোবর শুক্রবার পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত হয়েছে । আজ ২৭ অক্টোবর বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। প্রবাসীদের ইদের আনন্দ ভাগ করতে নামাজের পরপরই স্বাজনদের ফোন করে অনেকেই। লক্ষ্য করা গেছে প্রবাসী বাংঙ্গালিরা কয়েকজন মিলে পশু কোরবানী দিয়েছে।এছাড়া প্রবাসীরা ফোনে বাংলাদেশে ফোন করে স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।মহান আল্লাহতায়ালার নির্দেশে হযরত ইব্রাহীম (আ:) এর ত্যাগের মহিমায় চির ভাস্বর পবিত্র ঈদ-উল আযহা। হেমন্তের চমৎকার আবহাওয়ায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকার একাধিক মসজিদ আর কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করা হয়। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউয়র্কের অন্যতম বৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মুনাজাতে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ-জাতির মঙ্গল ও সমৃদ্ধি এবং দেশে-দেশে নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের রক্ষায় মহান আল্লাহতায়ালার রহমত ও বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ সময়: 12:00AM ঘণ্টা, অক্টোবর 27, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর
No comments:
Post a Comment