Saturday, October 27, 2012

আজমিরীগহ্জের শিবপাশায় এক যুবকের লাশ উদ্ধার


সঞ্জীব রায় চক্রবর্তী
ষ্টাফ করেসপন্ডেন্ট
আমাদের আজমিরীগঞ্জ২৪ডটকম
আজ ২৭ অক্টোবর আজমিরীগহ্জের শিবপাশায় ফারুক আহমেদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্দার করেছে শিবপাশা পুলিশ ফাড়ী। সে উপজেলার শিবপাশা ইউনিয়নের অন্তর গ্রামের আনু মিয়ার পুত্র। একটি সূত্র জানায়.এই দিন রাতে কে বা কাহারা ফারুক মিয়াকে মেরে রাসতায় ফেলে রেখে যায়। শিবপাশা পুলিশ খরর পেয়ে ফারুকের লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে বলা হয় নিহত ফারুকের শরিরে বিভিন্ন স্থানে আঘাতের চিহূ পাওয়া গেচে। তবে বিশেষ সূত্র জানা এই খুন হওয়ার মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে।




বাংলাদেশ সময়: 3:০০pm ঘণ্টা, অক্টোবর  27, 2012

সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

No comments:

Post a Comment