Wednesday, October 24, 2012

আজমিরীগঞ্জের যোগযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি
এএএন নিউজ রিপোর্ট:-
আজমিরীগঞ্জ শিবপাশা সড়ক
সংসদ সদস্য এড.আব্দুল মজিদ খান বিগত জাতীয় নিবার্চনী বিভিন্ন জনসভা ও সমাবেশে অনেক প্রতিশ্রুতি দিয়ে  ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ব্রিজ নির্মাণ, নির্বাচনী এলাকার বেকার যুবকদের চাকরি, অবৈধ দখলদারদের কবল থেকে খাল ও সরকারি সম্পত্তি উদ্ধার, এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এমপি নির্বাচিত হওয়ার প্রায় চার বছরেও তাঁর প্রতিশ্রুতির বেশির ভাগই রয়েছে অপূর্ণ।উল্লেখ্য যোগ্য প্রতিশ্রুতি গুলো পূর্ণ না হওয়ায় ছোটখাট উন্নয়ন জনগনের নজরে আসনে না। এদিকে শিবপাশার রাস্তাটি সম্পূর্ণ হলেও শিবপাশা থেকে আজমিরীগঞ্জের সাথে সুস্ট যোগাযোগ গড়ে না উঠায় আজমিরীগঞ্জবাসীর দূর্ভোগ একটুও লাগব হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী আজিমরীগঞ্জ থেকে কাকাইলছেও ভায়া বছিরা নদীতে ব্রীজ নির্মান হওয়ার কথা ছিল। কিন্ত আজমিরীগঞ্জ থেকে কাকাইলছেও পর্যন্ত সড়কটি সমাপ্ত হয়নি। ফলে ভাটি এলাকার সাধারণ মানুষের পিছনে দূর্ভোগটা লেগেই আছে। এদিকে বছীরা নদীতে ব্রীজ নির্মান না হওয়ায় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে বর্ষা ও হেমন্ত কালে জীবনের ঝূকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে। বর্ষাকালে অনেক কোমল শিশূদের স্কুল যাওয়া বন্ধ করে দেয়। এবং সর্বস্তরের মানুষের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন সময় ঘটছে দূর্ঘটনা। এছাড়া ভাটি এলাকার হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করায় বেকার সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। বেকার যুবকরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়াসহ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।এদিকে জলসূখা গ্রামে এড.আব্দুল মজিদ খান একটি সংবর্ধনা অনুষ্টানে বলেছিলেন শরিফ উদ্দিন রাস্তটি আমার আত্মা সাথে মিশে গেছে.তাই যে করেই হোক রাস্তা নির্মান করবোই। প্রতিশ্রুতির ফুলঝুড়িতে মানুষের দূর্ভোগটা কিছুটা হলেও কমে ছিল। এদিকে উপজেলার ঐতিহ্যবাহী কাকাইলছেও বাজারটি বর্ষা এলেই ভাঙ্গন শুরু হয়। এনিয়ে স্থানীয় পত্রপত্রিকায় নিউজ হলে তিনি সংক্ষিপ্ত সফরে এলে বাজার পরিদর্শ করে উপস্থিত বাজার কমিটির লোক আ:লীগের নেতাকর্মীদের বাজারের গাইড ওয়াল নির্মানের জন্য বলেন। এবং বাজারে গাইড ওয়াল নির্মানের ম্যাপ করে মজিদ খানকে দেয়ার জন্য নির্দেশ দেন। বাজারে গাইড ওয়াল নির্মানতো দূরের কথা বাজারটির ম্যাপ সংসদ সদস্যের  কাছে এখনো পৌছেনি।উপজেলাটি ৪০টি বছর পিছিয়ে রয়েছ। এখন সময়ে দাবি উন্নয়ন। এবং আজমিরীগঞ্জে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

No comments:

Post a Comment