Wednesday, October 24, 2012

আল্লাহর সন্তুষ্টিই একমাত্র কাম্য :আজ বৃহস্পতিবার পবিত্র হজ--‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দানের আকাশ বাতাস।

এএএন নিউজ রিপোর্ট:-

madina
আজ বৃহস্পতিবার পবিত্র হজ। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম হলো হজ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ অর্থাত্ ‘হে আল্লাহ, আমি হাজির তোমার দরবারে’ ধ্বনিতে মুখরিত এখন সমগ্র আরাফাত ময়দান। পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে এসে জড়ো হয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা ৩৫ লাখেরও বেশি হাজী। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য সব ধরনের সাজসজ্জামুক্ত হয়ে কেবলমাত্র দু’প্রস্ত সেলাইবিহীন সাদা কাপড়ে আচ্ছাদিত হয়ে ‘ইহরাম’ বেঁধেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলমানরা। বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে মদিনায় ৮ দিন অবস্থান করে মসজিদে নববীতে সমবেত হাজীরা ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এরপর সবাই মক্কার পথে মদিনা ত্যাগ করেছেন। আজ ভোরে মিনা থেকে ১০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে পৌঁছেছেন হাজীরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দানের আকাশ বাতাস। হজ পালনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জাতি ও ভাষাভাষি লাখ লাখ মুসলমান আল্লাহর দরবারে হাজির হয়ে শুধু ইবাদতই করেন না,অনুভব করতে পারেন কীভাবে মন থেকে হিংসা-বিদ্বেষ মুছে ফেলে, পারস্পরিক শত্রুতা-দুশমনি ভুলে গিয়ে একে অন্যের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন।আজকের বাংলাদেশে হজের শিক্ষা অনুধাবন করা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা খুবই জরুরি। ব্যক্তি ও সমাজ জীবনে যেভাবে দ্বন্দ্ব-বিরোধের বিস্তার ঘটেছে, বিশৃঙ্খলা ও সাংঘর্ষিক অবস্থা জাতীয় জীবনকে অনিশ্চিত করে তুলেছে, সেখানে হজের শিক্ষা উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাতে পারে। আজ পারিবারিক জীবন থেকে সর্বত্র বৈষম্য ও স্বার্থপরতা যেভাবে উত্কট হয়ে উঠেছে তা থেকে মুক্তি পেতে হলেও এর বিকল্প নেই। আসুন আমরা সবাই স্মরণ করি সেই মহান ধ্বনি—‘হাজির, হাজির, আল্লাহ হাজির। তোমার দুয়ারে এসেছি, তোমার ডাকে সাড়া দেয়ার জন্য। আমার সবকিছুই তোমার কাছে সমর্পণ করতে এসেছি।’ এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, নেই কোনো লক্ষ্য। পৃথিবীর ক্ষুদ্র স্বার্থে নয়, কেবল মহান আল্লাহর সন্তুষ্টিই সবার কাম্য। এমন বিশ্বাস নিয়েই আমরা প্রত্যেকে প্রকৃত মুসলমানে পরিণত হতে পারি। এটাই হজের শিক্ষা।
 
বাংলাদেশ সময়: 3:15AM ঘণ্টা, অক্টোবর  24, ২০১২
সম্পাদনা: শিহাব আল মাহমুদ , নিউজ এডিটর

No comments:

Post a Comment