আনন্দপুর এতিমখানা ও মাদ্রাসায় এতিম ছাত্রদের পোষাক বিতরণ
এএএন নিউজ রিপোর্ট:-
আজমিরীগঞ্জ উপজেলাধীন কাকাইলছেও ইউনিয়নের শরীফপুর আনন্দপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হযরত শাহজালাল রহ. এতিমখানার পক্ষ থেকে গরীব-দুঃস' ও এতিমদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান। তিনি বলেন, সকল ছাত্রছাত্রীদেরকে নিজের সন-ানের মত দেখতে হবে। তিনি পরিস্কার-পরিচ্ছনতার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক আলোচনা রাখেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অত্র মাদ্রাসার পরিচালক ছাদিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান, অত্র এতিমখানার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ, অলিউর রহমান ও মাকসুদুর রহমান। অনুষ্ঠান শেষে ৩০ জন ছাত্রের মাঝে পোষাক বিতরণ করা হয়। এ সময় উপসি'ত ছিলেন- মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ আশরাফ আলী, মাওঃ জুনাইদ আলহাবিব, মাওঃ আবুল খায়ের, মাওঃ আবু সাইদ, মাস্টার মোঃ সুলতান, মৌলভী শফিকুর রহমান ও এতিমখানার সদস্যবৃন্দ এবং সাংবাদিকগণ।
No comments:
Post a Comment