Wednesday, October 24, 2012

আনন্দপুর এতিমখানা ও মাদ্রাসায় এতিম ছাত্রদের পোষাক বিতরণ
এএএন নিউজ রিপোর্ট:-
আজমিরীগঞ্জ উপজেলাধীন কাকাইলছেও ইউনিয়নের শরীফপুর আনন্দপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হযরত শাহজালাল রহ. এতিমখানার পক্ষ থেকে গরীব-দুঃস' এতিমদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি' ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান। তিনি বলেন, সকল ছাত্রছাত্রীদেরকে নিজের সন-ানের মত দেখতে হবে। তিনি পরিস্কার-পরিচ্ছনতার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক আলোচনা রাখেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অত্র মাদ্রাসার পরিচালক ছাদিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান, অত্র এতিমখানার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ, অলিউর রহমান মাকসুদুর রহমান। অনুষ্ঠান শেষে ৩০ জন ছাত্রের মাঝে পোষাক বিতরণ করা হয়। সময় উপসি' ছিলেন- মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ আশরাফ আলী, মাওঃ জুনাইদ আলহাবিব, মাওঃ আবুল খায়ের, মাওঃ আবু সাইদ, মাস্টার মোঃ সুলতান, মৌলভী শফিকুর রহমান এতিমখানার সদস্যবৃন্দ এবং সাংবাদিকগণ।

No comments:

Post a Comment