শিহাব আল মাহমুদ।
জেলার একেবারে ভাটিতে অবস্থিত উপজেলার নাম আজমিরীগঞ্জ। জেলা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলাটির প্রায় মানুষই কৃষি ও বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত। বিষেশ করে উপজেলাটি কৃষির উপর ভরে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকলেও যোগাযোগ জেলা থেকে যোগাযোগ ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়া সম্ভাবনাটি ভেস্তে যাচ্ছে বছরের পর বছর। আর উপজেরার প্রায় গ্রামে গ্রাম রাজনীতির কারনে বিভিন্ন সংর্ঘষ মামলা,হামলা,খুন বছরে কোননা কোন গ্রামে হচ্ছেই । ফলে এসব সাধারন মানুষ মামলার কারনে কেউ বাড়ী ছাড়া আবার কেউ মামলা চালাতে গিয়ে কৃষি ও ব্যবসার সব অর্জন মামলায় বিসর্জন!দিচ্ছে। আর সংর্ঘষে পিছনে গ্রাম কর্তাদের হাত থাকলেও তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায়।২০১২ সালের উপজেলাটি বিভিন্ন দূর্ঘনায় নিহত সংখ্যা প্রায় ৮জন। এ মধ্যে ৪টিই উপজেলার শিবপাশায় এবং উপজেলার নোয়ানগর গ্রামে। এ দুটি গ্রামই এক ভয়ংকর জনপদ।২০১১ সালকে উপজেলা আ:লীগের অস্ত্রের মহড়ায় বিদায় জানিয়ে ২০১২ সাল শুরু হয় এক আতংকের মধ্য দিয়ে। ১১সালের ২৯ ডিসেম্বর প্রতিপক্ষকে শায়েস্তা করতে বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় বাজারে মহড়া দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতর আলী মিয়া ও তার লোকজন।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তোফায়েল ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ইসলামের সঙ্গে উপজেলা যুবলীগ সভাপতি জামান আলী ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সেনের কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন তখনকার মতো বিষয়টি মীমাংসা করে দেন।বিকেল সোয়া ৪টার দিকে আব্দুল কুদ্দুছ সেনের চাচা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতর আলী মিয়া ও তার লোকজন ৫ থেকে ৭টি মোটরসাইকেলযোগে লাইসেন্স করা শর্টগান ও পাঁচটি দুই নলা বন্দুক নিয়ে বাজারে মহড়া ‘পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। এরপরও অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে’।প্রসঙ্গত, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি জামান আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোয়ার আলীর ভাতিজা আলম মিয়া ড্রেজিং দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়ার ভাতিজা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তোফায়েল ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ইসলাম ওই বালু তোলার কাজের অংশীদার হতে চান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ জের ঘটনাটি ঘটে।৪ জানুয়ারী উপজেলার রসুলপুর সেচ প্রকল্প এলাকায় ১২৭ ধারা জারি করা হয়েছিল। আর এটি ২য় বারের মত এর আগে প্রথম বারের মত ১৪৪ দ্বারা জারি করা হয় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ইচএম আসিফ বিন ইকরাম এ ১২৭ ধারা জারি করেন- উইনিয়ন পরিষদে নির্বাচনের সময় আলহাজ্ব নুরুল হক্ব ভূইয়া ও মুহিবুর রহমান সওদাগরের একই স্থানে সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন এ আদেশ দেন। ১৪ জানুয়ারী আজমিরীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম সারোয়ারকে (৩৫) সরকারি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত গোলাম সারোয়ার আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুকের ছোট গোলাম সারোয়ারের বিরুদ্ধে সরকারি জলমহালের ১৩ লাখ ২১ হাজার ৫২৮ টাকা আত্মসাতের অভিযোগে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল ।২৫ ফেব্ররুয়ারী জলসুখা গ্রামে আগের বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়ে ।পুলিশ ১১৪ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।২৮ ফ্রেব্ররুয়ারী উপজেলা সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ ও ৬ জন আটক হয় ।এলাকায় আধিপত্য বিস্তার, নির্বাচনী বিরোধ ও বংশ পরিচয় নিয়ে বিরাট উজানপাড়া গ্রামের সাবেক মেম্বার নুরুল ইসলামের (৪৫) সঙ্গে একই গ্রামের মফিজ মিয়ার (৪০) আগের বিরোধ ছিল।৭মার্চ পশ্চিমবাগ গ্রামে বুধবার সকালে সেচ প্রকল্প নিয়ে দু’পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পশ্চিমবাগ উত্তর হাওরের একটি সেচ প্রকল্প নিয়ে স্থানীয় শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ ও আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নলিউর রহমানের পূর্ব বিরোধ রয়েছে।এর জের ধরে বুধবার সকাল ১০টার দিকে দু’পক্ষের লোকজন লাঠিসোটা, ফিকল, টেটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। ২৪ মার্চ উপজেলার যশকেশরী গ্রামে বুধবার সকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। এ রাত ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কৃষক আজিজুর রহমান (৩২) যশকেশরী গ্রামের আবু কালামের ছেলে।১০টায় ধানের খড় শুকানো নিয়ে আজিজুর রহমানের সঙ্গে প্রতিবেশী সামছুল হকের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সামছুল হক খড় শুকানোর লাঠি দিয়ে আজিজুরের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ৩০মে উপজেলার নোয়াগড় গ্রামে বুধবার ২ পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয় সূত্রে জানা যায়, স্থানীয় জলসুখা ইউপি সদস্য নোয়াগড় গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে সাবেক সদস্য মোশাহিদ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।এরই জের ধরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২ পক্ষের লোকজন টেঁটা, ফিকল, বল্লম, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে আহতের ঘটনা ঘটে।১৭ জুলাই বানিয়াচং-শিবপাশা সড়কের আজমিরীগঞ্জ উপজেলার আনজইন এলাকায় মঙ্গলবার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিবাস উল্লাহ (৬০) নামে একজন নিহতরহলহ হয়। ২০ আগষ্ট উপজেলার বিরাট উজানপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরাট উজানপাড়া গ্রামের ডা. লোকমান(৪৫)ও শাবান মিয়ার(৪৮) সঙ্গে একই গ্রামের ইসমাইল হোসেন সরসের (৪৫) বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন টেটা, ফিকল, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। ২৭ আগষ্ট আজমিরীগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া ও অনন্তপুর গ্রামে রোববার মাত্র ৫ ঘন্টার ব্যবধানে প্রেমিক আকিক মিয়া (১৮) গলায় ফাঁস লাগিয়ে ও প্রেমিকা রুজিনা বেগম (১৭) বিষপানে আত্মহত্যা করেছেন।নিহত আকিক মিয়া আজমিরীগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের আজিজুর মিয়ার ছেলে। নিহত রুজিনা বেগম একই উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আকিক মিয়ার সঙ্গে একই ইউনিয়নের অনন্তপুর গ্রামের রুজিনা বেগমের প্রেমের সম্পর্ক ছিল।ওই দিন ৯টায় ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা কর। এবছর ২২ সেপ্টেম্বর উপজেলার শিবপাশা গ্রামের বিল্লাল হত্যা মামলার বাদী সেহেনা আক্তার আজমিরীগঞ্জ থানার ওসির অপসারনের জন্য হবিগঞ্জ প্রেসক্লবে সংবাদ সম্মেলন।২৭ অক্টোবর আজমিরীগহ্জের শিবপাশায় ফারুক আহমেদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্দার করেছে শিবপাশা পুলিশ ফাড়ী। সে উপজেলার শিবপাশা ইউনিয়নের অন্তর গ্রামের আনু মিয়ার পুত্র। একটি সূত্র জানায়.এই দিন রাতে কে বা কাহারা ফারুক মিয়াকে মেরে রাসতায় ফেলে রেখে যায়। শিবপাশা পুলিশ খরর পেয়ে ফারুকের লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে বলা হয় নিহত ফারুকের শরিরে বিভিন্ন স্থানে আঘাতের চিহূ পাওয়া গেচে। তবে বিশেষ সূত্র জানা এই খুন হওয়ার মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে।