Friday, December 28, 2012

ভেড়ামোহনা নদীর ভয়াবহ ভাঙ্গন অব্যাহত কাকাইলছেও বাজারটি বিলুপ্তির পথে---সংসদ সদস্য এড. আঃ মজিদ খান-এর নিকট নদী ভাঙ্গনের হাত থেকে কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য আশ্বাস পেলেও অদ্যবধি পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কেউ-ই উদ্যোগের জন্য এগিয়ে আসেননি

জুনাইদ আলহাবিব:

আজমিরীগঞ্জ উপজেলাধীন ভেড়ামোহনা নদীর ভাঙ্গণে ঐতিহ্যবাহী কাকাইলছেও বাজারটি বিলুপ্তির পথে রয়েছে। গত ৩দিন ধরে ভয়াবহ নদী ভাঙ্গণ ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। কাকাইলছেও বাজারটিতে সরকারি দু’টি ব্যাংক আছে এবং বে-সরকারি ব্যাংকসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী নৌকা ও লঞ্চসহ মালবাহী স্টীমারগুলো অত্র বাজারে নোঙ্গর করে। ভাটি এলাকার প্রসিদ্ধ বাজারটি বর্তমানে ভেড়ামোহনা নদী ভাঙ্গনের মুখে হলেও সংশ্লিষ্ট কেউ-ই এব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বাজার ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান,  অতিসত্বর কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ না করলে যে কোনো মুহুর্তে অত্র বাজার নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ ব্যাপারে বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংসদ সদস্য এড. আঃ মজিদ খান-এর নিকট নদী ভাঙ্গনের হাত থেকে কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য আশ্বাস পেলেও অদ্যবধি পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কেউ-ই উদ্যোগের জন্য এগিয়ে আসেননি। ফলে দিনদিন আতংকগ্রস্ত হয়ে পড়ছেন বাজার ব্যবসায়ীগণ। এদিকে, নদীর তীরবর্তী খলিল মিয়ার মুরগের দোকান, মাছের আড়ৎ, সাদেক মিয়ার দোকান, টিটন মিয়ার ফলের দোকান, ক্ষীতিন্দ্র  ঘোষের মুদির দোকান, কাদির মিয়ার রেস্টুরেন্ট দোকান, কাপ্তান মিয়ার কাপড়ের দোকান, রবিন্দ্র রায়ের মুদির দোকান, উত্তম দেবের হার্ডওয়ারের দোকান, হাজি একরাম হোসেনের কাপড়ের দোকান, অহিদ মিয়ার রেস্টুরেন্টসহ আরও অনেক দোকান এখন ঝুকির মুখে রয়েছে। এদিকে, সওদাগর মার্কেটের স্বত্তাধীকারী এড. হাবিবুর রহমান সওদাগর জানান, যে কোনো সময় নদী গর্ভে পুরো বাজারটি বিলীন হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের পক্ষ থেকে এজন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি।
 

No comments:

Post a Comment