আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম
আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ওই সড়কের বড় ভাংগা ব্রীজের নিকট এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, বিরাট মুন্সিহাটি গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী চিকিৎসার জন্য শিবপাশার উদ্দেশ্যে রওয়ানা হন। উল্লেখিত স'ানে পৌছলে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। ডাকাতরা তাকে গুরুতর রক্তাক্ত জখম করে তার কাছ নগদ ১৯ হাজার টাকা নিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস'ায় আজমিরীগঞ্জ উপজেলার স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস'ল পরিদর্শন করে। এদিকে শিবপাশা ফাড়ি পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শিবপাশার ডগ্গা বাড়ির সাহাব উদ্দিন (৫০) ও তার পুত্র আল আমিন (৩০) কে আটক করেছে।
No comments:
Post a Comment