Tuesday, December 25, 2012

আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসন ও পৌসভার যৌথ উদ্যোগে ১শ’ ৩০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

জুনাইদ আলহাবিব

 আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ওই সময় ১শ’ ৩০ জন মুক্তিযোদ্ধাকে জনপ্রতি ৫শ’ করে টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামের সভাপতিত্ব করেন ও মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুখসানা পারভীনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সম্পাদক মণ্ডলীর সদস্য ও সাব সেক্টর কমান্ড ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব কাজী কবির উদ্দিন,
জেলা ইউনিট কমান্ডার মোহাম্মাদ আলী পাঠান, হবিগঞ্জ সদর উপজেলার রবিন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাশিদুল হাসান চৌধুরী কাজল। এছাড়া মুক্তিযোদ্ধা ও বানিয়াচঙ্গ ৪নং ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মাদ আলী মুমিন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস হেনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, জাকারিয়া খান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আতর আলী, সাবেক পৌর প্রশাসক গোলাম ফারুক, থানা অফিসার ইনচার্জ তৈমুর বখত চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১ জন ঋশি পরিবারের মাঝে সমাজ কল্যাণমন্ত্রনালয়ের বিশেষ বরাদ্দ থেকে ১ হাজার টাকা করে নগদ টাকা প্রদান করা হয়।
পরে বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরামের সমাপনি বক্তব্য এবং স্বাধীনতা ভিত্তিক একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তির পর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের অংশগ্রহনে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

No comments:

Post a Comment