Monday, December 31, 2012

আজমিরীগঞ্জে শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস- ॥ পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়

আবু হেনা

আজমিরীগঞ্জে প্রচন্ড শৈত্যপ্রবাহ ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস- হয়ে পড়েছে। এতে শীতের গরম কাপড়ের চাহিদা দিন দিন বাড়ছে। আজমিরীগঞ্জের চর বাজার টান বাজারে শীতের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। গত ২০/২৫ দিন পূর্ব থেকে ঘন কুয়াশা হিমেল হাওয়ার কারণে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। হাড় কাঁপানো শীতে কৃষি জমিতে হালচাষ করতে পারছেনা কৃষক। নদীতে মাছ ধরতে পারছেনা জেলেরা। প্রচন্ড শীতে সাধারণ মানুষগণ কাবু হলেও এখন পর্যন- সরকারী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হয়নি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন- পুরাতন কাপড়ের শীত বস্ত্রের দোকানগুলিতে সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত ক্রেতারাও ভিড় জমাচ্ছেন। এদিকে গত দিন ধরে দুপুরের দিকে রোদ দেখা দিলেও বিকেলের দিকে ঘন কুয়াশা হিমেল হাওয়ার কারণে লোকজন বাড়ি থেকে বের হচ্ছে না। ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী নৌকা লঞ্চ সময়মত গন-ব্যে পৌঁছাতে পারছে না। ফলে যাত্রীদেরকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। একই সাথে সকল বয়সের নারী-পুরুষ শিশুদের সর্দি-কাশি, জ্বর  নিউমোনিয়া লেগেই আছে।

No comments:

Post a Comment