আবুল খায়ের মাহদী
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রাজিয়া সুলতানা ও তার স্বামী আতাউর মিয়ার বিরোদ্ধে ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল কোর্টে মামলা দায়ের করেছেন জলসুখা আটপাড়া গ্রামের আব্দুর নুর মিয়ার স্ত্রী আয়েশা আক্তার। মামলা সূত্রে জানা যায়, ২০১০ ইং সনের মার্চ মাসে মহিলা মেম্বার রাজিয়া সুলতানা ও তার স্বামী আতাউর মিয়া নিজেদেরকে স্বদেশ কর্পোরেশনের মাঠকর্মী পরিচয় দিয়ে গ্রামের সহজ, সরল লোকদের নিকট প্রচার করে ১২ হাজার টাকা করে শেয়ার সঞ্চয়ের টাকা দিলে মাসিক কিসি-তে পরিশোধের শর্তে প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে ঋণ দিবে। এ ছাড়া শেয়ারের ১২ হাজার টাকা দুই বৎসরে দ্বিগুণ ফেরত দিবে। এ আশ্বাসে আটপাড়া গ্রামের তোতাই মিয়া, রেহেনা আক্তার, লাভলী আক্তার, ইছুবপুর গ্রামের সাজেদা বিবি, নাছিমা আক্তার, জাহানার খাতুনসহ আরো অনেকে ২০১০ইং সনের ৩০ মার্চ রেহেনা আক্তারের বাড়ীতে বসে ১২ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকা তাদের হাতে জমা দেন। টাকা জমা দেওয়ার পর রশিদ চাইলে পরে দিবেন বলে জানান। পরবর্তীতে রশিদ চাইলে বিভিন্ন টালবাহানা দেখিয়ে এড়িয়ে যান। পরবর্তীতে তাদের উপর সন্দেহ দেখা দিলে আজমিরীগঞ্জ সদরে স্বদেশ কর্পোরেশন অফিসে যোগাযোগ করে জানতে পারেন, ওই মহিলা মেম্বার ও তার স্বামী ওই অফিসের কেউ নন। তাদের নিকট জমাকৃত ৯৬ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে তারা বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। পরবর্তীতে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নিকট বিচার প্রার্থী হলে চেয়ারম্যান মেম্বারদের ডাকে সাড়া না দিয়ে প্রকাশ্যে বিভিন্ন ধরণের হুমকি দেয়। এই অভিযোগ এনে গত সোমবার আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করে আয়েশা আক্তার।
No comments:
Post a Comment