আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম
আজমিরীগঞ্জ উপজেলার মাতাবপুর গ্রামের নিকট ভেড়ামোহনা নদীতে যাত্রীবাহী ও মালবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় ওই গ্রামের বাকে ঘনকুয়াশার কারণে নৌকা দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী নৌকার ২৭ মাঝি সাতরিয়ে তীরে উঠতে পারলেও তাদের শ্রমে অর্জিত ধান নদীর পানিতে ডুবে গেছে। গতকাল সুনামগঞ্জ জেলার পেচিরবাজার থেকে দিদার-১৯ নামের যাত্রীবাহী একটি নৌকা ধান কাটার ২৭ শ্রমিক ও তাদের মুজুরীর ধান নিয়ে ইটনা উপজেলার ছিলনী গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। অপর দিকে বিপ্লব পরিবহন-১ নামের একটি মালবাহী নৌকা বিপরীত দিক থেকে আসতে থাকে। মালবাহী নৌকার মাঝির অবহেলা ও ঘনকুয়াশার কারণে নৌকা দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে যাত্রীবাহী নৌকাটি নদীর তলদেশে তলিয়ে যায়। আতংকগ্রস- শ্রমিকরা প্রাণপন চেষ্টা চালিয়ে সাতরিয়ে তীরে উঠে জীবন রক্ষা করে। তবে ধান কেটে কৃষকের জমি থেকে তাদের পারিশ্রমিক হিসেবে প্রাপ্ত ধান পানির নীচে তলিয়ে যায়। স'ানীয় লোকজন মালবাহী নৌকাটি আটক করেছে।
No comments:
Post a Comment