জুনাইদ আলহাবিব
আজমিরীগঞ্জ থেকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাজনগর গ্রামের জয়ন্ত দাস (মুসলিম নাম আল আমিন) এর ইসলাম গ্রহণকে নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বাবাসহ তার আত্বীয়-স্বজনদের নানা অপচেষ্টা চলছে তাকে তার ধর্মে ফিরিয়ে নেয়ার জন্য। নওমুসলিম আল আমিনকে ফিরিয়ে নিতে তার বাবা জয়বাশি দাস গতকাল রাত সাড়ে ৭টায় আজমিরীগঞ্জ থানায় ছেলে অপহরণের অভিযোগ দাখিল করেছে বলে জানা গেছে। আর এদিকে, একটি ষড়যন্ত্রকারী মহল স্থানীয় সাংবাদিকদের মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের জন্য মিথ্যা তথ্য দিচ্ছে। যাতে করে নওমুসলিম আল আমিন এসব কিছুর অপবাদে নিজ হিন্দু ধর্মে ফিরে আসে। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নওমুসলিম আল আমিনের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আমি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি আমার পূর্বের হিন্দু ধর্মের সকল সংস্কৃতি যেমন, মূর্তিপুজা এবং নানা ধরণের পূজাসহ কোনো হিন্দু ধর্মীয় আচরণ আমার পছন্দ নয়, তাই আমি মুসলমান হয়েছি। সে জানায়, আমার জান গেলেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নওমুসলিম আল আমিন এফিডিভিট করতে হবিগঞ্জে আছে। উল্লেখ্য, গত সোমবার ফজর নামাজের পর জয়ন্ত নামের ছেলেটি মুসলমান হয়ে আল আমিন নাম ধারণ করে ইসলাম ধর্মে দিক্ষিত হয়ে ধন্য হন। উল্লেখ্য, গত সোমবার রাত ৯টায় তাকে তার ধর্মে ফিরিয়ে আনতে তার বাবাসহ নিকটাত্বীয়-স্বজন ১৫/১৬জন লোক আনন্দপুর গ্রামের আশ্রয়দাতা হাজি আঃ কাইয়ূম মিয়ার বাড়িতে হামলা চালায়। তখন শুরু হয় সংঘর্ষ। আর এ সংঘর্ষে রতিন্দ্র নামে এক ব্যক্তি আহত হয়। এরপরও তারা তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নওমুসলিম আল আমিন ইসলাম ধর্ম গ্রহণের এফিডিভিট করতে গত রাত পর্যন্ত হবিগঞ্জ অবস্থান করছে বলে তার সাথে যোগাযোগ করলে জানা যায়।
No comments:
Post a Comment