Tuesday, December 4, 2012

আজমিরীগঞ্জের জলসুখা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড ॥ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে এক বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌণে ৭টার দিকে ওই গ্রামের মধ্য পাড়ার মনোহর রায়ের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ওই বাড়ির পাকা ঘরসহ মালামাল সম্পূূর্ণ ভষ্মিভূত হয়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যার পর মনোহর রায়ের ভাতিজা মহিতুষ রায় মোমবাতি জ্বালিয়ে ঘরের দরজা বন্ধ করে অন্যত্র চলে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। তখন মোমবাতির আগুন আসবাবপত্রে লেগে যায়। এতে সমগ্র ঘরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শোর-চিৎকার করতে থাকে। এরই মধ্যে আগুন বাড়ির বাশঝাড় ও গাছে ছড়িয়ে পড়ে। স'ানীয় লোকজন ছুটে এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে মনোহর রায়ের পরিবার সর্বস্বান- হয়ে যায়।

No comments:

Post a Comment