Sunday, December 2, 2012

আজমিরীগঞ্জে দুই মাতাল গ্রেফতার

আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম

আজমিরীগঞ্জ পৌর এলাকায় দুই মাতালকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় পৌর এলাকার মুন্সি হাটির বাসিন্দা চাউল ব্যবসায়ী রাজা মিয়া (৫০) ও টেলাগাড়ি চালক কাদির মিয়া (৪২) মদ খেয়ে মুচিবাড়ি এলাকায় মাতলামী করছিল। এদের উৎপাতে সাধারণ লোকজন অতিষ্ঠ হয়ে উঠে। খরব পেয়ে পুলিশ ওই দুই মাতালকে গ্রেফতার করে।

No comments:

Post a Comment