আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম
আজমিরীগঞ্জ পৌর এলাকায় দুই মাতালকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় পৌর এলাকার মুন্সি হাটির বাসিন্দা চাউল ব্যবসায়ী রাজা মিয়া (৫০) ও টেলাগাড়ি চালক কাদির মিয়া (৪২) মদ খেয়ে মুচিবাড়ি এলাকায় মাতলামী করছিল। এদের উৎপাতে সাধারণ লোকজন অতিষ্ঠ হয়ে উঠে। খরব পেয়ে পুলিশ ওই দুই মাতালকে গ্রেফতার করে।
No comments:
Post a Comment