আজমিরীগঞ্জ বাজারে আর কে মেডিকেল হল নামের ফার্মেসী মালিক সুব্রত দেবনাথ রিংকু (৩৫) কে ধারালো ব্লেড দিয়ে জবাই করার চেষ্টা চালিয়েছে অপর এক ব্যবসায়ী। গত সোমবার রাত প্রায় সাড়ে ১২ টার দিকে বাজারের পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস'ায় রিংকুকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস'ার অবনতি ঘটলে তাকে সিলেটে প্রেরণ করা হয়। জানা যায়, ডাঃ গৌরী রাণী দেবনাথের পুত্র সুব্রত দেবনাথ রিংকু ও নবী হোসেন (৪০) রাত ১২ টার পর কোমল পানীয় পান করার জন্য বাজারের হেনা ষ্টোরে যায়। সেখানে রিংকুর বন্ধু ওই ষ্টোরের মালিক জিমি হোসেন (৩৫) দরজা খোলে দিলে তারা এনার্জি ড্রিংক টাইগার পান করতে চায়। তখন জিমি টাইগার না থাকায় স্পিড ড্রিংক দেয়। এ সময় রিংকু এ ড্রিংক পান করবে না বলে তা ছুড়ে ফেলে দেয়। এরপর তারা রাধি ষ্টোরে এসে টাইগার না থাকায় স্পিড এনার্জি পান করে। আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগর গ্রামের মৃত ঠাকুর ধন মিয়ার পুত্র জিমি হোসেন রাস-ায় বেরিয়ে আসলে এর জের ধরে উভয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জিমি হোসেন ধারালো ব্লেড দিয়ে ফার্মেসী মালিক তার বন্ধু রিংকুকে জবাই করার চেষ্টা চালায়। এতে রিংকু গুরুতর রক্তাক্ত জখম হয়। আহত অবস'ায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস'ার অবনতি ঘটলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আজমিরীগঞ্জে তোল পাড় শুরু হয়েছে। এ ঘটনার পর জিমি হোসেন আত্মগোপন করেছে।
No comments:
Post a Comment