জুনাইদ আলহাবিব :
সৌদি আরবে এনসিপি কেএসএ কমিটির উদ্যোগে বর্তমান জালিম ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে এবং বিএনপি মহাসচিবসহ মির্জা ফকরুল ইসলাম আলমগির রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জুগ্ন মহাসচিব রিজবী আহমেদ ও বাকি নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি কেএসএ কমিটির প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান। সভাটি পরিচালনা করেন মুস্তাক আহমেদ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আলী মুকিব (আব্দুল্লাহ), বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা রাজিবুল হক সোহাগ রফিকুল ইসলাম। এছাড়া সভায় যারা বক্তব্য রাখেন, তারা হলেন, হাফিজুর রহমান তালুকদার, আল-মামুন সওদাগর, বুলবুল আহমেদ, ফয়সল মিয়া ও জাহাঙ্গীর প্রমুখ। নেতারা তাদের বক্তব্যে বর্তমান জালিম ফ্যাসিবাদি সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন ও বিএনপি মহাসচিবসহ বাকি নেতাদের মুক্তির দাবি জানান।
No comments:
Post a Comment