Monday, December 3, 2012

আজমিরীগঞ্জে সেচ প্রকল্পে পাম্প মেশিন বরাদ্ধ ও সভাপতি-ম্যানেজার নিয়োগে অনিয়মের অভিযোগ

আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম

আজমিরীগঞ্জের বিরাট-শিবপাশা দ্বি-উত্তোলন সেচ প্রকল্পে পাম্প মেশিন বরাদ্ধ সভাপতি-ম্যানেজার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। জানা যায়, উপজেলা বিএডিসি অফিস থেকে পাম্প মেশিন আনার জন্য সমপ্রতি এলাকার প্রভাবশালী দুটি মহল থেকে অফিসে কাগজপত্র জমা দেয়। সভাপতি ম্যানেজার  নিয়োগসহ পাম্প পাওয়ার জন্য শিবপাশা গ্রামের খালেদ আহমেদ চৌধুরী কাপ্তান তালুকদার কাগজপত্র দাখিল করেন। অন্যদিকে একই গ্রামের বাহারুল চৌধুরী এবং মওদুদ আহমদও কাগজপত্র জমা দেন। গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ সেচ প্রকল্পের সভাপতি হিসেবে খালেদ আহমদ চৌধুরী ম্যানেজার হিসেবে কাপ্তান তালুকদারকে নিয়োগসহ তাদের নামে পাম্প বরাদ্ধ দেয়। এতে অপর পক্ষ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে গতকাল রবিবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। এনিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
ব্যাপারে বাহারুল চৌধুরী বলেন, আমরা প্রতি একর জমিতে সেচ খরচ বাবত কৃষকদের কাছ থেকে ১৬শ টাকা নেয়ার কথা উল্লেখ করে কাগজপত্র জমা দিয়েছি। অন্যদিকে খালেদ আহমদ চৌধুরী কাপ্তান তালুকদার কৃষকদের কাছ থেকে সেচ খরচ বাবত একর প্রতি ২১শ টাকা নেবে উল্লেখ করে কাগজপত্র দাখিল করে। নিয়ম অনুযায়ী কম রেইট উল্লেখকারী প্রকল্পের সভাপতি ম্যানেজার নিয়োগসহ তাদের তত্বাবধানে পাম্প সমজিয়ে দেয়ার কথা। কিন' সেচ কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনা বেগম বিএডিসি অফিসার মোহিনী মোহন ত্রিবেদী অনিয়ম দূর্নীতির আশ্রয় নিয়ে আমাদেরকে সভাপতি ম্যানেজার নিয়োগসহ পাম্প সমজিয়ে না দিয়ে খালেদ চৌধুরী কাপ্তান তালুকদারকে দিয়েছেন। তাই আমরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছি। সুষ্ঠ তদন-পূর্বক বিষয়টির দ্রুত সমাধান না হলে এনিয়ে এলাকায় যেকোন সময় বড় ধরণের সংঘর্ষ ঘটতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন। কারণ হিসাবে তিনি বলেন, কৃষকরা কম রেইটে তাদের জমিতে পানি নিতে চান।
এব্যাপারে উপজেলা সেচ কমিটির সাধারণ সম্পাদক বিএডিসি অফিসার মোহিনী মোহন ত্রিবেদীর বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করে কেটে দেন।
ব্যাপারে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনা বেগমের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

No comments:

Post a Comment