জুনাইদ আলহাবিব-
বিভিন্ন প্রজাতি মাছের আকালে দেশের সাধারণ মানুষ দিশেহারা। আগে যে সমস্ত মাছ চোখে পড়ত, এখন তা আর দেখাই যায় না। যে, গোছিকাটা, চাঁনকুড়া, রাণী মাছ, পাবদা আরও নাম না জানা অনেক। সরেজমিনে দেখা গেছে, যেভাবে খাল-বিল ও নদ-নদী এবং পুকুর ইত্যাদি শুকিয়ে ভরাট হয়ে যাচ্ছে, তেমনি দেশিয় বিভিন্ন প্রকারের ছোটবড় মাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে। গ্রাম কিংবা শহরে দেশিয় বহু প্রজাতির মাছ আজকাল পাওয়াই যায় না। পকেটে টাকা আছে ঠিকই কিন্তু মাছ নেই। আবার যেটুকু মাছ পাওয়া যায়, তাও আবার আকাশচুম্বী দাম। যে কারণে সাধারণ মানুষের কিনে খাওয়ার ক্ষমতা থাকে না। এছাড়া শহরে কিংবা গ্রামে সর্বত্র বাজার দখল করে আছে বহুবিধ চাষের মাছ। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে এগুলো খেতে হয়। খেতে গিয়ে এগুলো রুচিতে বাধে। উপায় নেই, বাঁচতে হলে খেতেই হবে। তাই বাধ্য হয়ে অনেক মানুষকে চাষের মাছ, চাষের ব্রয়লার মুরগি এবং ডিম ইত্যাদি খেতে হয়। তাই দেশের মানুষকে সচেতন হতে হবে। খাল-বিল, নদ-নদী এবং পুকুর ভরাট থেকে বিরত থাকতে হবে। দেশের মানুষের খাদ্য মাছসহ চাহিদার বিষয়টি নিয়ে আমাদেরই ভাবা উচিৎ। খাল-বিল, নদ-নদী এবং পুকুর ভরাট বন্ধের ব্যবস্থা শীঘ্রই এগিয়ে আসতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে।
No comments:
Post a Comment