উমর ফারুক শাবুল
আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে গলায় ফাঁস দিয়ে সুমন মিয়া (১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের গড়ের হাটির মোঃ আঃ খালেক মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের আধাঁরে সকলের অগোচরে বাড়ীর পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে সুমন আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে সুমনের পরিবার আজমিরীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে সকাল ১১টায় এস আই সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সুমনের আকস্মিক মৃত্যুর খবর মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা নিহতের বাড়ীতে ভীড় জমায়। অশ্রুসজল নয়নে তাদের আর্তনাদে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সুমনের নিথর দেহ সামনে নিয়ে পিতা, মাতা, ভাই-বোন ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়ে। তাদের আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। এ ব্যপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান- নিহতের চাচা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। লাশ ময়না তদনে-র জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment