Wednesday, December 5, 2012

কাকাইলছেওয়ে জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়বাদী তরুণ প্রজন্ম দলের আজমিরীগঞ্জ উপজেলা শাখার কাকাইলছেও ইউনিয়নে আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত রবিবার দুপুর ১টায় দলীয় অস'ায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সভাপতিত্বে উপজেলা তরুণ প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপি সভাপতি ফজলু মিয়া, সহ-সভাপতি জহুর উদ্দিন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা যুব দলের সভাপতি মাসুদ পারভেজ, উপজেলা তরুণ প্রজন্ম দলের আহবায়ক সাজিজুর রহমান সাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান, যুগ্ম আহবায়ক মাসুক, সেলিম, আউয়াল, হারুণ, তরুণ প্রজন্ম দলের নেতা অলিউর রহমান, হেলাল মিয়া, নয়ন মিয়া, লাল মিয়া, তাজুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অলিউর রহমানকে আহবায়ক, হেলাল মিয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন মিয়া, লাল মিয়া, তাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কাকাইলছেও ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা দেন উপজেলা তরুণ প্রজন্ম দলের আহবায়ক সাজিজুর রহমান সাজু সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান। ওই আহবায়ক কমিটিকে ৯০ দিনের ভিতরে ওই ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেন।

No comments:

Post a Comment