Wednesday, December 26, 2012

কাকাইলছেওয়ে গভীর রাতে বিস্কুট ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড ॥ দুটি দোকান পুড়ে ছাই--৮ দোকান কর্মচারিসহ ১৫টি দোকান অল্পের জন্য রক্ষা পেয়েছে

আবুল খায়ের মাহদি ॥

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি দোকান। অল্পের জন্য রক্ষা পেয়েছে ঘুমন্ত ৮ দোকান কর্মচারিসহ ১৫টি দোকানঘর।
সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বিস্কুট ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। বাজার পাহারাদার আব্দুল মালেক ও নুরুল ইসলাম হঠাৎ দেখতে পান বিস্কুটের ফ্যাক্টরী ধূয়াচ্ছন্ন হয়ে পড়েছে। সাথে সাথে বিস্কুট ফ্যাক্টরীর ঘুমন্ত কর্মচারিদের ডেকে তুললে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে আত্মরক্ষা করেন। ১৫/২০ মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বাজার ব্যবসায়ীসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে পার্শ্ববর্তী সওদাগর জামে মসজিদের পুকুরে পাওয়ার পাম্প মেশিন বসিয়ে পানি দেয়ার পর ১৫টি দোকানঘর অল্পের জন্য রক্ষা পায়। ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিস্কুট ফ্যাক্টরীর মালিক জুলহাস মিয়া জানান, শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিনই ফ্যাক্টরীর চুলাতে কর্মচারিরা কাপড় শুকায়। আর এ কাপড় থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন।

No comments:

Post a Comment