Wednesday, December 12, 2012

মুফতি ফজলুল হক আমিনীর জানাজা সম্পন্ন---জানাজা শেষে ঈদগাহ মাঠ থেকে বেরিয়ে আসার সময় কওমী মাদ্রাসার বেশ কিছু ছাত্র আমিনীর মৃত্যুর জন্য বর্তমান সরকারকে দায়ী করে সরকার বিরোধী স্লোগান উচ্চারণ করতে থাকে। তারা দাবি করেন সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই মুফতি আমিনীর মৃত্যু ত্বরান্বিত হয়েছে।

No comments:

Post a Comment