১২ ডিসেম্বর( আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম):
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ফজলুল হক আমিনীর জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত এ জানাজায় উপস্থিত হন লক্ষাধিক লোক।নামাজে জানাজায় ইমামতি করেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী ও সহপাঠী মাওলানা আব্দুল হাই। জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী বিভিন্ন দলসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ। ১৮ দলীয় জোটের প্রধান শরীক বিএনপি নেতাদের মধ্যে জানাজায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, এমকে আনোয়ার, ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এমপি এছাড়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, চরমোনাইয়ের পীর মাওলানা রেজাউল করীম , ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা ইসহাক, মাওলানা শাহ আহমেদুল্লাহ আশরাফীসহ দেশের প্রায় সব ইসলামী রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ জানাজায় অংশ নেন।জানাজায় জড়ো হওয়া লক্ষাধিক লোকের জমায়েত জাতীয় ঈদগাহ মাঠ ও সংলগ্ন রাজপথ ছাপিয়ে একদিকে মৎসভবন ও অপর দিকে শিক্ষাভবন পর্যন্ত বিস্তার লাভ করে। জানাজায় সমবেত লোকের ভিড়ের কারণে শাহবাগ থেকে দোয়েল চত্বর ও দৈনিক বাংলা মোড় পর্যন্ত পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। এদিকে জানাজা শেষে ঈদগাহ মাঠ থেকে বেরিয়ে আসার সময় কওমী মাদ্রাসার বেশ কিছু ছাত্র আমিনীর মৃত্যুর জন্য বর্তমান সরকারকে দায়ী করে সরকার বিরোধী স্লোগান উচ্চারণ করতে থাকে। তারা দাবি করেন সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই মুফতি আমিনীর মৃত্যু ত্বরান্বিত হয়েছে।
No comments:
Post a Comment