আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের হবিগঞ্জ জেলা শাখা আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। গত শুক্রবার দুপুর ১ টায় জলসুখা বাজারের বিএনপি’র কার্যালয়ে সাইকুল ইসলামের সভাপতিত্বে ও মোতাহের মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপসি'ত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মরতুজ আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন জলসুখা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মতি মিয়া ও ইউনিয়ন যুব দলের সভাপতি তালেব হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাজিজুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক নুর মিয়া, মাসুক মিয়া, মোশারফ হোসেন, মেম্বার কদর আলী, জিলু মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সাইকুল ইসলামকে সভাপতি, মাহমুদুর রহমানকে কার্যকরী সভাপতি, আলামিন মিয়াকে সিনিয়র সহ সভাপতি, ছুরার আলীকে সহ সভাপতি, মোতাহের মিয়াকে সাধারণ সম্পাদক, বিকাশ দেবনাথকে যুগ্ম সাধারণ সম্পাদক, আফরোজ আলীকে সহ সাধারণ সম্পাদক, তফসির মিয়াকে সহ সাধারণ সম্পাদক, সোহাগ মিয়াকে দপ্তর সম্পাদক, শাফিনুরকে অর্থ সম্পাদক, মিন্নত আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুছা খানকে শিড়্গা গবেষণা সম্পাদ, ফজলু মিয়াকে যুব সম্পাদক, শাহ আলম সহকারী অর্থ সম্পাদক, আবু সিয়ামকে সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রাশেন্দ্র দেবনাথ, ইয়াসিন মিয়া, আবুল মিয়া, হাফিজুল মিয়া, হেলাল মিয়া, সোফাজ্জল মিয়া, পলাশ মিয়া, আলামিন, সাদ্দাম হোসেন, শাহ আলম, মোছাব্বির মিয়া, আনোয়ার মিয়া, নুরে আলম, রিজন মিয়া, সুনু মিয়া, শিমুল মিয়াকে সদস্য করে ওই ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আহবায়ক সাজিজুর রহমান সাজু ও যুগ্ম আহবায়ক নুর মিয়া। ওই কমিটিকে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আওয়ামী দুঃশাসনের বিরোদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
No comments:
Post a Comment