জুনাইদ আলহাবিব:
আজমিরীগঞ্জ উপজেলাধীন “ভেড়ামোহনা নদী ভাঙ্গনে কাকাইলছেও বাজারটি নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে” শিরোনামে গত শুক্রবার হবিগঞ্জের আয়না’য় সচিত্র সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের। জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের ৩ সদস্য বিশিষ্টের একটি প্রতিনিধিদল কাকাইলছেও বাজারের উত্তর দিকে ভেড়ামোহনা ভাঙ্গনকৃত এলাকা সরেজমিনে পরির্দশন করেন এবং নদীসহ বাজারের ভাঙ্গনকৃত এলাকা মিটার দিয়ে জরীপ করেন। উনারা হলেন, পানি উন্নয়ন বোর্ডের জেলার নির্বাহী প্রকৌশলী আঃ হাকিম, আফসার উদ্দিন (এস.ডি)ও আঃ মন্নান (এস.ও)। তবে এ ব্যাপারে পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী আঃ হাকিম জানান, আমরা মূলত ভাঙ্গনকৃত এলাকাসহ নদীর গভীরতা জরীপ করে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে সরকারের ব্যবস্থাপনায় খুব শীঘ্রই এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। তবে এদিকে, বাজার ব্যবসায়ীদের জানান, অতি শীঘ্রই নদী ভাঙ্গনরোধ না করা হলে কাকাইলছেও বাজারটি রক্ষা করা মোটেও সম্ভবপর নয়। তবে কাকাইলছেও বাজারটি রক্ষার্থে প্রডাকশন দেয়াল নির্মাণ করার দাবি তুলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক ভূইয়া, সওদাগর মার্কেটের স্বত্তাধিকারী এড, হাবিবুর রহমান সওদাগর, ইউপি সদস্য মিছবাহ উদ্দিন নিচ্চু, ইউপি সদস্য সুশীল সরকারসহ বাজার ব্যবসায়ী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে, গতকাল সন্ধ্যার পর আবারও ১০ ফুটের মত জায়গা নিয়ে ফাটল দেখা দিয়ে ভেঙ্গে পড়ে।
No comments:
Post a Comment