Friday, December 14, 2012

বয়স কম হওয়ায় নোটারী পাবলিকের মাধ্যমে এফিডিভিট হয়নি....-

জুনাইদ আলহাবিব,
আজমিরীগঞ্জ থেকে:আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে ইসলাম ধর্মে দিক্ষিত বালক আল-আমিনকে নিয়ে এলাকায় গত ৩দিন ধরে আলোচনা চলছে। গতকাল সারাদিন নওমুসলিম আল-আমিন(জয়ন্ত)জেলার নোটারী পাবলিকের অফিসে গিয়ে এফিডিভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে সম্ভব হয়নি, কারণ তার বয়স ১৬ বলে। তবে আজ আজমিরীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে আল-আমিনকে (জয়ন্ত) নেয়া হবে বলে জানা যায়। উল্লেখ্য, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাজনগর গ্রামের জয়বাশি দাসের ছেলে জয়ন্ত দাস (১৬) গত সোমবার ফজর নামাজের পর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। আর এদিকে, গত বুধবার রাত সাড়ে ৭টায় জয়ন্ত দাসের পিতা জয়বাশি দাস থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা যায়।   

No comments:

Post a Comment