Monday, December 31, 2012

আজমিরীগঞ্জ ফিরে দেখা বিদায়ী বছর--কৃষি ও ব্যবসার সব অর্জন মামলায় বিসর্জন! বিভিন্ন দূর্ঘটনায় নিহত ৮ আহত অর্ধহাজারের বেশি

শিহাব আল মাহমুদ।

জেলার একেবারে ভাটিতে অবস্থিত উপজেলার নাম আজমিরীগঞ্জ। জেলা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন  উপজেলাটির প্রায় মানুষই কৃষি ও বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত। বিষেশ করে উপজেলাটি কৃষির উপর ভরে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকলেও যোগাযোগ জেলা থেকে যোগাযোগ ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়া সম্ভাবনাটি ভেস্তে যাচ্ছে বছরের পর বছর। আর উপজেরার প্রায় গ্রামে গ্রাম রাজনীতির কারনে বিভিন্ন সংর্ঘষ মামলা,হামলা,খুন বছরে কোননা কোন গ্রামে হচ্ছেই ফলে এসব সাধারন মানুষ মামলার কারনে কেউ বাড়ী ছাড়া আবার কেউ মামলা  চালাতে গিয়ে কৃষি ও ব্যবসার সব অর্জন মামলায় বিসর্জন!দিচ্ছে। আর সংর্ঘষে পিছনে গ্রাম কর্তাদের হাত থাকলেও তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায়।২০১২ সালের উপজেলাটি বিভিন্ন দূর্ঘনায় নিহত সংখ্যা প্রায় ৮জন। এ মধ্যে ৪টিই উপজেলার শিবপাশায় এবং উপজেলার নোয়ানগর গ্রামে। এ দুটি গ্রামই এক ভয়ংকর জনপদ।২০১১ সালকে উপজেলা আ:লীগের অস্ত্রের মহড়ায় বিদায় জানিয়ে ২০১২ সাল শুরু হয় এক আতংকের মধ্য দিয়ে। ১১সালের ২৯ ডিসেম্বর প্রতিপক্ষকে শায়েস্তা করতে বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় বাজারে মহড়া দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতর আলী মিয়া ও তার লোকজন।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তোফায়েল ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ইসলামের সঙ্গে উপজেলা যুবলীগ সভাপতি জামান আলী ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সেনের কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন তখনকার মতো বিষয়টি মীমাংসা করে দেন।বিকেল সোয়া ৪টার দিকে আব্দুল কুদ্দুছ সেনের চাচা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতর আলী মিয়া ও তার লোকজন ৫ থেকে ৭টি মোটরসাইকেলযোগে লাইসেন্স করা শর্টগান ও পাঁচটি দুই নলা বন্দুক নিয়ে বাজারে মহড়া পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি।  এরপরও অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছেপ্রসঙ্গত, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি জামান আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোয়ার আলীর ভাতিজা আলম মিয়া ড্রেজিং দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়ার ভাতিজা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তোফায়েল ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ইসলাম ওই বালু তোলার কাজের অংশীদার হতে চান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ জের ঘটনাটি ঘটে জানুয়ারী উপজেলার রসুলপুর সেচ প্রকল্প এলাকায় ১২৭ ধারা জারি করা হয়েছিল। আর এটি ২য় বারের মত এর আগে প্রথম বারের মত ১৪৪ দ্বারা জারি করা হয় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ইচএম আসিফ বিন ইকরাম এ ১২৭ ধারা জারি করেন- উইনিয়ন পরিষদে নির্বাচনের সময় আলহাজ্ব নুরুল হক্ব ভূইয়া ও মুহিবুর রহমান সওদাগরের একই স্থানে সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন এ আদেশ দেন। ১৪ জানুয়ারী আজমিরীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম সারোয়ারকে (৩৫) সরকারি টাকা আত্মসাতের অভিযোগে  গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত গোলাম সারোয়ার আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুকের ছোট গোলাম সারোয়ারের বিরুদ্ধে সরকারি জলমহালের ১৩ লাখ ২১ হাজার ৫২৮ টাকা আত্মসাতের অভিযোগে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল ২৫ ফেব্ররুয়ারী জলসুখা গ্রামে আগের বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েপুলিশ ১১৪ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।২৮ ফ্রেব্ররুয়ারী উপজেলা সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ ও ৬ জন আটক হয়এলাকায় আধিপত্য বিস্তার, নির্বাচনী বিরোধ ও বংশ পরিচয় নিয়ে বিরাট উজানপাড়া গ্রামের সাবেক মেম্বার নুরুল ইসলামের (৪৫) সঙ্গে একই গ্রামের মফিজ মিয়ার (৪০) আগের বিরোধ ছিল।৭মার্চ পশ্চিমবাগ গ্রামে বুধবার সকালে সেচ প্রকল্প নিয়ে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পশ্চিমবাগ উত্তর হাওরের একটি সেচ প্রকল্প নিয়ে স্থানীয় শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ ও আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নলিউর রহমানের পূর্ব বিরোধ রয়েছে।এর জের ধরে বুধবার সকাল ১০টার দিকে দুপক্ষের লোকজন লাঠিসোটা, ফিকল, টেটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে ২৪ মার্চ উপজেলার যশকেশরী গ্রামে বুধবার সকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। এ রাত ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত কৃষক আজিজুর রহমান (৩২) যশকেশরী গ্রামের আবু কালামের ছেলে।১০টায় ধানের খড় শুকানো নিয়ে আজিজুর রহমানের সঙ্গে প্রতিবেশী সামছুল হকের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সামছুল হক খড় শুকানোর লাঠি দিয়ে আজিজুরের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ৩০মে উপজেলার নোয়াগড় গ্রামে বুধবার ২ পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়  সূত্রে জানা যায়, স্থানীয় জলসুখা ইউপি সদস্য নোয়াগড় গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে সাবেক সদস্য মোশাহিদ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।এরই জের ধরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২ পক্ষের লোকজন টেঁটা, ফিকল, বল্লম, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে আহতের ঘটনা ঘটে।১৭ জুলাই বানিয়াচং-শিবপাশা সড়কের আজমিরীগঞ্জ উপজেলার আনজইন এলাকায় মঙ্গলবার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিবাস উল্লাহ (৬০) নামে একজন নিহতরহলহ  হয়। ২০ আগষ্ট উপজেলার বিরাট উজানপাড়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বিরাট উজানপাড়া গ্রামের ডা. লোকমান(৪৫)ও শাবান মিয়ার(৪৮) সঙ্গে একই গ্রামের ইসমাইল হোসেন সরসের (৪৫) বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন টেটা, ফিকল, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। ২৭ আগষ্ট আজমিরীগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া ও অনন্তপুর গ্রামে রোববার মাত্র ৫ ঘন্টার ব্যবধানে প্রেমিক আকিক মিয়া (১৮) গলায় ফাঁস লাগিয়ে ও প্রেমিকা রুজিনা বেগম (১৭) বিষপানে আত্মহত্যা করেছেন।নিহত আকিক মিয়া আজমিরীগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের আজিজুর মিয়ার ছেলে। নিহত রুজিনা বেগম একই উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আকিক মিয়ার সঙ্গে একই ইউনিয়নের অনন্তপুর গ্রামের রুজিনা বেগমের প্রেমের সম্পর্ক ছিল।ওই দিন ৯টায় ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা কর। এবছর ২২ সেপ্টেম্বর উপজেলার শিবপাশা গ্রামের বিল্লাল হত্যা মামলার বাদী সেহেনা আক্তার আজমিরীগঞ্জ থানার ওসির অপসারনের জন্য হবিগঞ্জ প্রেসক্লবে সংবাদ সম্মেলন।২৭ অক্টোবর আজমিরীগহ্জের শিবপাশায় ফারুক আহমেদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্দার করেছে শিবপাশা পুলিশ ফাড়ী। সে উপজেলার শিবপাশা ইউনিয়নের অন্তর গ্রামের আনু মিয়ার পুত্র। একটি সূত্র জানায়.এই দিন রাতে কে বা কাহারা ফারুক মিয়াকে মেরে রাসতায় ফেলে রেখে যায়। শিবপাশা পুলিশ খরর পেয়ে ফারুকের লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে বলা হয় নিহত ফারুকের শরিরে বিভিন্ন স্থানে আঘাতের চিহূ পাওয়া গেচে। তবে বিশেষ সূত্র জানা এই খুন হওয়ার মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে।

আজমিরীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

  1. আজমিরীগঞ্জ :
  2.  
  3. জাস্টিজ এন্ড ডেভেলপম্যান্ট ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজমিরীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের মাধ্যমে ২৪৭ জন হত দরিদ্রের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পূর্ব পিটুয়ারকান্দি, পিরিজিপুর, নোয়াগাঁও এলাকার হত দরিদ্র মাদ্রাসার শিক্ষার্থী শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপসি' ছিলেন- জামায়াতে ইসলামী আজমিরীগঞ্জ উপজেলা শাখার আমির শোয়েব পাশা, সাধারণ সম্পাদক আমীরুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান হাবিব, ওই ইউনিয়ন আমির হাজী নঈন উদ্দিন, মজিদ ভুইয়া, হাফেজ হাবিবুর রহমান, গিয়াস উদ্দিন, গোলাম মোস-ফা, মিলন ভুইয়া, মহিবুর রহমান প্রমুখ।

আজমিরীগঞ্জে শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস- ॥ পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়

আবু হেনা

আজমিরীগঞ্জে প্রচন্ড শৈত্যপ্রবাহ ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস- হয়ে পড়েছে। এতে শীতের গরম কাপড়ের চাহিদা দিন দিন বাড়ছে। আজমিরীগঞ্জের চর বাজার টান বাজারে শীতের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। গত ২০/২৫ দিন পূর্ব থেকে ঘন কুয়াশা হিমেল হাওয়ার কারণে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। হাড় কাঁপানো শীতে কৃষি জমিতে হালচাষ করতে পারছেনা কৃষক। নদীতে মাছ ধরতে পারছেনা জেলেরা। প্রচন্ড শীতে সাধারণ মানুষগণ কাবু হলেও এখন পর্যন- সরকারী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হয়নি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন- পুরাতন কাপড়ের শীত বস্ত্রের দোকানগুলিতে সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত ক্রেতারাও ভিড় জমাচ্ছেন। এদিকে গত দিন ধরে দুপুরের দিকে রোদ দেখা দিলেও বিকেলের দিকে ঘন কুয়াশা হিমেল হাওয়ার কারণে লোকজন বাড়ি থেকে বের হচ্ছে না। ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী নৌকা লঞ্চ সময়মত গন-ব্যে পৌঁছাতে পারছে না। ফলে যাত্রীদেরকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। একই সাথে সকল বয়সের নারী-পুরুষ শিশুদের সর্দি-কাশি, জ্বর  নিউমোনিয়া লেগেই আছে।

Sunday, December 30, 2012

জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ সরেজমিনে ভেড়ামোহনা নদী ভাঙ্গন পরিদর্শন

জুনাইদ আলহাবিব:

আজমিরীগঞ্জ উপজেলাধীন “ভেড়ামোহনা নদী ভাঙ্গনে কাকাইলছেও বাজারটি নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে” শিরোনামে গত শুক্রবার হবিগঞ্জের আয়না’য় সচিত্র সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের। জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের ৩ সদস্য বিশিষ্টের একটি প্রতিনিধিদল কাকাইলছেও বাজারের উত্তর দিকে ভেড়ামোহনা ভাঙ্গনকৃত এলাকা সরেজমিনে পরির্দশন করেন এবং নদীসহ বাজারের ভাঙ্গনকৃত এলাকা মিটার দিয়ে জরীপ করেন। উনারা হলেন, পানি উন্নয়ন বোর্ডের জেলার নির্বাহী প্রকৌশলী আঃ হাকিম, আফসার উদ্দিন (এস.ডি)ও আঃ মন্নান (এস.ও)। তবে এ ব্যাপারে পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী আঃ হাকিম জানান, আমরা মূলত ভাঙ্গনকৃত এলাকাসহ নদীর গভীরতা জরীপ করে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে সরকারের ব্যবস্থাপনায় খুব শীঘ্রই এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। তবে এদিকে, বাজার ব্যবসায়ীদের জানান, অতি শীঘ্রই নদী ভাঙ্গনরোধ না করা হলে কাকাইলছেও বাজারটি রক্ষা করা মোটেও সম্ভবপর নয়। তবে কাকাইলছেও বাজারটি রক্ষার্থে প্রডাকশন দেয়াল নির্মাণ করার দাবি তুলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক ভূইয়া, সওদাগর মার্কেটের স্বত্তাধিকারী এড, হাবিবুর রহমান সওদাগর, ইউপি সদস্য মিছবাহ উদ্দিন নিচ্চু, ইউপি সদস্য সুশীল সরকারসহ বাজার ব্যবসায়ী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে, গতকাল সন্ধ্যার পর আবারও ১০ ফুটের মত জায়গা নিয়ে ফাটল দেখা দিয়ে ভেঙ্গে পড়ে।  

Friday, December 28, 2012

ভেড়ামোহনা নদীর ভয়াবহ ভাঙ্গন অব্যাহত কাকাইলছেও বাজারটি বিলুপ্তির পথে---সংসদ সদস্য এড. আঃ মজিদ খান-এর নিকট নদী ভাঙ্গনের হাত থেকে কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য আশ্বাস পেলেও অদ্যবধি পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কেউ-ই উদ্যোগের জন্য এগিয়ে আসেননি

জুনাইদ আলহাবিব:

আজমিরীগঞ্জ উপজেলাধীন ভেড়ামোহনা নদীর ভাঙ্গণে ঐতিহ্যবাহী কাকাইলছেও বাজারটি বিলুপ্তির পথে রয়েছে। গত ৩দিন ধরে ভয়াবহ নদী ভাঙ্গণ ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। কাকাইলছেও বাজারটিতে সরকারি দু’টি ব্যাংক আছে এবং বে-সরকারি ব্যাংকসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী নৌকা ও লঞ্চসহ মালবাহী স্টীমারগুলো অত্র বাজারে নোঙ্গর করে। ভাটি এলাকার প্রসিদ্ধ বাজারটি বর্তমানে ভেড়ামোহনা নদী ভাঙ্গনের মুখে হলেও সংশ্লিষ্ট কেউ-ই এব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বাজার ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান,  অতিসত্বর কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ না করলে যে কোনো মুহুর্তে অত্র বাজার নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ ব্যাপারে বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংসদ সদস্য এড. আঃ মজিদ খান-এর নিকট নদী ভাঙ্গনের হাত থেকে কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য আশ্বাস পেলেও অদ্যবধি পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কেউ-ই উদ্যোগের জন্য এগিয়ে আসেননি। ফলে দিনদিন আতংকগ্রস্ত হয়ে পড়ছেন বাজার ব্যবসায়ীগণ। এদিকে, নদীর তীরবর্তী খলিল মিয়ার মুরগের দোকান, মাছের আড়ৎ, সাদেক মিয়ার দোকান, টিটন মিয়ার ফলের দোকান, ক্ষীতিন্দ্র  ঘোষের মুদির দোকান, কাদির মিয়ার রেস্টুরেন্ট দোকান, কাপ্তান মিয়ার কাপড়ের দোকান, রবিন্দ্র রায়ের মুদির দোকান, উত্তম দেবের হার্ডওয়ারের দোকান, হাজি একরাম হোসেনের কাপড়ের দোকান, অহিদ মিয়ার রেস্টুরেন্টসহ আরও অনেক দোকান এখন ঝুকির মুখে রয়েছে। এদিকে, সওদাগর মার্কেটের স্বত্তাধীকারী এড. হাবিবুর রহমান সওদাগর জানান, যে কোনো সময় নদী গর্ভে পুরো বাজারটি বিলীন হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের পক্ষ থেকে এজন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি।
 

Wednesday, December 26, 2012

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আজমিরীগঞ্জ :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় কাকাইলছেও সওদাগর মার্কেটে হান্নান মিয়ার সভাপতিত্বে জুয়েল মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপসি' ছিলেন কাকাইলছেও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপসি' ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক মিয়া, যুবদল নেতা সাজ্জাদ সওদাগর, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম সরওয়ার, উপজেলা জাসাস আহবায়ক মোস-াফা শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাজিজুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক নুর মিয়া, মোশাররফ হোসেন, শ্রমিকদল নেতা কদর আলী মেম্বার, জিলু মিয়া প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে হান্নান মিয়া সভাপতি, আবু বক্কর, মোতাব্বির মিয়া ময়না খান সহ সভাপতি, জুয়েল মিয়া সাধারণ সম্পাদক, আশিকুল খান ইমামুল মিয়া সহ সাধারণ সম্পাদক, রশিদ মিয়া সাংগঠনিক সম্পাদক, সুমন আনছারী দপ্তর সম্পাদক, অলিউর খান অর্থ সম্পাদক, রুবেল মিয়াকে প্রচার প্রকাশনা সম্পাদক, মন্নান মিয়াকে শিক্ষা গবেষণা সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বক্তারা কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার মিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে অতি শীঘ্রই কারামুক্ত করার আহবান জানা

কাকাইলছেওয়ে গভীর রাতে বিস্কুট ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড ॥ দুটি দোকান পুড়ে ছাই--৮ দোকান কর্মচারিসহ ১৫টি দোকান অল্পের জন্য রক্ষা পেয়েছে

আবুল খায়ের মাহদি ॥

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি দোকান। অল্পের জন্য রক্ষা পেয়েছে ঘুমন্ত ৮ দোকান কর্মচারিসহ ১৫টি দোকানঘর।
সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বিস্কুট ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। বাজার পাহারাদার আব্দুল মালেক ও নুরুল ইসলাম হঠাৎ দেখতে পান বিস্কুটের ফ্যাক্টরী ধূয়াচ্ছন্ন হয়ে পড়েছে। সাথে সাথে বিস্কুট ফ্যাক্টরীর ঘুমন্ত কর্মচারিদের ডেকে তুললে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে আত্মরক্ষা করেন। ১৫/২০ মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বাজার ব্যবসায়ীসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে পার্শ্ববর্তী সওদাগর জামে মসজিদের পুকুরে পাওয়ার পাম্প মেশিন বসিয়ে পানি দেয়ার পর ১৫টি দোকানঘর অল্পের জন্য রক্ষা পায়। ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিস্কুট ফ্যাক্টরীর মালিক জুলহাস মিয়া জানান, শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিনই ফ্যাক্টরীর চুলাতে কর্মচারিরা কাপড় শুকায়। আর এ কাপড় থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন।

Tuesday, December 25, 2012

আজমিরীগঞ্জে স্বদেশ কর্পোরেশনের মাঠ কর্মী পরিচয় দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত মহিলা মেম্বার ও তার স্বামীর বিরোদ্ধে কোর্টে মামলা

আবুল খায়ের মাহদী

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রাজিয়া সুলতানা ও তার স্বামী আতাউর মিয়ার বিরোদ্ধে ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল কোর্টে মামলা দায়ের করেছেন জলসুখা আটপাড়া গ্রামের আব্দুর নুর মিয়ার স্ত্রী আয়েশা আক্তার। মামলা সূত্রে জানা যায়, ২০১০ ইং সনের মার্চ মাসে মহিলা মেম্বার রাজিয়া সুলতানা ও তার স্বামী আতাউর মিয়া নিজেদেরকে স্বদেশ কর্পোরেশনের মাঠকর্মী পরিচয় দিয়ে গ্রামের সহজ, সরল লোকদের নিকট প্রচার করে ১২ হাজার টাকা করে শেয়ার সঞ্চয়ের টাকা দিলে মাসিক কিসি-তে পরিশোধের শর্তে প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে ঋণ দিবে। এ ছাড়া শেয়ারের ১২ হাজার টাকা দুই বৎসরে দ্বিগুণ ফেরত দিবে। এ আশ্বাসে আটপাড়া গ্রামের তোতাই মিয়া, রেহেনা আক্তার, লাভলী আক্তার, ইছুবপুর গ্রামের সাজেদা বিবি, নাছিমা আক্তার, জাহানার খাতুনসহ আরো অনেকে ২০১০ইং সনের ৩০ মার্চ রেহেনা আক্তারের বাড়ীতে বসে ১২ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকা তাদের হাতে জমা দেন। টাকা জমা দেওয়ার পর রশিদ চাইলে পরে দিবেন বলে জানান। পরবর্তীতে রশিদ চাইলে বিভিন্ন টালবাহানা দেখিয়ে এড়িয়ে যান। পরবর্তীতে তাদের উপর সন্দেহ দেখা দিলে আজমিরীগঞ্জ সদরে স্বদেশ কর্পোরেশন অফিসে যোগাযোগ করে জানতে পারেন, ওই মহিলা মেম্বার ও তার স্বামী ওই অফিসের কেউ নন। তাদের নিকট জমাকৃত ৯৬ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে তারা বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। পরবর্তীতে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নিকট বিচার প্রার্থী হলে চেয়ারম্যান মেম্বারদের ডাকে সাড়া না দিয়ে প্রকাশ্যে বিভিন্ন ধরণের হুমকি দেয়। এই অভিযোগ এনে গত সোমবার আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করে আয়েশা আক্তার।

শিবপাশায় শ্রমিক দলের কমিটি গঠন

আজমিরীগঞ্জ"

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের হবিগঞ্জ জেলা শাখার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিকাল ৩টায় শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপসি' ছিলেন, ইউনিয়ন বিএনপি সভাপতি আলী রহমান। বিশেষ অতিথি হিসাবে উপসি' ছিলেন- ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেনু, উপজেলা যুব দলের সভাপতি মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি লিটন মিয়া, ইউনিয়ন কৃষক দল সভাপতি গোলাপ মিয়া, বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাজিজুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক নুর মিয়া, মাসুক মিয়া, মোশার হোসেন, বিএনপি নেতা হান্নান মিয়া, ছাত্রদল নেতা নাছির উদ্দিন চৌধুরী, মোস-াফিজুর চৌধুরী, আলীমুল চৌধুরী, সজল চৌধুরী, জিভলু চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে গাজীউর রহমান গাজীকে সভাপতি, কিশোর চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, আব্দুর রউফ মিয়াকে সহ সভাপতি, রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক, মোক্তার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, আলামিন মিয়াকে সহ সাধারণ সম্পাদক, এমদাদুল রহমানকে সাংগঠনিক সম্পাদক, মামুন মিয়াকে অর্থ সম্পাদক, কাউসার মিযাকে দপ্তর সম্পাদক জুলফিকার আলম চৌধুরী, মুহি উদ্দিন, হাফিজুর রহমান, আলাউদ্দিন, এনারম্নল হক, রুবেল মিয়া, মোস-াকিম হোসেন, জাভেদ মিয়া, যগলু মিয়া, সাফু মিয়া, শহিদুল ইসলাম, মুফাজ্জল মিয়া, মোহন মিয়া, মসছুর আহমেদ, সিরাজুল মিয়া, মোশাহিদ, আপন, আঃ বাশির, আলাউর, শরীফ উলস্না, ছায়নেস মিয়া, সয়েব মিয়া, ফয়সল, জাশাদ, টিটন, নাছির, তোবারক, মোজাম্মিলকে সদস্য করে কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, বিএনপি ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তি সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসন ও পৌসভার যৌথ উদ্যোগে ১শ’ ৩০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

জুনাইদ আলহাবিব

 আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ওই সময় ১শ’ ৩০ জন মুক্তিযোদ্ধাকে জনপ্রতি ৫শ’ করে টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামের সভাপতিত্ব করেন ও মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুখসানা পারভীনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সম্পাদক মণ্ডলীর সদস্য ও সাব সেক্টর কমান্ড ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব কাজী কবির উদ্দিন,
জেলা ইউনিট কমান্ডার মোহাম্মাদ আলী পাঠান, হবিগঞ্জ সদর উপজেলার রবিন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাশিদুল হাসান চৌধুরী কাজল। এছাড়া মুক্তিযোদ্ধা ও বানিয়াচঙ্গ ৪নং ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মাদ আলী মুমিন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস হেনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, জাকারিয়া খান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আতর আলী, সাবেক পৌর প্রশাসক গোলাম ফারুক, থানা অফিসার ইনচার্জ তৈমুর বখত চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১ জন ঋশি পরিবারের মাঝে সমাজ কল্যাণমন্ত্রনালয়ের বিশেষ বরাদ্দ থেকে ১ হাজার টাকা করে নগদ টাকা প্রদান করা হয়।
পরে বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরামের সমাপনি বক্তব্য এবং স্বাধীনতা ভিত্তিক একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তির পর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের অংশগ্রহনে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Saturday, December 22, 2012

আজরিমীগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ নেতার উপর পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা

আজমিরীগঞ্জ:-

আজরিমীগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ নেতার উপর পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। ৩টি মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ কৃষক ও ব্যবসায়ীকে আসামী করা হয়েছে। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাস্তায় হাঁটার সময় ঠেলাধাক্কাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কদ্দুছ সেনের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রহিবুর রহমান খানকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ফার্মেসী ব্যবসায়ী আব্দুল্লাহ ফারুক খান বাদী হয়ে ওইদিন রাতেই আব্দুল কদ্দুছ সেনকে প্রধান আসামী করে ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিশোধ নিতে ১৯ ডিসেম্বর রাত প্রায় ১০টায় রহিবুর রহমান খানের ভাতিজা যুবলীগ কর্মী পাভেল খান আজরিমীগঞ্জ বাজারে ভূইয়া মার্কেটের আতিক কম্পিউটারে প্রবেশ করে আব্দুল কদ্দুছ সেনের সমর্থক উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাকু রায়কে পিটিয়ে আহত করে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিটন মাহমুদ বাদী হয়ে রহিবুর রহমান খানকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে গতকাল আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামালার অন্যান্য আসামীরা হলেন রফিকুর রহমানের বড় ভাই ডাঃ মহিবুর রহমান ও ব্যবসায়ী সহিবুর রহমান, ফার্মেসী ব্যবসায়ী আব্দুল্লাহ ফারুক খান, ছাত্রলীগ নেতা পাভেল খান, ব্যবসায়ী শফিক মিয়া, কৃষক আজিজুল মিয়া ও সালেহ আহমেদ। এদিকে ছাত্রলীগ নেতা রাকু রায়কে মারপিটের ঘটনায় উপজেলা যুবলীগ নেতা মোশাররফ হোসেন মজনু বাদী হয়ে ফার্মেসী ব্যবসায়ী আব্দুল্লাহ ফারুক খানকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে গতকাল আজরিমীগঞ্জ থানায় পাল্টা মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন ব্যবসায়ী সহিবুর রহমান, ছাত্রলীগ নেতা পাভেল খান, রাসেল আহমেদ, ডাঃ মহিবুর রহমান, ব্যবসায়ী শফিক মিয়া ও কৃষক সালেহ আহমেদ।
একটি সূত্র জানিয়েছে, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করতে এমপি এডভোকেট আব্দুল মজিদ খান তার প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজ মিয়াকে দায়িত্ব দেন। সিরাজ মিয়া বার বার চেষ্টা করেও উভয় পক্ষকে সালিশ প্রক্রিয়ায় নিয়ে আসতে ব্যর্থ হন।

Thursday, December 20, 2012

জাতীয়তাবাদী শ্রমিক দলের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন কমিটি গঠন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥
 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের হবিগঞ্জ জেলা শাখা আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। গত শুক্রবার দুপুর টায় জলসুখা বাজারের বিএনপি কার্যালয়ে সাইকুল ইসলামের সভাপতিত্বে মোতাহের মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপসি' ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মরতুজ আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন জলসুখা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মতি মিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি তালেব হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাজিজুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক নুর মিয়া, মাসুক মিয়া, মোশারফ হোসেন, মেম্বার কদর আলী, জিলু মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সাইকুল ইসলামকে সভাপতি, মাহমুদুর রহমানকে কার্যকরী সভাপতি, আলামিন মিয়াকে সিনিয়র সহ সভাপতি, ছুরার আলীকে সহ সভাপতি, মোতাহের মিয়াকে সাধারণ সম্পাদক, বিকাশ দেবনাথকে যুগ্ম সাধারণ সম্পাদক, আফরোজ আলীকে সহ সাধারণ সম্পাদক, তফসির মিয়াকে সহ সাধারণ সম্পাদক, সোহাগ মিয়াকে দপ্তর সম্পাদক, শাফিনুরকে অর্থ সম্পাদক, মিন্নত আলীকে প্রচার প্রকাশনা সম্পাদক, মুছা খানকে শিড়্গা গবেষণা সম্পাদ, ফজলু মিয়াকে যুব সম্পাদক, শাহ আলম সহকারী অর্থ সম্পাদক, আবু সিয়ামকে সহকারী প্রচার প্রকাশনা সম্পাদক রাশেন্দ্র দেবনাথ, ইয়াসিন মিয়া, আবুল মিয়া, হাফিজুল মিয়া, হেলাল মিয়া, সোফাজ্জল মিয়া, পলাশ মিয়া, আলামিন, সাদ্দাম হোসেন, শাহ আলম, মোছাব্বির মিয়া, আনোয়ার মিয়া, নুরে আলম, রিজন মিয়া, সুনু মিয়া, শিমুল মিয়াকে সদস্য করে ওই ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আহবায়ক সাজিজুর রহমান সাজু যুগ্ম আহবায়ক নুর মিয়া। ওই কমিটিকে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আওয়ামী দুঃশাসনের বিরোদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

জেলা প্রশাসক বরাবরে আবেদন জলসুখা চেয়ারম্যানের বিরুদ্ধে পাহাড়সম দূর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউপি চেয়ারম্যান ইছাক চৌধুরী দিলুর বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সংরক্ষিত মহিলা আসনের সকল সদস্যই জেলা প্রশাসক বরাবরে এক আবেদনে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ, নির্বাচিত হওয়ার পর থেকেই চেয়ারম্যান পরিষদ পরিচালনা করেছেন তার নিজের  খেয়াল খুশিমত। তিনি বিভিন্ন সময় প্রয়োজনের কথা বলে চাপ সৃষ্টি করে জোরপূর্বক মহিলা সদস্যদের নিকট থেকে স্বাক্ষর আদায় করে থাকেন। চেয়ারম্যান ইছাক আপ্যায়ন খাতে সরকারী বরাদ্ধের একটি টাকা খরচ না করেই নিজের পকেটস' করেছেন প্রায় ৩৭ হাজার টাকা। তিনি মা শিশুর চাল, গম বিতরণে আশ্রয় নিয়েছেন মারাত্মক নিয়ম আর দূর্নীতির। ৩০ কেজির পরিবর্তে দেয়া হয়েছে ১৫ থেকে ২০ কেজি চাল-গম। মনগড়া প্রকল্প তৈরী করে আত্মসাত করেছেন কাবিখা, টাবিখা টিআর-এর লাখ লাখ টাকার চাল। শুধু তাই নয়, 'ানীয় সরকার কর্তৃক বরাদ্ধকৃত এলজি এসপি এলজিইডি এর প্রকল্পের কাজ তিনি নিজে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে করেছেন বাস-বায়ন। সবচেয়ে ভয়াবহ দুর্নীতি করা হয়েছে ১শ দিনের কর্মসূচীতে। কাজের সমুদয় টাকাই তিনি বিভিন্ন কৌশলে করেছেন আত্মসাত। ভিজিডি জিএফ-এর বস-ার বস- চাউল চেয়ারম্যানের সহযোগিতায় মাছের খাদ্য হিসেবে ফেলে দেয়া হয়েছে তার অনুগত শাহ জাহান মেম্বারের ফিসারীতে। মেম্বার লিবাস আহাদ লুৎফুর মিয়ার সহযোগিতায় বিলি করেছেন শতাধিক মন চাউল। মহিলা সদস্যরা এসব অপকর্ম আর দুর্নীতির প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিসে না আসার হুমকি দেন। মহিলা সদস্যদের অভিযোগ, পরিষদের কোন কাজেই তাদের সহযোগিতা বা পরামর্শ নেয়া হয়না। ইউপি সদস্য লক্ষী রাণী দেবনাথ, রাজিয়া সুলতানা মাসুক বিবি স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবরে দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখিত দুর্নীতি আর অপকর্মের সুষ্ঠু তদনে- জোর দাবী জানানো হয়েছে। বিষয়ে গতকাল বুধবার রাতে চেয়ারম্যান ইছাক চৌধুরী দিলুর সাথে কথা বললে তিনি এক বাক্যে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।