Friday, November 30, 2012

আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম
যেখানে বাঘের ভয় সেখানেই বুঝি সন্ধ্যা হয়! যে বাঘের ভয়ে দু'পা দূরের সুন্দরবনের সৌন্দর্য দেখতে যাননি অতিথি ক্যারিবিয়ানরা, যে বাঘের চোখ এড়াতে খুলনার হোটেল ছেড়ে দু'পা ফেলেননি ক্রিস গেইলরা; 'বাঘ আমার ভীষণ ভয় লাগে...' বলে সেই ড্যারেন স্যামি বাঘের অভয়ারণ্যে যাওয়া এড়াতে পারলেও, হিংস্র বাঘের থাবা থেকে নিজেদের রক্ষা করতে পারেননি। গতকাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই এগারো ক্ষুধার্ত বাঘের সামনে ক্ষতবিক্ষত হতে হয় টি২০ বিশ্বচ্যাম্পিয়নদের। টেস্ট হারে ক্ষুধার্ত বাঘ ক্যারিবিয়ানদের দিয়ে ভূরিভোজ সারে প্রথম ওয়ানডে ম্যাচে গেইলদের ৭ উইকেটে হারানোর আক্রোশ নিয়ে। গতকাল শুক্রবার ছুটির দিনে যা রক্তচাপ বাড়ানো অসহ্য টেনশন ছাড়াই উপভোগ করেছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা। টেলিভিশনের ব্রেকিং নিউজে শুধুই হতাশা আর শোকের খবর দেখতে দেখতে বিষিয়ে যাওয়া মনগুলো ফের হর্ষোৎফুল্ল হয়েছে বিশ্বক্রিকেটের অভয়ারণ্যে এগারো বাঘ গর্জে ওঠায়। মুশফিকদের এ জয়টি ছিল বেদনাবিদ্ধ আনন্দমাখা এক অনুভূতি। আর তাই ম্যাচটিতে জয় নিশ্চিত করেও আকাশে ব্যাট তুলে নাচেননি অধিনায়ক। ম্যাচ শেষে সিরিজের এই প্রথম ম্যাচটি মুশফিক উৎসর্গ করেন আশুলিয়ায় অগি্নকাণ্ডে নিহত সেই পোশাক শ্রমিকদের স্মৃতির উদ্দেশে, যারা দেখে যেতে পারেননি বিজয় মাসের আগেই সারাদেশে লাল-সবুজ পতাকা উঁচুতে তুলে ধরেছেন ক্রিকেটাররা। বিজয় মাসের আগমনীতে এমন একটি জয়ের পর তাই ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন সুখবর বয়ে আনা দলের প্রত্যেক সদস্যকে।
অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এদিন অনেকটা রীতিবিরোধী হয়েই চ্যালেঞ্জিং এক সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। টেস্ট মর্যাদা পাওয়ার পর যা হয়নি, সেটাই করা
হয় ম্যাচে আনামুল হক বিজয়, মমিনুল হক সৌরভ, আবুল হাসান রাজু আর সোহাগ গাজীকে অভিষেক করিয়ে। ম্যাচ শুরু হওয়ার পরই গাজী বুঝিয়ে দেন অভিষেক বলেই ঘাবড়াতে হয় না, নতুন বলেই লাজুক থাকতে হয় না। এদিন ২৯ রানে ৪ উইকেট নিয়ে শুধু বাংলাদেশের ওয়ানডে বোলার হিসেবে সেরা অভিষেকই হয়নি গাজীর, সে সঙ্গে বিশ্বক্রিকেটেও 'গেইল ঘাতক' হিসেবে পরিচিত হয়ে গেছেন পটুয়াখালীর এই দুর্দান্ত ছেলে। নবাগত গাজীর সঙ্গে অভিজ্ঞ আবদুর রাজ্জাকও এদিন ক্যারিবিয়ানদের নামিদামি ব্যাটিং লাইনআপকে পাড়ার ব্যাটসম্যানদের মানে নামিয়ে এনেছিলেন। নিজের ত্রিশতম জন্মদিনে তিনি তুলে নিয়েছেন পোলার্ড, রাসেল আর রামপালকে। মূলত বাংলাদেশি স্পিনেই বেসামাল অতিথি টিম লেজ গুটিয়েছিল ১৯৯ রানে অল আউট হয়ে। যেন ভয়ঙ্কর ব্যাঘ্রের সামনে মিনমিনে মার্জার। ক্লাস থ্রির ছাত্রকে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটির ক্লাসে বসিয়ে দিলে যেমন হয়, গেইল-পোলার্ডদের ততটাই যেন লেজেগোবরে অবস্থা হয়েছিল সোহাগ গাজী আর আবদুর রাজ্জাকের স্পিনে। ওয়েস্ট ইন্ডিজ যখন ৫ উইকেটে ১০২, গ্যালারিতে ব্যানার উঠল তখনই_ 'বাঘ এসেছে নিজের বনে... রাজা শুধুই বাঘ।' টেস্ট সিরিজে যে সম্মান কেড়ে নিয়েছিলি, এবার ফিরিয়ে দিয়ে যা! পাঁচ ম্যাচ সিরিজের এখনও ঢের বাকি, তারপরও সকাল যদি বাকি দিনটার ইঙ্গিতবাহী হয় তাহলে বাঘের আঁচড়ে রক্তাক্ত ক্যারিবিয়ানদের সামনে কঠিন চড়াই অপেক্ষা করছে। আর মুশফিকের 'ওরে নবীন, ওরে আমার কচিকাঁচা' ব্রিগেডের সামনে চ্যালেঞ্জ প্রমাণ করার এই জয় 'ফ্লুক' নয়। আসলে ক্যারিবিয়ানরা সুন্দর বাণিজ্যিক টি২০ ক্রিকেটে, বাংলাদেশ সুন্দর ওয়ানডে ক্রিকেটে।
এর কারণ গত চারটি ওয়ানডে ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এবং প্রতিপক্ষের নামগুলো হেলাফেলা করার মতো নয়। এশিয়া কাপে ভারত, শ্রীলংকার পর পাকিস্তানের কাছে ফাইনালে শুধু হেরেছিল মুশফিকরা। এর প্রায় সাড়ে আট মাস পর এই ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশিরা। ক্যারিবিয়ানদের সঙ্গে শেষবার গত বছর চট্টগ্রামেও জিতেছিল মুশফিকরা। এই ওয়েস্ট ইন্ডিজকেই ৬১ রানে অল আউট করে দেওয়ার খবর নিশ্চয় ভুলে যায়নি ক্রিকেটপ্রেমীরা। গতকাল বাংলাদেশ ৪০.২ ওভারে ৩ উইকেটে ২০১ রান তুলে জয় নিশ্চিত করার পর এই হারের কথাটি বলেই কিয়েরন পোলার্ডের স্মৃতি উসকে দেওয়ার চেষ্টা হয়েছিল। হারের ক্ষতটি তখনও হয়তো জ্বলজ্বল করছিল। তাই প্রশ্নকর্তার দিকে তাকিয়ে দার্শনিক উত্তর দিয়েছিলেন পোলার্ড_ 'আমরা অতীত নিয়ে পড়ে থাকি না, সামনের ম্যাচ নিয়েই ভাবছি।'
বাঘের ক্ষুরধার আঁচড়টা যে যথেস্ট ব্যথা দিয়েছে ক্যারিবিয়ানদের, তা পোলার্ডের চোখ-মুখ দেখেই স্পষ্ট হয়েছিল। তারও আগে সকালে টস জেতার পরই অবশ্য ক্যারিবিয়ানদের ডাঙ্গায় তোলা জলের মাছের মতো মনে হয়েছিল। মাশরাফির শর্ট অব লেন্থের বলগুলো খেলতে গেইল এবং সিমন্সকে যথেষ্ট বিরক্ত মনে হয়েছিল। তৃতীয় ওভারটিই মেডেন পেয়েছিলেন মাশরাফি। তার অফস্টাম্পের বাইরে দিয়ে মাপা বলগুলোর বেশ কয়েকটি দেখেশুনে ছেড়ে দিয়েছিলেন গেইল। তবে মেজাজ হারিয়ে ডাউন দ্য উইকেটে এসে একটি ছক্কা হাঁকিয়ে উচিত শিক্ষা দিতে গিয়েছিলেন গেইল। ওই ওভারেই ১৪ রান নেওয়ার পর প্রথম দশ ওভারে ৪৭ রান পুঁজি হয় ওয়েস্ট ইন্ডিজের। এরপরই মাশরাফির সোজা আসা বলটি চালাতে গিয়ে এলবিডবি্লউর ফাঁদে পড়েন সিমন্স। তবে দিনের সবচেয়ে বড় মাছটি শিকার করেছিলেন বোধ হয় অভিষিক্ত সোহাগ গাজী। টেস্টের মতো এখানেও গাজীকে তুলে মারতে গিয়ে লংঅনে ক্যাচ দিয়ে বসেন ৩৫ রানে থাকা গেইল। তবে সেটা যেভাবে এক হাতে লাফ দিয়ে লুফে নেন তামিম, তার ভিডিও অনেক দিন শিক্ষানবিশ ক্রিকেটারদের কোচিংয়ে দেখাতে পারবেন কোনো শিক্ষক। গেইল চলে যাওয়ার এক ওভার বাদে ফের গাজীর শিকার, এবারে স্যামুয়েলস গাজীকে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন স্লিপে। ৫০ রানে ৩ উইকেট পড়ার পরও পোলার্ড ছিলেন ঠাণ্ডা মাথায়। কিন্তু ৫০ রানের জুটি গড়ার পর তিনিও রাজ্জাকের বল পুল করতে গিয়ে মিডঅফে মাশরাফির হাতে বন্দি হন। রান নেওয়ার তাড়ায় থাকা ব্রাভো রানআউট হন ৩৫ রানে। অধিনায়ক স্যামিও রিয়াদের বলে লংঅনে ক্যাচ দিয়ে বসেন। রাসেল ফিরে যান রাজ্জাকের বলে বোল্ড হয়ে। ১৩৩ রানে ৮ উইকেট পড়ার পরই ক্যারিবিয়ান বেশ কিছু সমর্থক ক্রিকইনফোতে তাদের মতামত দেন এভাবে_ 'বাংলাদেশের সামনে আরও একটি লজ্জার মুখে ক্যারিবিয়ান দল।' শেষ পর্যন্ত নবম উইকেটে নারিন আর রামপলের ৫৭ রানের জুটি দুইশ'র কাছাকাছি নিয়ে যায় দলের স্কোর।
সাকিব ছাড়া ২০০ রানের টার্গেট নিয়েও পোড়খাওয়া বাংলাদেশি সমর্থকরা চিন্তায় ছিল। তবে তারা এটাও জানত যদি তামিমের শুরুটা তামিমের মতো হয় তাহলে কাজটি সহজ হয়ে যাবে। ইনিংসের দ্বিতীয় বলেই স্যামুয়েলসকে মিডঅফ দিয়ে বাউন্ডারিছাড়া করে বুঝিয়ে দেন তিনি আছেন তার মতোই। তা লক্ষ্য দুইশ' হোক কিম্বা তিনশ'। মিড উইকেট, পয়েন্ট, মিডঅফ, এক্সট্রা কভার_ সব দিক দিয়েই বাউন্ডারি ছুটে তামিমের। তার নতুন সঙ্গী আনামুল হক বিজয় অবশ্য কিছুটা জড়তায় ছিলেন। দেরিতে শুরু করলেও বিজয়ও বেশ কিছু বাউন্ডারি হাঁকিয়েছিলেন। তবে জায়গায় দাঁড়িয়ে বিজয়ের ব্যাট চালানো দেখে ধারাভাষ্যকারও কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তামিম রোচকে ছক্কা হাঁকিয়েই তার পঞ্চাশ রান পূরণ করেন। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন তিনি। এরকম টানা নয়টি হাফ সেঞ্চুরির রেকর্ড রয়েছে জাভেদ মিয়াঁদাদের। তামিমকে সেটা ছুঁতে হলে হাতে থাকা চারটি ম্যাচেই এমনটি করতে হবে। তবে তার আগে গতকালই তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে রান সংগ্রহকারীর জায়গাটি দখল করে নেন। নারিনকে কাট করতে গিয়ে ক্যাচ তুলে দেওয়ার আগে তিনি ৫১ বলে ৫৮ রান করে জয়ের ভিত গড়ে দিয়ে যান। এদিন তার মতো টপ অর্ডারের প্রত্যেকেই প্রায় দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন। মারার বল বাউন্ডারিছাড়া করেছেন, ছাড়ার বলটি ছেড়ে দিয়েছেন। আর এভাবেই বিজয় ৪১, নাঈম অপরাজিত ৫০, নাসির ২৮ আর মুশফিক অপরাজিত ১৬ রান করে সত্যিকার অর্থেই বাঘের রূপ দিয়েছেন গোটা দলের মধ্যে। যা দেখতে হলে সুন্দরবনে বাঘের অভয়ারণ্যে যেতে হয় না, মাঠে এলেই শুনতে পাওয়া যায় তাদের গর্জন। দেখতে পাওয়া যায় তাদের ক্ষিপ্রতা।
আগামী রোববার খুলনা স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

আজমিরীগঞ্জে সেচ প্রকল্পের কমিটি গঠন নিয়ে বিরোধ সংঘর্ষের শংকা

জুনাইদ আলহাবিব
আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে সাহানগর ও রসুলপুর কৃষক সমবায় সমিতি নিয়ে আবারও এলাকায় মতবিরোধ সৃষ্টি হয়েছে। এনিয়ে রসুলপুর গ্রামে পক্ষ বিপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘের আশংকা দেখা দিয়েছে। জানা যায়, সাহানগর-রসুলপুর ভাসমান কৃষক সমবায় সমিতি দীর্ঘ এক যুগ ধরে দুই হাজার একর জমি নিয়ে ঘটিত এলাকায় একটি সেচপ্রকল্প কমিটির মাধ্যমে পরিচালনা করা হয়। কিন্তু ইরি-বেরো মৌসুম এলেই প্রতি বছরই এ সেচ প্রকল্পটি নিয়ে রসুলপুর গ্রামে উঠতি বয়সের পাতিনেতাদের দৌড়ঝাপসহ গ্র“পিং-লবিং শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায়, এসব পাতিনেতাদের হাওরে জমি নেই বললেই চলে। অথচ, এ সুযোগে নিরীহ কৃষকদের প্রলোভন দেখিয়ে নিজেদের পকেট ভারি জন্য এ অপচেষ্টা চালায়। ফলে উল্লেখিত সেচপ্রকল্প নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ১০/১৫ দিন পূর্বে রসুলপুর গ্রামে দুই শতাধিক কৃষক রাত ৮টায় রসুলপুর সরকারি প্রাথঃ বিদ্যালয় প্রাঙ্গনে কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নুরুল হক মিয়াকে ম্যানেজারের দায়িত্ব দেয়া হলেও সভাপতি নিয়োগ নিয়ে ঘটে বিপত্তি। এরপরই সভা পণ্ড হয়ে যায়। পরেরদিন গ্রামে তিনটি  পক্ষের পৃথক পৃথক কমিটি গঠিত হয়। ১ম পক্ষ কমিটির ম্যানেজার নুরুল হক মিয়া ও সভাপতি বর্তমান ইউপি মেম্বার সিদ্দিকুর রহমান, ২য় পক্ষ কমিটির ম্যানেজার সাবেক ইউপি সদস্য শহিদ মিয়া ও সভাপতি মতিউর রহমান এবং ৩য় পক্ষ কমিটির ম্যানেজার দয়াল মিয়া ও সভাপতি শহিদ মিয়া। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আগামী রবিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈধ কমিটিকে সেচপ্রকল্পের অনুমোদন দেয়া হবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। উল্লেখ্য, গত ইরি-বোরো মৌসুমে এভাবেই রসুলপুর গ্রামে একই সেচপ্রকল্প নিয়ে বিরোধ সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে ১২৭ ধারা জারি ঘোষণা করা হয়। পরে দু’পক্ষ থেকে থানায় ডেকে নিয়ে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়।

Thursday, November 29, 2012

সঞ্জীব রায় চক্রবর্তী
আজমিরীগঞ্জে এক প্রাইমারী ছাত্রকে অপহরণ করে হাওরে নিয়ে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। সামায়ুন (৭) নামের ওই ছাত্রকে অপহরণের ৭ ঘন্টা পর স'ানীয় জনতা হাত-পা ভাঙ্গা অবস'ায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গতকাল বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামে। স'ানীয় সুত্রে জানা যায়, গত ৩ বছর পূর্বে রাহেলা গ্রামে লাল মিয়া নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ মামলায় সাক্ষী করা হয় একই গ্রামের বাছির মিয়াকে। এতে আসামী পক্ষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। আসামী ও তাদের স্বজনরা বাছির মিয়াকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকী দিতে থাকে। এক পর্যায়ে গতকাল সকাল ৯টায় বাছির মিয়ার পুত্র প্রাইমারী ছাত্র সামায়ুনকে একই গ্রামের আক্কেল মিয়ার পুত্র শাহানুর (৩২), যতন মিয়া (২৫) ও জাহির (২০) কৌশলে অপহরণ করে নিয়ে যায়। দুুর্বৃত্তরা সামায়ুনকে গ্রামের অদুরে হাওরে একটি ধানের জমিতে নিয়ে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা চালায়। কিন' সামায়ুনকে খুঁজতে তার স্বজনরা তৎপর থাকায় দুর্বৃত্তরা তার একটি হাত ও একটি পা ভেঙ্গে দিয়ে জমিতে ফেলে তারা নিরাপদে পালিয়ে যায়। বিকাল ৪টায় স'ানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সামায়ুনকে আশংকাজনক অবস'ায় সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আজমিরীগঞ্জে কর্তৃপক্ষের চরম অবহেলায় কোটি টাকার পন্টুনটি নষ্ট হয়ে অবশেষে মাটিগর্ভে

জুনাইদ আলহাবিব,২৯ নভেম্বর:

 আজমিরীগঞ্জে কর্তৃপক্ষের চরম অযত্নও অবহেলায় কোটি টাকা মূল্যর দু’টি পন্টুন নষ্ট হয়ে যাচ্ছে। অবশেষে মাটিগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘ এক বছর ধরে পানির নিচে তলিয়ে মরিচা ধরে নষ্ট হয়ে গেলেও এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজর দেননি। ওই দুই নৌ-ঘাটে পন্টুন না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা নৌকাতে উঠা-নামা করছেন। সরেজমিন দেখা গেছে, আজমিরীগঞ্জ পৌর এলাকায় রামকৃষ্ণ মিশন সংলগ্ন ও কাকাইলছেও নৌ-ঘাটের পন্টুনটি অযতœ-অবহেলায় পড়ে অবশেষে মাটিগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, কাকাইলছেও বাজারের পন্টুন তিন বছর পূর্বে প্রচন্ড ঝড়ে ভেসে গিয়ে  কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চারিগ্রামের খালে পানির নিচে তলিয়ে রয়েছে, যা উদ্ধারের কোনো উদ্যোগ নেই। পন্টুনগুলোর লোহারপাত চুরি করে নিয়ে যাচ্ছে দূর্র্র্র্বৃত্তরা। নিত্য দিনই ঘটছে ছোটবড় দূর্ঘটনা। বিশেষ করে স্কুল-কলেজ ছাত্রছাত্রীসহ মহিলা যাত্রীরা নৌকাতে উঠা-নামায় চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।

Wednesday, November 28, 2012

স্কুল ছাত্রীকে মারধোর করার অভিযোগ কাকাইলছেওয়ে বখাটে যুবককে ৩০ হাজার টাকা জরিমানা, কান ধরে উঠবস

মোঃ কুহিন

আজমিরীগঞ্জের কাকাইলছেও হাজী আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে মারধোর করায় ইলিয়াছ নামে এক বখাটেকে ৩০ হাজার টাকা জরিমানা কান ধরে উঠবস করানো হয়েছে। গতকাল বুধবার কাকাইলছেও বাজারে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে ইলিয়াছকে শাসি- দেওয়া হয়। জানা যায়, ওই উপজেলার নজরাকান্দা গ্রামের আলতাফ মিয়ার কন্যা কাকাইলছেও আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী কল্পনা আক্তারকে (১৪) একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে এক সন-ানের জনক ইলিয়াছ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইলিয়াছ তার মোবাইল ফোন দিয়ে কল্পনার ছবি তুলে। সময় কল্পনা এর প্রতিবাদ করলে ইলিয়াছ ক্ষিপ্ত হয়ে কল্পনাকে বেধড়ক মারধোর করে। গুরুতর আহত অবস'ায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরইপ্রেক্ষিতে গতকাল শনিবার কাকাইলছেও বাজারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক ভূইয়ার সভাপতিত্বে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্ব সম্মতিক্রমে কল্পনাকে মারধোর করার অপরাধে ইলিয়াছকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা, স্কুল ছাত্রীর বাবা-মায়ের পা ধরে ক্ষমা চাওয়া কানধরে উঠবস করানো হয়।
আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম
আজমিরীগঞ্জ উপজেলা সদরের খাদ্য গুদামের কোর্য়াটার বহিরাগতদের ভাড়া দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিমাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ খাদ্য গুদামে কর্মরত কর্মকর্তা ও র্কমচারীদের জন্য ৪টি কোয়ার্টার রয়েছে। খাদ্য গুদাম কর্মকর্তা মাহাবুর রহমান চৌধুরী র্দীঘদিন ধরে বিভিন্ন কোম্পানির মোট ১০জনের নিকট ও উল্লেখিত র্কোয়াটার ভাড়া দিয়ে জনপ্রতি প্রতিমাসে ৫শ টাকা করে ভাড়া আদায় করছেন। এর মধ্যে সৌরবিদ্যুতের মাঠ পর্যায়ের প্রতিনিধি রয়েছেন। খাদ্য গুদাম এলাকা সংরক্ষিত থাকা স্বত্ত্বেও রহস্যনক কারণে বহিরাগতদের ভাড়া দিয়ে নিজের পকেট ভারি করছেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় খাদ্য গুদাম এলাকায় সরেজমিনে গেলে দেখা যায়, খাদ্যগুদামের গেইটে একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে। এতে লিখা রয়েছে, ‘খাদ্য গুদাম সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’। কিন' গেইট খোলা থাকার কারণে বহিরাদের আনাগুনা লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে মাহাবুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।

Tuesday, November 27, 2012

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আজমিরীগঞ্জ পৌর এলাকার ৩টি জলাশয় থেকে এক সপ্তাহে দুই লক্ষাধিখ টাকার মাছ বিক্রি করেছে স'ানীয় প্রভাবশালী সিন্ডিকেট। উপজেলা ভূমি অফিসের অসাধু কর্মকর্তার যোগসাজসে সরকারী জলাসয় থেকে মাছ বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তোলপাড় চলছে। সুত্রে জানা গেছে, পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন একটি এবং গোডাউন এলাকায় আরও দুইটি সরকারী জলাশয় রয়েছে। এক সময় ওই ৩টি জলাশয় থেকে স'ানীয় বাসিন্দারা মাছ ধরতেন। কিন' কয়েক বছর পূর্বে রামকৃষ্ণ মিশন এলাকার জলাশয়টি জবর দখল করেন শ্রমিকদল নেতা আব্দুল খালেক ও বাঁশ ব্যবসায়ী মজনু মিয়া। গোডাউন সংলগ্ন জলাশয় দুটি দখলে নেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ও সদস্য ধন মিয়া গ্রুপের লোকজন। এদিকে গত এক সপ্তাহে অবৈধ দখলদাররা ওই ৩টি জলাশয় থেকে দুই লক্ষাধিক টাকার মাছ বিক্রি করেছে। এর মধ্যে ছাত্রলীগ নেতাদ্বয়ের দখলীয় দুই জলাশয় থেকে ১ লাখ ৬২ হাজার টাকা ও শ্রমিকদল নেতার দখলীয় জলাশয় থেকে আরও কয়েক হাজার টাকার মাছ বিক্রি করা হয়। কিন' প্রকাশ্যে সরকারী জলাশয় থেকে মাছ বিক্রি করা হলেও স'ানীয় ভূমি অফিসের কর্মকর্তা ছিলেন নিরব। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

Monday, November 26, 2012

ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে ছাত্রদলের মিছিল

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম

ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল সোমবার হবিগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। দলীয় প্রেস বিজ্ঞপ্তি ও আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- 
জেলা ছাত্রদল ঃ হবিগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি মিছিল শহরের শায়েস্তানগরস্থ হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনু। জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও ১ম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মজনু, গাজী আফজল, আলমগীর মিয়া, হারিছ চৌধুরী, মিজানুর রহমান মিজান, জনি পারভেজ, সৈয়দ রুবেল আহমেদ, রনক হাসান তারেক, শেখ মখলিছ, আব্দুল আজিজ, শেখ মিজান, সৈয়দ রুহেব হোসাইন, মকসুদ আলী, এমদাদুল হক লিটন, মহিবুর রহমান শাওন, রাইছুল আলম রাজু, মিজানুর আলম, মাহী কিবরিয়া সবুজ, রফিকুল ইসলাম, মহিতুল হক সুজন, রকিবুল হাসান হুমায়ুন, নুর আলম, হাসান, সাইদুর, শিফন, তারেক, আশরাফুল, আনি, রাসেল প্রমুখ।
ছাত্রদল মুশফিক ঃ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ-এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে স্থানীয় কোর্ট প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন সেলিম। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসবী সাঈদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান উজ্জল, ফারুক আহমেদ, আজিজুর রহমান আজিজ, হারুনুর রশিদ হারুন, আজিজুর রহমান মিজান, এমদাদ আহমেদ চৌধুরী, আলমপনা চৌধুরী মাসুদ, গোলজার খান, আরিফে রাব্বানী টিটু, শাহ আঙ্গুর আলী, প্রমূখ।
ছাত্রদল আব্দুল গাফফার চৌধুরী ঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও দেয়ার হুমকির প্রতিবাদে ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হবিগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে বেবীস্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির প্রথম সদস্য আব্দুল গাফফর চৌধুরী সোহলের সভাপতিত্বে  ও যুগ্ম আহবায়ক ফখরুল আলম বাবুল ও সৈয়দ আজহারুল হক বাকুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, শাহ সালাউদ্দিন টিটু ও কুতুব উদ্দিন শামীম, সিনিয়র সদস্য আব্দুল আহাদ আনছারী, মাহবুবুল আলম রিপন, আব্দুল বারিক লিটন, আবুল কালাম আজাদ, মোঃ সাদী, নাসির আহমেদ, কামরুজ্জামান, শিপার আহমেদ, সুমন, বাবলু, উমান, খোকন, বাবলু, রোপন প্রমূখ।

বিশেষ কলাম.................................এক মালালার জন্য কত কদর.ফিলিস্তিন জোড়ে শত মালালার কবর

জুনাইদ আলহাবিব

৯ অক্টোবর কে বা কারা পাকিস্তানি এক অল্পবয়সি তরুণি সব কন্যাশিশুর শিক্ষার অধিকার আদায়ের দাবিদার মালালাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে, আর তার দোষ চাপিয়েছে তালেবানদের উপর। আহত মালালাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কোনো উন্নতি না দেখায় উচ্চ চিকিৎসার জন্য তাকে বৃটেনে পাঠানো হয়। সেখানে মালালার উচ্চ চিকিৎসা করানো হয়। মালালাকে এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেয়ার দাবিতে সারা বিশ্ব ক্রমে জোরালো হয়ে উঠেছে। প্রায় ৩০ হাজার ব্রিটিশ নাগরিক মালালাকে এ পুরস্কারে মনোনয়ন দেয়ার জন্য তাদের সরকারকে উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান। এ দাবিতে গণস্বক্ষর করে তারা। আর এ দিনটিকে মালালা দিবস আখ্যায়িত করেছে। এদিকে মালালা দিবস ঘোষণা করায় জাতিসংঘসহ সারা বিশ্বের মানুষের কাঝে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মালালা ইইসুফজাই। এ তো মাত্র এক মালালার জন্য। তার জন্য এতকিছু!
কিন্তু বিশ্বের ফিলিস্তিনি মালালাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। বোমা মেরে সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। অথচ, ইসরায়েল বলছে, ফিলিস্তিন গাজায় ইসরায়েল কার্যত সামরিক শক্তির মহড়া দিয়ে ইরানকে সর্তক করেছে মাত্র। এ দেখি এক খেলা। মনে চাইল বোমা মেরে, রকেট ছেড়ে হাজার হাজার মানুষ হত্যা করল, আর পড়ে বলল অমুক দেশকে সর্তক করার জন্য এমনটা করা হয়েছে। এখন কই গেল বিশ্ব বিবেক? নাকি এটাও বিশ্ব রাজনিতিবিদদের রাজনিতি! কই এ ধ্বংসযজ্ঞ বন্ধ করা বা দমানোর জন্য পর্যন্ত তো কেউ এর পক্ষে কথা বলতে রাজি নন। কথা বলে বিশ্বের কাছে দোষি হতে চান না ওরা। এজন্য কথা বলছে না। যদিও আরবলীগ তাদের পক্ষে হয়ে কিছু বলেন। তবুও তাদের মনে ভয় সঞ্চার করছে হরদম। 
বিশ্বের সন্ত্রাসকে মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে সন্ত্রাসমুক্ত বিশ্বসমাজ গড়তে মুসলমানদের নিশ্চিহ্ন করতে চায়। শুধু চাচ্ছেই না। একের পর এক মুসলমানদের উপর আক্রমণ করেই চলেছে। বর্তমান বিশ্বের ফিলিস্তিন ও আরাকান মুসলমানদের প্রতি নজর দিলেই এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। আর সিরিয়ার কাহিনি তো কারো অজানা নেই। যারা সকালে উঠে সংবাদপত্রে চোখ রাখেন, তারা ভাল করেই জানেন। কিন্তু এরপরও বিশ্বের মোড়লরা আজ নিরব।
সারা বিশ্বের সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদ এবং উচ্ছৃংখলতার পরিস্থিতির সৃষ্টিকারিরা হল বর্তমান বিশ্বের ইহুদি-খৃস্টান, বৌদ্ধ এবং ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের অনুসারিরা। আমি দ্ব্যার্থকণ্ঠে বলতে পারি, ইসলাম এবং মুসলমান ছাড়া বর্তমান বিশ্বের বিধর্মীরাই সন্ত্রাস এবং নৈরাজ্যতা সৃষ্টিকারি। কিন্তু সৃষ্ট এত সমস্ত দোষ ইসলাম এবং মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে বিশ্বের সমাজ থেকে সন্ত্রাসমুক্ত  করছে আর বুঝাতে চাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড মুসলমানরা করছে, আর আমরা শুধু বিশ্ব শান্তির জন্য সন্ত্রাস মুলোৎপাটন করছি মাত্র। আমার জীবনের ২৫টি বছর কাটিয়েছি। এর মাঝে অনেক ইতিহাস পড়েছি। তাতে দেখেছি শুধু বিধর্মীরাই সন্ত্রাসী এবং জঙ্গি অপতৎপরতা চালিয়েছে।
ফিলিস্তিনি ছোট ছোট কোমলমতি শিশুরা তাদের কাছে কি দোষ করেছে যে, তাদের উপর বোমা হামলা করে তাদের হত্যা করা হচ্ছে? তাদেরও তো সন্তান আছে? মায়া-মমতা কি তাদের হতে লোপ পেয়েছে নাকি?
যদি কোনো প্রতিরোধমুলক যুদ্ধে নামতে হয়, তাহলে কোনো শিশু অথবা নারীদের উপর আক্রমণ করা যাবে না বলে এ মর্মে নিষেধাজ্ঞা আছে ইসলামে। কিন্তু এরকম বিধি-বিধিান বা মন-মানসিকতা অন্য কোনো ধর্মেই নেই। এরা নির্দ্বিধায় মুসলমান শিশু-নারীদের হত্যা করছে। একটুও ভ্রক্ষেপ করছে না । বরং ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বিশ্বে মুসলমান নিধন চালাচ্ছে। আর মুসলমানদের মাঝেও একটা মুনাফিকগোষ্ঠী আছে, যারা ওদের সাথে তাল মিলিয়ে মুসলমানদের দোষি সাব্যস্ত করে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বলে গালি দিয়ে একটুও চিন্তা করছে না যে, সেও একজন মুসলমান ঘরের মুসলমান। আসলেই কি ওরা মুসলমান! আমি সন্দিহান পুরোটাই যে, তারা মুসলমান কি না?
মুসলমানদের ইসলামের উপর কোনো আঘাত এলে তার প্রতিবাদটুকুও পর্যন্ত করতে পারে না, এমনি শুরু হয়ে যায় বিশ্বে হুলুস্থুল। এ কিসের হুলুস্থুল? ওরা মাথাচাড়া দিয়ে উঠে এবং বলে, এটা জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকান্ড। ইসলাম এবং মুসলমান ছাড়া অন্য কেউ মুসলমানদের উপর স্টিম রোলার চালায়, তখন ওরা বলে, তারা তো তাদের প্রাপ্য আদায় করছে মাত্র।
হায় বিশ্বের মোড়লরা এবং কতিপয় নামধারি সরকারি কাগজপত্রে মুসলমানরা! তোমাদের জন্য আফসোস হয়, পরকালে তোমরা মহান বিচারক আল্লাহ তা’য়ালার কাছে কী জবাব দেবে?


লেখক ও সাংবাদিক
জুনাইদ আলহাবিব
আজমিরীগঞ্জ,হবিগঞ্জ।
ই-মেইলঃ- junaidalhabibi@yahoo.com

Saturday, November 24, 2012

আলীগঞ্জ বাজারে জনসভায় এমপি মজিদ খান ২শ’ কোটি টাকা ব্যায়ে হাওর উন্নয়ন প্রজেক্টে বানিয়াচং-আজমিরীগঞ্জকে অন-র্ভূক্ত করা হয়েছে

উমর ফারুক শাবুল ॥
বানিয়াচংয়ে আই আর আই ডিপি প্রকল্পের আওতায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলীগঞ্জ রাস- থেকে কাটখাল ঈদগাহ পর্যন- রাস- উন্নয়ন খাগাউড়া বাজার থেকে সারংপুর গ্রামের রাস- উন্নয়নের দুইটি প্রকল্পের কাজের ভিত্তি প্রস- 'াপন করেছেন এমপি আলহাজ্ব আব্দুল মজিদ খান। উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৪টায় বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ বাজার খাগাউড়া ইসলামীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা মাঠে পৃথক পৃথক জনসভায় এমপি মজিদ খান প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, পুকড়া খাগাউড়া ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ইউনিয়নের জনগণ আমাকে যেভাবে সম্মান করে সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমিও সেই সম্মানের সঙ্গে আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে সম্মান করতে চাই। তিনি বলেন, আমার জন্ম এই ইউনিয়নেই। আমার পিতাও ছিলেন একজন কৃষক, আমি সংসদে গিয়ে কৃষকদের পক্ষেই কথা বলেছি। জন্যই ২শকোটি টাকা ব্যায়ে হাওর উন্নয়ন প্রজেক্টে বানিয়াচং-আজমিরীগঞ্জকে অন-র্ভূক্ত করা হয়েছে এবং ২০১৯ সালের মধ্যে সেই প্রকল্পটি সম্পূর্ণভাবে বাস-বায়ন হবে। অচিরেই টেন্ডার কার্যক্রমসহ যাবতীয় কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। সভায় বক্তব্য রাখেন, জেলা  আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী তরুন ব্যানার্জি, ঠিকাদার উজ্জল মিয়া।
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আবারও বেপরোয়া হয়ে উঠেছে বখাটের দল। জেলা সদর থেকে শুরু করে প্রত্যন- এলাকায় বখাটেদের উৎপাতে মানুষ অতিষ্ট হয়ে উঠছে। বিভিন্ন স'ানে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষনিক এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস'া গ্রহণ করেও দমানো যাচ্ছে না। বখাটেরা স্কুল, কলেজ, হাসপাতালসহ বিভিন্ন পয়েন্টে দাড়িয়ে থেকে যুবতি মহিলা ও ছাত্রীদের হয়রানী করছে। হবিগঞ্জ শহরের মহিলা কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্পটে বখাটেরা উৎপেতে থাকে। এরা স্কুল, কলেজগামী ছাত্রীদের পিছু নিয়ে উত্যেক্ত করে থাকে। কখনও মোবাইল ফোনে গান বাজিয়ে অথবা ছবি তুলে হয়রানীর চেষ্টা চালায়। শুধু হবিগঞ্জ শহর নয় বিভিন্ন গ্রাম গঞ্জেও এদের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামে বখাটে যুবকের যৌন হয়রানীর প্রতিবাদ করায় এক যুবতিকে প্রহার করা হয়েছে। এছাড়া আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের নর্জাকান্দা গ্রামে ছবি তোলার প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রীকে প্রহার করেছে বখাটে ও তার স্বজনরা। আহত যুবতি ও স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে কালাইনজুড়া গ্রামের আব্দুল লতিফের কন্যা রাফেলা বেগম (১৯) পুকুরে গোসল করতে গেলে একই গ্রামের কালো মিয়ার বখাটে পুত্র আলম মিয়া (২৫) তার ওড়না ধরে যৌন হয়রানীর চেষ্টা চালায়। তার আর্ত চিৎকারে উভয় পক্ষের লোকজন এগিয়ে আসে। এতে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই বখাটে ও তার সহযোগীরা রাফেলাকে প্রহার করে। আহত অবস'ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার হাজী আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নর্জাকান্দা গ্রামের অলফত মিয়ার কন্যা কল্পনা আক্তারকে প্রহার করেছে বখাটে ইলিয়াছ আলী (২৩) ও তার সহযোগীরা। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় স্কুল থেকে বাড়ি আসার পথে প্রতিবেশী বখাটে ইলিয়াছ আলী কল্পনাকে রাস-ায় দাড় করিয়ে মোবাইল ফোনে তার ছবি তুলে। এর প্রতিবাদ করলে ওই বখাটে ও তার লোকজন কল্পনাকে মারধোর করে। আহত অবস'ায় ওই স্কুল ছাত্রীকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কল্পনার পিতা এ বিষয়টি স'ানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছে। সমপ্রতি আজমিরীগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন স'ানে বখাটেরা সক্রিয় হয়ে উঠেছে। আজমিরীগঞ্জ সদরের ৮টি স্পটে চলছে এদের উৎপাত। এসব স্পটে বখাটেরা মোবাইল ফোন নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দাড়িয়ে থাকে। মোবাইল ফোনে ছবি তুলে বা গান বাজিয়ে বখাটেরা ছাত্রীদের উত্যেক্ত করে। এর মধ্য উল্লেখযোগ্য স্পট হলো আজমিরীগঞ্জ সদরের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক, পোষ্ট অফিস সড়ক, আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন সড়ক, রামকৃষ্ণ মিশন রোড, জগৎজ্যোতি সড়ক, নগর রাস-া ও এবিসি পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক। উল্লেখিত স্পট গুলোতে প্রতিদিনই বখাটেরা আড্ডা জমায়।

আজমিরীগঞ্জের যুবকের সিলেটে রহস্যজনক মৃত্যু ॥ আত্মহত্যা না পরকীয়ার বলী?

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
 সিলেট শহরতলীতে আজমিরীগঞ্জের বাসিন্দা শামছুজ্জামান (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটে ঘরের তীরে ঝুলন- অবস'ায় তার লাশ উদ্ধার করা হয়। তবে সে আত্মহত্যা করেছে না কি পরকীয়া প্রেমেরবলী হয়েছে এ নিয়ে চলছে আলোচনা ঝড়। গতকাল শুক্রবার সিলেট থেকে তার লাশ আজমিরীগঞ্জে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়েছে। আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগর গ্রামের গুল্লু মিয়ার পুত্র শামছুজ্জামান দীর্ঘ ১০ বছর ধরে সিলেট শহরে হোটেল বয়ের কাজ করে আসছে। ময়মনসিংহের এক যুবতিকে বিয়ে করে সিলেট শহরতলীতে বসবাস করছে সে। গত বৃহস্পতিবার শামছুজ্জামান মোবাইল ফোনে তার পিতাকে জানায় সে অসুস'্য। তাকে সিলেট থেকে নিয়ে যেতে অনুরোধ করে। ওই দিনই সকাল ১১টায় ঘরের তীরে রশি দিয়ে ঝুলন- অবস'ায় তার লাশ পাওয়া যায়। তবে তার পা দুইটি মাটির সাথে লাগানো ছিল। এছাড়াও তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার স্ত্রী ও শাশুড়ী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন- শেষে গতকাল শুক্রবার তার লাশ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে আসে। তবে শামছুজ্জামানের স্ত্রী লাশের সাথে গ্রামের বাড়িতে আসেনি। এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় বইছে।

Friday, November 23, 2012

ইসলামের শত্র“রা মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে----নবীগঞ্জে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে বক্তাগণ

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
 ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এর উদ্যোগে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক ইসলামী মহসম্মেলনে বক্তারা বলেছেন, বর্তমান সময়ে ইসলামের শত্র“রা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওই চক্র নতুন নতুন ফেতনার সৃষ্টি করছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে হক ও বাতিলকে চিহ্নিত করে সকল মুসলমানদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। বক্তারা লা-মাযহাবীদের চক্রান্ত থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, মাজহাব মানতেই হবে।
শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জীর সভাপতিত্বে ও মুফতি শাহ আব্দুল হকের পরিচালনায় মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমান মাওলানা আব্দুল মালিক আমীনুত তা’লীম মারকাযুদ দা’ওয়া আল ইসলামীয়াহ ঢাকা। প্রধান বক্তা ছিলেন শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি ছিলেন শায়খুল হাদীস মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া, মাওলানা তাহফিমুল হক। এতে দেশের আরো বিখ্যাত আলেম ওলামাগণ ওয়াজ ফরমান।
সম্মেলনে সরকারের প্রতি বেশ কিছু দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- দেশের বিভিন্ন স্থানে অনৈসলামিক কার্যকলাপ অনৈতিক কর্মকান্ড যথা নাচ, গান, জুয়া, যাত্রা, হাউজি বাম্পার, বেহায়াপনাসহ আনন্দমেলা ও বাণিজ্যমেলার নামে জুয়া  যাত্রা অশ্লীল নৃত্য এবং সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং সরকার কর্তৃক নারী নীতিমালায় কোরআনের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো ও ধর্মহীন শিক্ষা নীতি বাতিল করতে হবে।
এছাড়া সম্মেলনে দারুল উলুম দেওবন্দের শিক্ষা ব্যবস্থার অনুসারী ক্বওমী মাদ্রাসা সমূহের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্রের মোকাবেলায় সজাগ দৃষ্টি রাখার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানানো হয়। বিশ্ব মুসলিম নির্যাতনের ধারাবাহিকতায় ফিলিস্তিনি ও বার্মার আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়ণ বন্ধের ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের কাছে জোর দাবি জানানো হয়।
ঐতিহাসিক এ ইসলামী মহসম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মিঠু, প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ। এছাড়া আলেম ওলামাদের মধ্যে ছিলেন মাওলানা হোসাইন আহমেদ নূরী, মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা আব্দুল মালিক, মাওলানা হাফিজ খালেদ সাইফুল্লাহ খান, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা নুরুল হক, মাওলানা রুহুল আমীন, মাওলানা মহিবুর রহমান, মাওলানা আবু সালেহ জাকারিয়া, মাওলানা আব্দুর রকিব হক্কানী, মাওলানা মোশাইদ আলী, মাওলানা মোতইহর আলী, মাওলানা ইয়াকুত মিয়া প্রমুখ।

Thursday, November 22, 2012

আজমিরীঞ্জ শিবপশায় কৃষানী সমাবেশ.

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম

গতকাল সকালে আজমিরীঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে সিএসআরএল, গ্রো, অক্সফাম এর সহযোগিতায় ও এনজিও আবাসের আয়োজনে এক কৃষানী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান তফছির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আজমিরীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মিসেস হেনা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ নজমুল হাসান ও এসেড এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। সভা সঞ্চালনা করেন আবাস চেয়ারম্যান শাহ মোঃ বাহাউদ্দিন সেলিম। প্রধান অতিথি কৃষানীদের শ্রমের স্বীকৃতি হিসেবে কৃষানী কার্ড প্রদানের দাবি জানান

Wednesday, November 21, 2012

আজমিরীগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক গোলাম ফারুকের মায়ের ইন্তেকাল----মেয়র জি কে গউছ ও ডাঃ জীবনের শোক

স্টাফ রিপোর্টার ॥
আজমিরীগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও বিএনপি আজমিরীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুকের মা মোছাঃ সমরুন্নেছা (৭৫) গতকাল ভোরবেলা সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বেলা ২টায় আজিমনগর মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
বিএনপি নেতা গোলাম ফারুকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আজমিরীগঞ্জে শীত মৌসুমে লেপ-তুষক তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ধোনকররা

জুনাইদ আলহাবিব
আজমিরীগঞ্জ থেকে:শীতের তীব্রতা বাড়তে না বাড়তেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন ধোনকরগণ। গত ১৫ দিন ধরেই  শীতের আগমনী বার্তা লক্ষ্য করা যাচ্ছে। দিনে রোদের তাপ থাকলেও পরন্ত বিকেল থেকেই হিমেল বাতাস ও হালকা কুয়াশায় এবং ভোরে শিশির ভেজা ঘাস জানিয়ে দেয় শীত আগমন। অন্য বছরের তুলনায় এবার একটু আগেই শীত নেমে পড়েছে। শীতের খুশিতে ব্যস্ত  হয়ে পড়ছেন তুলা ব্যবসায়ি ও ধোনকরগণ। সেই সাথে গরম কাপড়ের গার্মেন্স ব্যবসায়িগণ। শীতের আগমনে এসব দোকান গুলোতে দোকান মালিকগণ অধিক পুজি নিয়ে ব্যবসায় নামছেন বলে জানা যায়। আজমিরীগঞ্জ উপজেলা সদরসহ ভাটি এলাকার বিভিন্ন হাট-বাজারের ধোনকর ও তুলা ব্যবসায়িগণ লেপ, তুষক ও জাঝিম বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন। অনেককেই বিভিন্ন জায়গা থেকে তুলা এনে গোদামজাত করতে দেখা যাচেছ। এদিকে, কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের ধোনকর মস্তুু মিয়ার সাথে আলাপকালে তিনি জানান, ৫০ বছর ধরে এ পেশায় কাজ করে জীবিকা র্অজন করে যাচ্ছি। আগের চেয়ে এখন লেপ-তুষক বানাতে আগ্রহ নেই অনেকেরই। তবে বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায়, প্রচন্ড শীত মোকাবেলার জন্য অনেকেই নিজেদের পছন্দ মত লেপ-তুষকের অর্ডার দিচ্ছেন। আর এ সুযোগে ধোনকরগণ ভাল মুনাফার আশায় দিন রাত পরিশ্রম করে যাচেছন।

Tuesday, November 20, 2012

আজমিরীগঞ্জ বাজারে এক নিরীহ ব্যবসায়ীর দোকান ভিট দখল করে নিয়েছে যুবলীগ নেতা নামধারী এক প্রভাবশালী ব্যক্তি।

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম

আজমিরীগঞ্জ বাজারে এক নিরীহ ব্যবসায়ীর দোকান ভিট দখল করে নিয়েছে যুবলীগ নেতা নামধারী এক প্রভাবশালী ব্যক্তি। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ জামান আলীর নেতৃত্বে স'ানীয় যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওবায়ের মিয়া ও সাবেক সহ-সভাপতি রহিবুল রহমান খানসহ একদল প্রভাবশালী লোক আজমিরীগঞ্জ চর বাজারের ড়্গুদ্র ব্যবসায়ী নিরীহ রিপন কুরির দোকান ভিট জোর পূর্বক দখল করে নেয়। এব্যাপারে আজমিরীগঞ্জ থানায় যুবলীগ নেতা ওবায়ের মিয়াসহ বেশ কয়েকজনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায় রিপন কুরি গত ১২ বছর যাবত আজমিরীগঞ্জ চর বাজারে মাটি ভরাট করে সরকারের কাছ থেকে খাস ভিট লাইন্সেস বন্ধোবসত্ম এনে ব্যবসা বানিজ্য করে আসছে। এই জায়গার উপরে কুদৃষ্টি পড়ে জামান আলীসহ ওই প্রভাবশালী মহলের। আজমিরীগঞ্জ থানার এসআই সাজ্জাদুর রহমান ঘটনা স'ল পরির্দশন করেছেন।

বাংলাদেশ আজ বিশ্বে দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে পরিচিত ॥ হবিগঞ্জ পৌরসভা মাঠে চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে পরিচিত। যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজও বাস্তবায়িত হয়নি। জাতীয় সংসদের ৯৭ ভাগ সদস্যকে জারিপে নীতিহীন বলা হয়েছে। আমাদেরকে এ অবস্থা থেকে মুক্তি পেতে হবে। তিনি বলেন দেশে এখন তিনটি রাজনৈতিক দল রয়েছে। বিএনপি, আওয়ামীলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। অপরাপর ইসলামী দলগুলো ১৪ দল বা ১৮ দলীয় জোটভূক্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যা আল্লাহ ও নবী (সঃ) এর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। টিপাইমূখ বাধ নির্মাণের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম ভারতের এ কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়।
চরমোনাই পীর গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে সন্ত্রাস, দুর্নীতি ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতি বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিশাল সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা সভাপতি মহিবউদ্দিন আহমেদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মুফতি হেমায়েতুল্লাহ, মাহবুবুল আলম সোহেল, মাওলানা মুফতি তাজুল ইসলাম, আতাউর রহমান আরেফি প্রমূখ। সভা পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুল হুদা।
চরমোনাই পীর আরো বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৯০ ভাগ মুসলমান। সমাজতন্ত্র পুজিবাদ ও ধর্মনিরপেক্ষতায় মুক্তি আসবে না। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। আগামী তিন মাসের মধ্যে সারা দেশের ওয়ার্ড পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কমিটি গঠন করে এ দলকে শক্তিশালী করার আহবান জানান তিনি। সমাবেশে জেলার ৮টি উপজেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।

Monday, November 19, 2012

বাহুবলে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বাহুবল প্রতিনিধি
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দিগম্বর বাজার এলাকা থেকে সোমবার রাতে আমেরিকায় তৈরি একটি পিস্তলসহ ফুল মিয়া (৫৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

ফুল মিয়া বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মহাসড়কের দিগম্বর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মেসার্স সুমন স্টোরের সামনে থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তলসহ (৭ দশমিক ৬২ মিলিমিটার, টাইপ-৭৭, ৭ দশমিক ৫ ইঞ্চি লম্বা) তাকে আটক করা হয়।

আটক ফুল মিয়া দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার সঙ্গে জড়িত। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

Sunday, November 18, 2012

হবিগঞ্জে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল--

হবিগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতারের প্রতিবাদে ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

রোববার বেলা সাড়ে ১০টায় শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মোশাহিদ আলমের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়কের তিনকোণা পুকুরপাড় এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর জমিলুন্নবী ফয়সল, তাছলিম আলম মাহাদী, হামিদুল ইসলাম, নজরুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সেক্রেটারি আব্দুর রউফ বাহার, লুৎফুর রহমান, জেলা শিবিরের সেক্রেটারি আতিকুল ইসলাম সোহাগ, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান খান, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মহসিন আহমেদ, বৃন্দাবন সরকারি কলেজ শিবির সভাপতি জহিরুল ইসলাম, হবিগঞ্জ শহর সভাপতি এস এম নাদির শাহ, শিবির নেতা আজিজুল হক, সাইদুল ইসলাম, হোসাইন আহমদ, জামাল মিয়া প্রমুখ
অংশ নেন।

Saturday, November 17, 2012

কলাম--------------------------------সন্ত্রাস,জঙ্গি অপবাদ দিয়ে বিশ্বে মুসলিম নিধন চলছে

 শিহাব আল মাহমুদ
দুনিয়ার শুরু লগ্ন থেকেই মুসলমানদের উপর বিভিন্ন রকম জুলুম,অত্যাচার হত্যা নির্যাতন চলছে। আর আজকের চলমান বিশ্বেও সন্ত্রাস,জঙ্গিবাদ অপবাদ দিয়ে মুসলিম নিধনের মেতে উঠেছে পশ্চিমা বিশ্বের বিধর্মীরা। একের একের এক মুসলিম রাষ্ট্র গুলি সন্ত্রাসি আখ্যায়িত করে হামলা চালিয়ে নির্বিচারে শিশূ,নারী-পুরুষ  বিশ্ব থেকে মুসলিমদের নিশ্চিন্ত করতে   হত্যা করে চলেছ। ইসলামে সন্ত্রাস নেই, সন্ত্রাসকে ইসলাম প্রশ্রয় দেয়না। আজকে সেই ইমলাম ধর্মালম্বীদের বিশ্বের দরবারে মুসলমানদের সন্ত্রাস হিসাবে পরিচিত করতে কিছু কিছু মিডিয়া যেন এজেন্ডা হিসাবে আবির্ভাব হয়েছে। বিশ্ব সন্ত্রাসী লালনকারী আমেরিকার ততকালিন প্রেসিটেন্ট জর্জ বুশ বিশ্ব নন্দিত বজুর্গ উসামা বিন লাদেনকে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করে আফগানস্তানে মুসলিম নিধনে যে স্ট্রিম রোলার চালিয়ে ছিল জাহিলি যুগের বরবরতা হার মানিয়েছে। এখনও চলছে ইসলাইলি কর্তৃমফিলিস্তিনে মুসলিম হত্যা। রবিবার নতুন করে হামলা চালিয়ে ৭০জন শিশূসহ মুসলমানকে হত্যা করেছে ইসরাইলি সেনা বাহিনী।৭২ হাজার বাহিনীকে প্রস্তুত করে রেখেছে  মুসলিম নিধনের জন্য। মায়ানমান,ভারতের আসামেও চলেছে মুসলমানেদর উপর ব্যাপক নির্যাতন। কই এদের পাশেতো কাউকে এগিয়ে আসতে দেখিনি। কোন মিডিয়াতো নয়। কিন্তু যারা ইসলাম রক্ষা করতে  অস্ত্রবাজ কাফিরদের বিরুদ্ধে উমর,উসমানের সাহসী সৈনিকের ন্যায় লড়ে যাচ্ছে জঙ্গি। সম্প্রতি পাকিস্তানি ১৪ বছরের মালালাকে নিয়ে মিডিয়ার যে হুইচুই দেখলাম সত্যিই আমি আশ্চর্জ হয়েছি। যে মালালা কোমল মুতি শিশুদের ইসলাম বিদ্ধেশি কাজে ধাবিত করছে। আর সেই মালাল মুসলিম সৈনিকদের বিরুদ্ধে কলম ধরতে একটুও কাপেনি। তার পরই তালেমবানদের গুলিতে আহত হলে বিশ্বে ইহুদী এজেন্ডদারী মিডিয়ার শুরু নিউজ আপডেটের প্রতিযোগীতা। বিশ্বের পশ্চিমা দেশ গুলোর পাশাপাশি বিশ্বের পশ্চিমামতবাদী বুদ্ধিজিবিদের শুরু কান্না। তার চিকিতসার জন্য এগিয়ে আসে বৃটেন। কেন?তার জন্য মায়া কেন? যাদের অস্ত্রের থেকে রেহাই পাচ্ছে মুসলমানদের কোমলমেতা শিশু,রানী.পুরুষ কই তাদের জন্যতো কেউ কাদেনি। মিডিয়াতো ওদের উপর নির্যাতনের ভিডিও বা ফোটো প্রকাশ করেনি। ওদের সাহায্যের জন্য কেউতো এগিয়ে আসেনি।এ কোন বিচার? কোথায় বিশ্বের শান্তিকামীগন। বর্তমান বিশ্বে দেখা যায় রাস্ট্র প্রধান ভাষনে শুধু সন্ত্রাস নির্মূলেনর কথা শুনা যায়। দেখা যায় তারাই বড় সন্ত্রাসীদের লালন পালনকারী। বাংলাদেশ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরাও জঙ্গি বিরোধী কথার বলে থাকে। ভাল সবাই সন্ত্রান মুক্ত চাই। কিন্তু উনাদের কথা বলা আর চেহারা মিলে না ইঙ্গিতটা ঠিকই বাংলাদেশর আলেম সমাজের দিকে।বাংলাদেশর আলেমকোল শিরোমুনি ইসলামী বিরোধী আন্দোলেনর লড়াকু সৈনিক মুফিত আমিনীকে তারা জঙ্গি বলতে মূখে লাগেনা।এতো বড় সাহস তাদের কে দিল। তবে ইসলাম ও মুসলমানদের বিজয় একদিন হবেই।

                          প্রেরক
                          শিহাব আল মাহমুদ
                         বাহরাইন.মুহাররাক সিটি
                         ০০৯৭৩৩৬৮১২৮৩৪   

যুবলীগ আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার জেলা কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স' টিটু স্বাক্ষরিত এক পত্রে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করেন। আগামী ৯০ দিনের প্রতিটি ইউনিয়ন কমিটির সম্মেলন সমাপ্ত করে উপজেলা সম্মেলন করার নির্দেশ দেয়া হয়েছে। আব্দুল কদ্দুছ সেনকে আহ্বায়ক, তোফায়েল আহমেদ ভূইয়া, মাহমুদুল হাসান রুবেল, বাবলু রায় ও গাজির রহমানকে যুগ্ম আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যকরী সদস্যরা হলেন মোঃ কামাল হোসেন, মোঃ শামীম মিয়া, জহিরুল ইসলাম সেন্টু, মোঃ আল আমিন, রজত রায়, শিহাব উদ্দিন, বিশ্বজিত দাশ, মোহন মিয়া, তজিমুল মিয়া, রিপন কুমার গোপ, মুক্তার হোসেন, আব্দুর রহমান, তাপস খান, ইফতেখারুল আলম তারেক, মোশাররফ হোসেন মজনু, মোঃ ওবায়ের মিয়া, প্রসেনজিৎ রায়, সঞ্জিত পুরকায়স', কবির হোসেন, জয়দেব দাশ, শ্যামল মিয়া, আছকির মিয়া, শেবলু মিয়া, শাবাজ মিয়া, ফিরোজ আলম, বিলাল মিয়া, ইমরান হোসেন, পলাশ খান, কিবরিয়া চৌধুরী, সোহাগ চৌধুরী, সাবিবর মিয়া, ইয়াওর মিয়া, আজিজুর রহমান নিকসন, মাহবুবুল আলম মাক্কু, মমিনুর রহমান সজিব ও মোঃ নাহিদুল হাসান চৌধুরী সোহাগ। খবর বিজ্ঞপ্তির

Friday, November 16, 2012

আজমিরীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে পানি সঙ্কট রোগীসহ কোয়ার্টার বাসিন্দাদের দুর্ভোগ----আজমিরীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে পানি সঙ্কট রোগীসহ কোয়ার্টার বাসিন্দাদের দুর্ভোগ

সঞ্জীব রায় চক্রর্বতী
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সের কোয়ার্টারের বাসিন্দাসহ রোগীরা পানি সংকটে ভূগছেন। পানি সাপ্লাইয়ের মোটর বিকল হয়ে পড়ায় স্বাস'্য কমপ্লেক্সের রোগী এবং কোয়ার্টারে বসবাসরত ডাক্তার, নার্স ও আয়াসহ কর্মচারীরা এ সংকটে পড়েছেন। গত ১০ দিন ধরে পানি সমস্যা বিরাজ করলেও অদ্যাবদি কার্যকর কোন ব্যবস'া নেয়া হচ্ছে না। এতে টয়লেটগুলোর উৎকট দুর্গন্ধে স্বাস'্য কমপ্লেক্সের পরিবেশ হুমকরি মুখে পড়েছে। রোগী ও কোয়ার্টারের বাসিন্দারা সাপ্লাইয়ের পানি না পেয়ে পুকুরের পানি দিয়ে দৈনন্দিন কাজ করেছেন। জানা গেছে, স্বাস'্য কমপ্লেক্সের ৬টি কোয়ার্টারে ১৫টি পরিবার বসবাস করছে।

আগামীকাল থেকে মাধবপুর স্টেডিয়াম মাঠে শুরু হচ্ছে ৭ দিনব্যাপি তাফছির মাহফিল

মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর যুব তাফছির কমিটির উদ্যোগে আগামীকাল রোববার থেকে মাধবপুর স্টেডিয়ামে ৭ দিনব্যাপি ২২তম পবিত্র তাফছির মাহফিল শুরু হচ্ছে। তাফছির মাহফিলকে ঘিরে মাধবপুরের যুব সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মাহফিলে বয়ান করার জন্য আলহাজ্ব মাওলানা হাফেজ তাফাজ্জল হক, আলহাজ্ব মাওলানা মুফতি হাফেজ ওমর ফারুক, আলহাজ্ব মাওলানা মুফতি রাশেদুর রহমান ফারুক, আলহাজ্ব মাওলানা জুনায়েত আল হাবিব, আলহাজ্ব মাওলানা মনিরুজ্জামান সিরাজী, আলহাজ্ব মাওলানা উবাইদুর রহমান নদভী, আলহাজ্ব মাওলানা ড. মুহাম্মদ খলিদুর রহমান আযহারী, আলহাজ্ব মাওলানা নোমান হাবিবী, আলহাজ্ব মাওলানা নুরুল করীম বেলালীসহ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামদের দাওয়াত করা হয়েছে।
মাধবপুর যুব তাফছির কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি সাংবাদিকদের বলেন, আল্লাহর অসীম রহমতে যুব তাফছির কমিটি সকলের সহযোগিতা নিয়ে ২১ বছর যাবত তাফছির মাহফিল করে আসছে। আশা করি আল্লাহর রহমতে এবারও সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হবে।

Thursday, November 15, 2012

পাহাড়পুরে কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন সরকার হারাচ্ছে ২ লক্ষাধিক টাকার রাজস্ব

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥
আজমিরীগঞ্জে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একদল প্রভাবশালী। ফলে সরকার লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের নৌ-টার্মিনাল বাজারের মধ্যবর্তী নোয়াহাটি সংলগ্ন 'ানে জয়দেব দাস, জ্যোতি দাস, দীপেন্দ্র দাস শ্যামল দাস নামে কয়েকজন ব্যক্তি খাস ভূমি লিজ নেয়। তাদের পাশাপাশি বদলপুর ইউপি চেয়ারম্যান সুসেনজিতসহ আরও প্রায় ৬০ জন প্রভাবশালী ওই এলাকার ৩০ শতক খাস ভূমি ভরাটের জন্য কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। সরকারীভাবে প্রতি ঘনফুট টাকা ৫০ পয়সা দরে বালু উত্তোলনের কথা থাকলেও প্রভাবশালী মহল কোন ধরণের রয়েলিটি ছাড়াই কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন বদলপুর ইউপি চেয়ারম্যান সুসেনজিত চৌধুরী। ফলে সরকার প্রায় লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।