সঞ্জীব রায় চক্রর্বতী
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দারবাড়ির বিল পাড়ের রাস-ার পাশে এক ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ। এনিয়ে এলাকায় নানা গুঞ্জন অব্যাহত রয়েছে। নিহত ব্যক্তি ফারুক মিয়া (৩৫)। সে ওই ইউনিয়নের আন্দার বাড়ির মৃত আনু মিয়ার পুত্র। এদিকে ঘটনার দিন থেকেই নিহতের ভাতিজা সাইদুল মিয়া (২৬) রহস্যজনক পাগলামি শুরু করা নিয়ে শিবপাশা গ্রামসহ আজমিরীগঞ্জ উপজেলার সর্বত্র রহস্যের দানা বেঁধেছে। জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে একই গ্রামের আব্দুল আজিজ নামের এক ব্যক্তির বিলের পাহারা দেয়ার জন্য ফারুককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে মৃত ফারুক মিয়ার বড়ভাই বধু মিয়া জানান। পরেরদিন শনিবার সকাল ১০টায় কাঁদা মিশ্রিত ও গায়ের বিভিন্ন স'ানে আঘাতের চিহ্নসহ ফারুক মিয়ার লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন পুলিশ। পরে নিহতের বড়ভাই বধু মিয়া বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসির সূত্রে জানা যায়, নিহত ফারুক মিয়া দীর্ঘ ৫ বছর যাবত হাঁপানি ও শ্বাসকষ্ট রোগে আক্রান- ছিল। গত পনের দিন যাবত অসুস'্য অবস'ায় বিছানায় শয্যা শায়িত ছিল বলে জানা যায়। এদিকে, বধু মিয়ার ছেলে সাইদুল মিয়ার চাচা ফারুক মিয়ার মৃত্যুর দিন থেকেই রহস্যজনক পাগলামিতে এলাকায় ব্যাপক আলোচনার ঝড় বইছে। ফারুক মিয়ার মৃত্যু নিয়ে গত ৫দিন যাবত এলাকায় নানা গুঞ্জন চলছে।
বাংলাদেশ সময় ৩:০০ ১নভম্বর ২০১২
সম্পাদনা শিহাব আল মাহমুদ
সম্পাদনা শিহাব আল মাহমুদ
No comments:
Post a Comment