Thursday, November 29, 2012

আজমিরীগঞ্জে কর্তৃপক্ষের চরম অবহেলায় কোটি টাকার পন্টুনটি নষ্ট হয়ে অবশেষে মাটিগর্ভে

জুনাইদ আলহাবিব,২৯ নভেম্বর:

 আজমিরীগঞ্জে কর্তৃপক্ষের চরম অযত্নও অবহেলায় কোটি টাকা মূল্যর দু’টি পন্টুন নষ্ট হয়ে যাচ্ছে। অবশেষে মাটিগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘ এক বছর ধরে পানির নিচে তলিয়ে মরিচা ধরে নষ্ট হয়ে গেলেও এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজর দেননি। ওই দুই নৌ-ঘাটে পন্টুন না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা নৌকাতে উঠা-নামা করছেন। সরেজমিন দেখা গেছে, আজমিরীগঞ্জ পৌর এলাকায় রামকৃষ্ণ মিশন সংলগ্ন ও কাকাইলছেও নৌ-ঘাটের পন্টুনটি অযতœ-অবহেলায় পড়ে অবশেষে মাটিগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, কাকাইলছেও বাজারের পন্টুন তিন বছর পূর্বে প্রচন্ড ঝড়ে ভেসে গিয়ে  কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চারিগ্রামের খালে পানির নিচে তলিয়ে রয়েছে, যা উদ্ধারের কোনো উদ্যোগ নেই। পন্টুনগুলোর লোহারপাত চুরি করে নিয়ে যাচ্ছে দূর্র্র্র্বৃত্তরা। নিত্য দিনই ঘটছে ছোটবড় দূর্ঘটনা। বিশেষ করে স্কুল-কলেজ ছাত্রছাত্রীসহ মহিলা যাত্রীরা নৌকাতে উঠা-নামায় চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।

No comments:

Post a Comment