আমাদের আজমিরীগঞ্জ নিউজ২৪ ডটকম
জাতীয় সংসদ নির্বাচনের এখনও এক বছরের বেশী সময় বাকী। কিন' হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে এখনই চলছে নির্বাচনী আমেজ, বইছে ভোটের হাওয়া, হচ্ছে ভোটের হিসাব নিকাশ। সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠ থেকে মাঠ, গ্রাম থেকে গ্রামান-র। নিজেকে প্রকাশ করার জন্য চলছে বাহারি প্রচার-প্রচারণা। পোস্টার, ফেস্টুন, আর হ্যান্ড বিলে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম।
এক সময় হবিগঞ্জ-৩ আসনটি জাতীয়পার্টির দুর্গ হিসেবে পরিচিত ছিল। এরশাদের রাজনৈতিক পতন, সাবেক এমপি আবু লেইছ মোঃ মুবিন চৌধুরীর বিএনপিতে যোগদানসহ নানা কারণে দূর্গটি হাত ছাড়া হয় জাপার। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হাত ধরে আসনটি দখল করে আওয়ামীলীগ। এরপর গত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সমর্থন নিয়ে নেতৃত্বের ক্যারিশমা দেখান বর্তমান এমপি আবু জাহির। প্রায় ৯১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে আসনটি দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপিও। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থী পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ ঝাঁপিয়ে পড়েছেন মাঠে। পাশাপাশি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ আহমদুর রহমান আবদালও চালাচ্ছেন প্রচার প্রচারণা। এ ছাড়াও জনগণের কাছে সাবেক এমপি আবু লেইছ মোঃ মুবিন চৌধুরীরও বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তিনিও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের অন্যতম দাবিদার। গুঞ্জন উঠেছে, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান “পইলের সাব” খ্যাত সৈয়দ আহমদুল হক যোগ দিচ্ছেন বিএনপিতে। সমপ্রতি সৈয়দ আহমদুল হক ঘোষণা দিয়েছেন দলীয় হউক বা স্বতন্ত্রই হউক তিনি নির্বাচন করতে প্রস'ত। তবে তার পক্ষে আওয়ামীলীগের টিকিট নেয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটা অনেকটা নিশ্চিত যে, তিনি কোন দলীয় টিকেটে না হলেও স্বতন্ত্র নির্বাচন করবেন। এ লক্ষ্যে তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন সমানতালে। অনেকেই মনে করেন, হবিগঞ্জ-৩ আসনে পইলের সাব ভোটের রাজনীতিতে তুরুপের তাস। এদিকে, আসনটি ধরে রাখতে বসে নেই আওয়ামীলীগও। এমপি আবু জাহির চষে বেড়াচ্ছেন মাঠ থেকে মাঠ, গ্রাম থেকে গ্রামান-রে। তবে প্রচারণায় চমক সৃষ্টি করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছেন তিনি। সচেতন মহলের ধারণা, হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে সদর-লাখাই আসনে হবে কঠিন লড়াই। শেষ পর্যন- কারা মাঠে প্রার্থী হিসেবে ঠিকে থাকেন তাই এখন দেখার বিষয়।
No comments:
Post a Comment