Saturday, November 3, 2012

আজমিরীগঞ্জে শাশুড়ী ও স্ত্রীর সাথে অভিমান করে এক ব্যক্তির আত্মহত্যা---

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম

আজমিরীগঞ্জে শাশুড়ী ও স্ত্রীর সাথে অভিমান করে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। জানা যায়, উপজেলা বদলপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের হরিপদ দাসের পুত্র কালিপদ দাস এক বছর পূর্বে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। সুত্র জানায়, গত বধবার দুপুুরে শশুরালয়ে স্ত্রী ও শাশুরীর সাথে ঝগড়া করে বাড়ী চলে আসে। এক পর্যায়ে গত বুধবার দুপুরে কালিপদ দাস বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস'ায় গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১০টয় কালিপদ মৃুত্যুরকোলে ঢলে পড়ে।

বাংলাদেশ সময় 01:20.3নভম্বর 2012
সম্পাদনা শিহাব আল মাহমুদ

No comments:

Post a Comment