স্টাফ রিপোর্টার ॥
আজ রবিবার থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। ১ম দিন বাংলা ১ম পত্রে হবিগঞ্জ জেলার ৩২টি কেন্দ্রে অংশগ্রহণ করবে ২১ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় হবিগঞ্জ জেলার ১৭ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ২৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী। ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে। প্রত্যেক কেন্দ্রের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় হবিগঞ্জ জেলার ১৭ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ২৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী। ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে। প্রত্যেক কেন্দ্রের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময় 09:20.04নভম্বর 2012
সম্পাদনা শিহাব আল মাহমুদ
সম্পাদনা শিহাব আল মাহমুদ
No comments:
Post a Comment